![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চল্লিশের ঘরে এসেও তোমার দারূণ তরুণ বেশ,
চিরনবীন তুমি আমার প্রিয় বাংলাদেশ ।
ঝাঁকড়া চুলের বাবরী তোমার সবুজ সুন্দরবন,
কক্সবাজারের দীর্ঘ ললাট সৌভাগ্যের চুম্বন.
খাগড়াছড়ির তৃণভূমি তোমার নয়ন ভ্রূ,
চা বাগানের থোকা থোকা সিলেটী শ্মশ্রু।
নয়ন তোমার কুয়াকাটার উদয়-অস্তাচল,
জিন্জিরা আর নিঝুম তাহার পাঁপড়ি সুনির্র্মল।
নাকটি তোমার বেজায় খাঁড়া দুর্গম কেওকারাডং,
ঠোট দুটোও দেখতে দারুণ গোলাপী জাফলং।
বুকে তোমার ঈমানদীপ্ত মসজিদের শহর,
কাঁধে তোমার মংলা আর চট্টগ্রাম বন্দর।
পেশী যেন কৃষক ভাই আর নিরীহ পোশাক শ্রমিক,
তোমার দেহের রক্তবিন্দু শুধু যারা সুনাগরিক।
শহীদের পুণ্য রক্তে তোমার শুভ জন্মদিন।
পারিনি আজো শোধ করতে সেই রক্তের ঋণ।
তবুও আমার নয়নে ভাসে তোমার তরুণ বেশ,
চির নবীন তুমি আমার প্রিয় বাংলাদেশ।
০১ লা অক্টোবর, ২০১৬ ভোর ৪:০৩
সত্যের ফেরীওয়ালা বলেছেন: সাদা ভাইয়া, সত্যি আমাদের দেশের মাটিতে মধ্যাকর্ষণ শক্তি একটু বেশিই যা শুধু বাঙ্গালীর জন্যই বরাদ্দ।
আপনাকেও শুভেচ্ছা।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২৫
সাদা মনের মানুষ বলেছেন:
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩৪
মেহেদী রবিন বলেছেন: অসাধারণ
০১ লা অক্টোবর, ২০১৬ ভোর ৪:০৪
সত্যের ফেরীওয়ালা বলেছেন: অনেক ভালোবাসা আপনার জন্য, মেহেদী রবিন।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১০
সুমন কর বলেছেন: খারাপ হয়নি, আরো ভালো করার সুযোগ ছিল।
০১ লা অক্টোবর, ২০১৬ ভোর ৪:০০
সত্যের ফেরীওয়ালা বলেছেন: সুমন কর দা, অনেক অনুপ্রাণিত হলাম, সামনে চেষ্টা আরো বাড়িয়ে দিবো , কতা দিলেম কিন্তু।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১৮
সাদা মনের মানুষ বলেছেন: চির নবীন তুমি আমার প্রিয় বাংলাদেশ।........চমৎকার লিখেছেন, শুভেচ্ছা জানবেন ভাই