নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজ সত্য এতোটাই মূল্যহীন হয়ে পড়েছে, তাকে দ্বারে দ্বারে বিকিকিনি করা ছাড়া আর কোন উপায় ছিলনা।

সত্যের ফেরীওয়ালা

সত্যের ফেরীওয়ালা › বিস্তারিত পোস্টঃ

আসল ব্যাপার

০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:০৬


আসলে আমাদের রক্তে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে; মারাত্মক এক বিষ,সানাইডের চেয়েও মারাত্মক! টগবগে রক্ত শীতলকারী গরল,যে বিষের জীবাণু সমস্ত শরীর অকেজো করার পর অবশ করে ফেলেছে মস্তিস্ক।

* প্রাকৃতিক সৌন্দর্য্য দেখে আমাদের চক্ষু প্রশান্ত হয়,অথচ তার সৃষ্টিকর্তার কথা মনেই আসেনা।

* আমরা মেডিটেশন করে মনের অবসাদ দূর করি, কিন্তু নামাজে দাড়ালেই শুরু হয় ছটফট।

* আমরা মানবহিতৈষী কাজে প্রচুর অর্থ খরচ করি, তহবিল গঠন করি, আর যাকাতের কথা উঠলেই আমাদের একাউন্ট খালি হয়ে পড়ে।

* আমরা ডাইবেটিসে আক্রান্ত হয়ে ডাক্তারের পরামর্শে উপবাস পদ্ধতি (diet control) গ্রহন করি,তথাপি রমজান আসলে আমরা বিমুখ হয়ে যায় “সওম” থেকে।

* পিকনিক-হানিমুন-সামার ট্যুর করতে আমরা মাইলকে মাইল পাড়ি দিতে কুন্ঠাবোধ করিনা, যখন হজের কথা উঠে আমাদের অর্থ-সংকট দেখা দেয়।

* আমরা সুদ খাই মনব-কল্যাণে, সুদের অর্থনীতি দিয়ে “নোবেল প্রাইজ” জিতে নিই, অর্থনৈতিক মন্দা থেকে বাচাতে ইসলাম তা নিষেধ করলেই হয়ে যায় সেকেলে।

* সামান্য টাকার জন্য আমরা রক্ত ঝরায়, প্রান বিসর্জন দিই,অথচ সেই রক্ত আমরা পবিত্র কাজে মানবতাকে উদ্ধারের কাজে ব্যয় করতে অনিচ্ছুক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.