![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রযুক্তির মাতাল হাওয়ায় তুমি ভাসছো নিশিদিন,
দুশমনেরা ফাঁদ পেতেছে তোমায় করতে পরাধীন।
ফেসবুকের নীল পর্দা এখন তোমার দু’চোখ জুড়ে,
দৃষ্টি যেনো না পড়ে আর কাশ্মীরের প্রান্তরে।
চিন্তা তোমার বাধলো ওরা মডার্ণ ফ্যাশনে-
দায়িত্ববোধ আর মানবতা আসেনা তাই মনে।
হেডফোনের ছিপি তোমার কান দিয়েছে ঢেকে,
ফিলিস্তিনের কান্না যেনো ঐ কানে না ঢুকে।
সফটওয়ার আর অ্যাপের ধাঁধাঁয় কাটছে যে সময়
হাতের কাছেই আরাকানে আর নজর পড়বে কই?
জিহাদ এখন সন্ত্রাসের প্রতীক, শিখাচ্ছে ইউটিউব।
তাই আফগানের প্রতি ঘৃণা এখন উতলে উঠে খুব।
চন্দ্রজয়ী মার্কিনীরা ঘটায় প্রযুক্তির উন্মেষ…
ইরাকে তাই হামলা করে ওরা বেশ করেছে বেশ।
গনতন্ত্রের ঠিকাদার শুধু যেনো পশ্চিমা জগত।
বাকি সব তন্ত্র-যন্ত্র-মন্ত্র করতে হবে বধ।
রাত কেটে যায় ফোনে কিম্বা টুইট পোষ্ট আর চ্যাটে,
পথশিশুদের জন্যে শুধু শুধু কে মরবে খেটে ??!
হোম থিয়েটার করতে হবে, ঘরে বৃদ্ধ মা-বাপ…
বৃদ্ধাশ্রমের টিকিট দিয়ে ছাড়লে তুমি হাঁপ।
ঘুম পাড়ানি টেকনোলজী ঘুম নিয়েছে কেড়ে,
তাই বাস্তবতার জগৎ থেকে তুমি অনেক দূরে।
মস্তিষ্ক আজ ভাসছে তোমার প্রযুক্তির নীল বিষে
কে বাঁচলো মরলো তাতে তোমার কিইবা যায় আসে।
গুগল চশমা চোখে কি আর রক্ত যায়রে চেনা?
রোবট মনে মানবতা যায়না তো হায় বোনা…!
দায়িত্ব বলতে মাঝে মধ্যে লাইক পোষ্ট আর শেয়ার।
এর বাইরে দেবার মতো সময় যে নাই তোমার.…!
আরো পড়্তে
এখানে ক্লিক করুন
১৯ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:১৩
সত্যের ফেরীওয়ালা বলেছেন: শুনে খুব অনুপ্রানিত হলাম মিতা।
২| ১৯ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:১৮
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ফেরিওয়ালা,ফেরিওয়ালা দোস্তি এখন থেকে হবে মাস্তি।
শুভকামনা ভাই, আপনি ভালো থাকুন।
৩| ১৯ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:০২
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: চমৎকার .। এক কথায় অসাধারণ লাগলো।
১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৩
সত্যের ফেরীওয়ালা বলেছেন: আপনাকেও অসাধারণ স্মার্ট লাগছে
কুল ধন্যবাদ
৪| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
প্রযুক্তি মানে-
আজ দিল হে পানি পানি পানি..........
ড্যান্সপে ঢিসঢিস ঢিসঢিস
নাচ্ছে দেখ নানি.......
ও পানি পানি পানি।।।।।।।
১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩২
সত্যের ফেরীওয়ালা বলেছেন: জানি জানি জানি,
প্রযুক্তির ঠেলায় আজ
সমাজ জুড়ে হাপানি।
বাস্তব সমাজ ছেড়ে মানুষ
নিয়েছে বায়বীয় সমাজের গ্লানি।
জানি জানি জানি।
শুভেচ্ছা।
৫| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:০২
ধ্রুবক আলো বলেছেন: বাহ! চমৎকার লেখনি, বাস্তবিক+++
১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:২৫
সত্যের ফেরীওয়ালা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৫৩
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: পড়ে ভালো লাগলো ।ধন্যবাদ