![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্তজবা! তুমি আমায় ছুঁয়ো না
রক্তিম ঊষা! তুমি আমার পাণে চেয়ো না
লোহিত বর্ণ যে আমি সহ্য করতে পারিনা।
হিমোগ্লোবিন,রক্তের সাথে কেন বাঁধলে জুটি?
লালের সাথে যে আমার শত্রুতার চির ভ্রুকুটি।
কবে কার রক্তে আরকানের মাটি ভিজল
তাতেই নাকি আমার বুক ভাসাতে হবে
"ইয়া নফসী"র এই যুগে কার খবর কে রাখলো?
তবে কোন ভুলে এই মূল্যবান অশ্রু ঝরাবো।
আরাকান রাজ্য নাকি ভরে গেছে মুসলমানের লাশে
বলি-দূর! সব মিডিয়ার কারসাজি
ওসব নিয়ে ভাবতে আমি নিমরাজি।
আরাকান নাকি লেলিহান শিখায় ছেয়ে আছে চারিদিক
ও-কথা বলোনা, লালে আমার এলার্জিক আছে
আমি বুঝি শুধু মডার্ন-ফ্যাশন,বাকি সব ধিক!
আমার গায়ে টোকা না পড়লে এতো ভাবার কি আছে।।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৪
লিট্রিমিসটিক বলেছেন: আমার গায়ে টোকা না পড়লে এতো ভাবার কি আছে।
আসলেই ভাই খাঁটি কথা বলেছেন।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫০
আনিসা নাসরীন বলেছেন: "ইয়া নফসী"র এই যুগে কার খবর কে রাখলো?
-ঠিক তাই, কে কার খবর রাখে।