নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজ সত্য এতোটাই মূল্যহীন হয়ে পড়েছে, তাকে দ্বারে দ্বারে বিকিকিনি করা ছাড়া আর কোন উপায় ছিলনা।

সত্যের ফেরীওয়ালা

সত্যের ফেরীওয়ালা › বিস্তারিত পোস্টঃ

যুগে যুগে নীল নকশার প্রকৌশলীবৃন্দ

০২ রা অক্টোবর, ২০১৬ ভোর ৪:২০



মীর জাফরের বন্ধু মোরা সীরাজের নই কেহ।

আনুগত্যের মোড়কে মোদের কৃতঘ্নতার দেহ।

প্রতিটি যুগেই জন্মি মোরা নিশাচর প্রাণী হয়ে

ঘুণের মত সত্য - দূর্গ ক্ষয় করি ধীর লয়ে ।

#

মোরা ঈসা-যুগের যিহুদা কিংবা মুসার সামেরী।

মোরা ফিরাউনের যেন যোগ্য উত্তরসূরী।

ইউসুফ ভাতৃগণের মোরা আদর্শিক অনুসারী।

মুহাম্মদ কালের উবাই মোদের শ্রেষ্ঠ কান্ডারী।

*

পারভেজ মোশাররফ মোদের উত্তম দলপতি।

হু.মু এরশাদ না হলে মোদের ঘটতো অবনতি।

কপটতা মোদের স্বভাব,বিশ্বাসঘাতকতা শিরণাস্ত্র।

দু' মুখো সাপ আমরা মানিনা কভূ কোন শাস্ত্র।

@

খালেদ-ওমর নেই বলে মোদের এ যুগে কতো সুযোগ।

ইসলাম নিয়ে করতে খেলা একটুও কাপেনা এ বুক।

মোদের দলে নাম লেখাবি কে কে আছিস বল ??

মোরা চির তাবেদার চির গাদ্দার নিমকহারামির দল।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৬ ভোর ৪:৩২

এম এ কাশেম বলেছেন: তিক্ত সত্য,
গাদ্দারের জয় জয়কার আজ।

শুভেচ্ছা জানবেন।

০২ রা অক্টোবর, ২০১৬ ভোর ৪:৫১

সত্যের ফেরীওয়ালা বলেছেন: "গাদ্দারের জয় জয়কার আজ". সত্যি বলেছেন, মিডিয়ার চেয়ে বড় গাদ্দার আর কিছুই দেখছিনা আজ।

আপনাকেও অনেক শুভেচ্ছা। সাথে থাকুন

২| ০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৮

এ কে এম রেজাউল করিম বলেছেন:
কবিতা পড়ে মুগ্ধ আমি!
কবির প্রতি অভিন্দন ও ভালোবাসা জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.