![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-“নতুন টাইলস লাগাচ্ছি ভাবি, বুঝলেন!
আমার পছন্দের রং লাইট গোল্ডেন...
কিন্তু আপনার ভাই বলে-
এখন নাকি ডীপ ব্লু বেশি চলে”।
-“তাই নাকি! ভালোই তো,
আমি অবশ্য......
সিমেন্টের ফ্লোরেই কিন্তু
খুঁজে পাই মাটির স্পর্শ।
ইদানিং খরচ হচ্ছে বেশ
ডায়মন্ড ওয়ার্ল্ডে গিয়ে,
মোটা টাকা করেছি শেষ
ভালো একটা অফার পেয়ে”।
-“ওমা, তা-ই বুঝি!
আমার কিন্তু খটকা লাগে
ডায়মন্ডই পড়ে তো ভাগ্যে
নাকি নিরেট কাঁচের কারসাজি?!”।
সন্ধ্যায়-
দক্ষিণের বাসায়-
“শুনছো, ওরা নাকি টাইলস লাগাচ্ছে।
আমার কি আর সে কপালটা আছে?!”।
রাতে-
উত্তরের বাসাতে-
“ওদের ঘরে সপ্তা সপ্তা ডায়মন্ডের হার আসে।
এমন পতি কজন নারীই বা পায় নিজের পাশে?!”।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৬ ভোর ৬:১৮
শাব্দিক শব্দ বলেছেন: বাস্তবতা