![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংগ্রাম করে যারা জীবনে সফল হয়, যুদ্ধ জয়ী সৈনিকের থেকে তার মর্যাদা কোন অংশে কম নয় ।
দিবাবসানে
রাত্রির আগমন
অন্ধকারে ছেয়ে যায় চারিদিক ।
ভেঙ্গে পড়োনা
প্রস্তুত হও গভীর রাত্রের জন্য ।
ধীরে ধীরে বাড়ছে রাত
প্রণয় অন্ধকার
চারিদিকে নিস্তব্দতা
রাত্রি, গভীর থেকে গভীরে
আরো গভীরে
যেনো
কোন মরুভুমি অথবা
পশান্ত মহাসাগরের মাঝে
একাই তুমি এগিয়ে চলেছো ।
কেনো ত্রস্ত পায়ে
চলো বীর দর্পে ।
এক সময়
দুর দীগন্তে দেখবে আলো
যা তোমার দিকে ধাবমান
ভোরের সুর্যোদয়ে
রাত্রির অবসান
মিষ্টি রোদে আলোকিত চারিদিক
অন্ধকারের লেশমাত্র নেই
সারা রাত চলার পর
তুমি হয়ত ক্লান্ত
তবু তুমিই বিজয়ী ।।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৩
মিলটনরহমান বলেছেন: ভালো লাগা