![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতে, তারার মানচিত্রে আমি দৃশ্যকল্প তৈরী করি,
নবজাতক চাঁদটি যদি হয় নূহের সেই বিশাল তরী,
শুকতারাটি কি তবে ডুবন্ত নূহ্পুত্র কেনান? কে জানে…
হয়তো অন্তিম মূহুর্তে সে হাত বাড়িয়েছে পিতার পাণে।
“সপ্তর্ষিমন্ডল” কি খুব গোপন আলোচনায় ব্যস্ত-
‘আসহাবে কাহাফের’ সেই সাত যুবকের মত,
নাকি দীঘল নিদ্রায় তারা আচ্ছন্ন-
“লুদ্ধক”টা তাদের 'সারমেয়' যেনো!
হঠাৎ কেনো এতো উল্কার ছুটোছুটি…
ও কি 'বদর'? নাকি ‘উহুদ’ প্রান্তর?
বজ্র নিনাদে চারিদিক কাতর…
কুয়াশার ধূলায় ঢেকে যাচ্ছে ‘খন্দকের’ মাটি।
গোটা ছায়াপথ এখন সাহাবীদের শুভ্র কাফেলা
চন্দ্র-মক্কা ওঁদের নয়া মানযিল…
আজ “কা’বা” অভিমুখে সত্যের মিছিল
সাফল্যের পথে হবে নব পথচলা।
সমস্ত আকাশটা কি আজ কাবার গিলাফ?
নক্ষত্র মানচিত্র আঁকে তাতে পবিত্র কালমার
পূর্ণিমা চাঁদ যেন সেই কা'বার দুয়ার।
মহাবিশ্ব করছে সেথায় প্রভূর তাওয়াফ।
২| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৯
ছায়াহরিণ বলেছেন: বাহ! দারুণতো!!
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৬ ভোর ৫:১৫
এম এ কাশেম বলেছেন: দারুণ চিত্রকল্প।