নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য প্রকাশ করুন, অশ্লীলতা বর্জন করুন!

পঙ্খিরাজে চাদেঁর দেশে

ফয়জুল আলম বেলাল

সত্য পথে জোর কদমে মিথ্যা পায়ে দলে জ‌ীবন চালাই প্রভূর দেয়া বিধান মতে চলে।

ফয়জুল আলম বেলাল › বিস্তারিত পোস্টঃ

নয়নের শুভ বিবাহ আজ

০৮ ই জুলাই, ২০১০ ভোর ৬:০১





আজ আমাদের বন্ধু সাজ্জাদ হোসেন নয়ন'র শুভ বিবাহ। সে নতুন জীবনে প্রবেশ করছে। তার দাম্পত্য জীবন সুখের হোক। ভালোবাসার রথে চড়ে ভেসে চলুক আজীবন মুক্ত বিহঙ্গের মত। তার শুভদিনে তাকে শুভেচ্ছা জানাই।

আজ থেকে দু'জনার পথ চলা শুরু

সুখে-দুখে পাশে থেকো জীবনটা পুরু।



আজ আর কোন অভিমান নেই। এখন থেকে শুধু ভালোবাসা। নেই কোন প্রতীক্ষা। যে প্রতীক্ষায় চলে গেছে জীবনের অনেক স্বর্ণালী বসন্ত। আর আকুল হয়ে লেখেছো হৃদয় নিংড়ানো কবিতা `তোমার প্রতীক্ষাতেই'



প্রিয়া, অভিমানে চলে গেলে,

দূরে আরো বহু দূরে।

যেন আপন করে পাবার আশায়,

কেঁদেছি বিরহী সুরে।



সে সুর বুঝি এখনও থামেনি,

তমসাচ্ছন্ন রাত্রিতে-

আষাঢ়ের উম্মাতাল ঝড়ো-ধ্বনি,

বহে চলে এ বুকেতে।

তাই বন্ধ হয়ে আসে এ বাতায়ন,

প্রদীপ শিখা যায় যে নিভে।

হৃদয়ে, এ আধাঁরে জাগে কম্পন

শুধু তুমি আমার হবে।



ঝড় থেমে গেলে পৃথিবীর পথে-

যেন একটিও ফুল নেই আর,

আর আমি ঝাপরি খুলে এ রাতে,

প্রতীক্ষাতেই শুধু তোমার।



হ্যাঁ বন্ধু তোমার প্রতীক্ষার প্রহর আজ শেষ। `আষাঢ়ের উম্মাতাল ঝড়ো-ধ্বনি'র আজ হবে মধুর পরিনতি। স্বার্থক হয়েছে এক গুচ্ছ কবিতা লেখা।

যেভাবে `তোমার জন্য' কবিতায় লেখেছো;



তোমার জন্য এক গুচ্ছ কবিতা লেখা

বাগানের সব ফুল তোমার জন্য।

হৃদয়ের যত ভালোবাসা উজাড় করে

বুঝি তোমার তরে আমার জন্ম।



আমাদের ভাগ্য ভালো তোমার আগে আমাদের বিয়ে হয়ে গেছে। নতুবা তুমি বাগানের সব ফুল তাকে দিয়ে দিলে আমরা কি দিতাম। তখন ফারুক, তরাজ, সোহেল, আজমল, জুয়েল সহ্ অন্যান্য বন্ধুরা ফুলহীন বাসর সাজাতো। `কে কবে ভেবেছে' তোমার আরেকটি কবিতার শিরোনাম।



কে কবে ভেবেছে

তুমি আমার?

ঝর-ঝর শ্রাবণে

এ আঁধারে

হৃদয়-গগণে

একাধারে

কে কবে ভেবেছে

আমি তোমার?

....

আমরা কেউই আসলে ভাবিনি কখন কি হবে? বিধাতার অমোগ নিয়মে অনেক সময় অনেক কিছু হয়ে থাকে যা স্বপ্নে ভাবা যায় না। আর যা হয় মঙ্গলের জন্য হয়। তাই হাসি মুখে করতে হয় বরণ হৃদয় দিয়ে। `বিশাল হৃদয়' কবিতায় যেভাবে তুমি বলেছ,



ব্যথার সাগরে গা ভাসাতে

তুমি কোন পার্বতী?

দু:খের সায়রে অবেলায়

কেন হয়েছ সাথী?

এই কেন উত্তর আমাদের আজীবন খুঁজতে হবে। যেভাবে প্রিয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন,

আমার কোন কূলে আজ ভিড়ল তরী

এ কোন সোনার গাঁয়,

আমার ভাটির তরী আবার কেন

উজান যেতে চায়।

............

ওগো সোনার দেশের সোনার মেয়ে

তুমি কি হবে মোর তরী নেয়ে,

এবার ভাঙ্গা তরী চলো বেয়ে

রাঙ্গা অলকায়।(নতুন ঠিকানায়)

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১০ ভোর ৬:১০

সাকিরা জাননাত বলেছেন: বন্ধু নয়নকে কনংগ্রেটস।
তার লেখা কবিতা গুলোও সহজবোধ্য, সুন্দর।

২| ০৮ ই জুলাই, ২০১০ ভোর ৬:১৪

লেবফিউম বলেছেন: সাকিরা জাননাত বলেছেন: বন্ধু নয়নকে কনংগ্রেটস।

৩| ০৮ ই জুলাই, ২০১০ ভোর ৬:২২

চারুপাঠ বলেছেন: শুভেচ্ছা জানাই। সুখের রথে একসাথে পথ চলো নিরন্তর।

৪| ০৮ ই জুলাই, ২০১০ ভোর ৬:২৬

টোটাল ভালবাসা বলেছেন: শুভেচ্ছা। শুভ কামনা নতুন জীবনের জন্য।



দোয়া প্রার্থী । আমাদেরও বউ দরকার।

৫| ০৮ ই জুলাই, ২০১০ সকাল ৭:১২

বাজেকাম বলেছেন: কি যে বিপদে পরতাছেন একমাত্র আল্লাহ জানে আর জানে আপনার বিবাহিত বন্ধুগণ।

৬| ০৮ ই জুলাই, ২০১০ সকাল ৭:২১

নুরুন নেসা বেগম বলেছেন: বাজেকামের বাজে কথা!
অভিনন্দন। নির্ভয়ে এগিয়ে যান।শুভকামনা!

৭| ০৮ ই জুলাই, ২০১০ সকাল ৮:২৪

১৪ বলেছেন:
চারুপাঠ বলেছেন: শুভেচ্ছা জানাই। সুখের রথে একসাথে পথ চলো নিরন্তর।

৮| ০৮ ই জুলাই, ২০১০ সকাল ১০:২৭

হতাশার স্বপ্ন বলেছেন: শুভ কামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.