নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদা আলহামদুলিল্লাহ

মোঃ মুজাহিদুল ইসলাম নাহিদ

মোঃ মুজাহিদুল ইসলাম নাহিদ › বিস্তারিত পোস্টঃ

ভবিষ্যতের বিশ্ব নেতৃত্বঃ উর্বর ভূমি, প্রাকৃতিক বীজ, জনশক্তি ও বাংলাদেশ প্রসঙ্গ

০৯ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫০

এক বীজে কোটি বীজ, এক বীজে বিশ্ব
বীজ হাতছাড়া হলে, হয়ে যাবে নিঃস্ব।


করোনা পরবর্তী পৃথিবীতে সবচেয়ে গুরুত্ব পাবে যে জিনিসগুলো সেগুলো হলঃ
১) খাদ্য নিরাপত্তা
২) সাইবার নিরাপত্তা
৩) বায়ো-জেনেটিক নিরাপত্তা
৪) স্বাস্থ্য ঝুঁকি নিরাপত্তা

এই চাহিদাগুলোর মধ্যে চাইলেই সব দেশই সবগুলো শর্ত পূরণ করতে প্রাকৃতিকভাবেই সক্ষম নয়। করোনা ভাইরাস আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই ধরনের দুর্যোগে সবচেয়ে বড় প্রয়োজন খাদ্য নিরাপত্তা, আর এই চাহিদা পূরণে আল্লাহ্‌ আমাদের উর্বর মাটি আর শক্তিশালী বীজ দিয়ে যে অফুরন্ত নিয়ামত দান করে রেখেছেন তা পূর্ণভাবে উপলব্ধি করে সেটার মুল্যায়ন করার এখনই সময়।

দুর্ভাগ্যজনক হলেও বাস্তবতা এই যে, আজকে দেশে উৎপাদন ও বিপণন খাতে সবচেয়ে অনিশ্চয়তার মধ্যে দিয়েও কৃষক নিতান্তই অনন্যোপায় হয়ে খাতটি টিকিয়ে রেখেছে। ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অধিকাংশ দেশই নিজেদের উৎপাদিত পণ্যে নিজেদের খাদ্য চাহিদা মেটাতে অক্ষম, সেটা ভু-প্রাকৃতিক গঠন, জলসঙ্কট, আবহাওয়া, লোকবল সংকট সহ নানবিধ কারনে। যেখানে অসম এক বিশ্বব্যবস্থার দরুন খাদ্য উৎপাদন না করেও তারা খাদ্য নিরাপত্তায় উৎপাদক দেশগুলোর তুলনায় অনেক এগিয়ে। কিন্তু সময় এসেছে প্রাকৃতিকভাবেই এই দস্যু ব্যবস্থার জালকে ছিন্ন ভিন্ন করে দেবার। সময় এখন চাচা আপন পরান বাঁচা।

বাম্পার ফসল উৎপাদনে গুণগত মানসম্পন্ন বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শুধুমাত্র গুণগত মানসম্পন্ন বীজই শতকরা ১৫-২০ ভাগ উৎপাদন বাড়িয়ে দিতে পারে। কৃষি মন্ত্রণালয়ের বীজ অনু বিভাগের তথ্য মতে, দেশে সবজি বীজের প্রকৃত চাহিদা ৪,৫০০ মে.ট্রি; যার শতকরা ৩.২০ ভাগ বীজ বিতরণ করে সরকারি সংস্থা তথা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), যেখানে বেসরকারি সংস্থাগুলো প্রায় শতকরা ৮০.৮০ ভাগ এবং বাকি শতকরা ১৬ ভাগ কৃষক তার নিজের সংরক্ষিত বীজ ব্যবহার করে।

অথচ Monsanto, Dupont(Pioneer), Syngenta, Groupe_Limagrain, Land ‘O Lakes, KWS AG, Bayer Crop Science এর মত বিশ্বের গুটিকয়েক বহুজাতিক কোম্পানি সারাবিশ্বের বীজ নিয়ন্ত্রন নিজেদের হাতের কব্জায় ধরে রেখেছে, তবে তাঁদের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হল, তারা বীজের জীন পরিবর্তনের মাধ্যমে একটি বীজকে একবার মাত্র ব্যবহার উপযোগী করে বাজারে ছাড়ছে, অর্থাৎ বীজ থেকে উৎপাদিত ফসলে দ্বিতীয়বারের মত স্বাভাবিক বীজ সংগ্রহের কোন ব্যবস্থা রাখছেনা, এভাবে সারাবিশ্বকে খাদ্য নিরাপত্তায় পঙ্গু করে তাঁদের মুখাপেক্ষী করে গড়ে তুলছে।

বহুজাতিক পশ্চিমাদের এই ষড়যন্ত্র থেকে দেশের কৃষি ও জনগণকে বাঁচাতে হলে অতিদ্রুত প্রতিটি থানায়, প্রতিটি জেলায় এবং জাতীয়ভাবে প্রাকৃতিক দেশি বীজের সংরক্ষণাগার গড়ে তুলতে হবে, পাশাপাশি জনসাধারণকে নিজ বাড়িতে উৎপাদিত দেশি সবজির বীজ নিজ দায়িত্বে সংরক্ষণ ও প্রতিবেশিদের মাঝে বিতরনের জন্য জোর তাগিদ দিতে হবে, নতুবা ভয়াবহ চক্রান্তের জালে আটকা পড়ে আমরা নিজেদের প্রাকৃতিক সক্ষমতাকে নিজেদের খামখেয়ালীপনায় হারিয়ে ফেলবো।

কৃষকের নিজের চাহিদামতো বীজ যদি নিজে ঠিকভাবে উৎপাদন ও সংরক্ষণ করতে পারে তাহলে একদিকে বীজের মান নিশ্চিত করা যাবে অন্য দিকে অন্যের উপর নির্ভর করতে হবেনা এবং খরচও কম হয়। এভাবেই সামনের দিনে বিশ্ব খাদ্য সুরক্ষায় নেতৃত্বের আসনে বসে নেতৃত্ব দিব আমরা ইনশাআল্লাহ।

(নোটঃ পরপর দুইটা মানচিত্র, একটাতে খাদ্য উৎপাদনে বাংলাদেশ-কে বেশ ভালো অবস্থানে দেখাচ্ছে, আরেকটাতে বৈশ্বিক ক্ষুধা সূচকেও বাংলাদেশ-কে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় দেখাচ্ছে, এই অসমতা রুখতে হলে আপনাদের সবাইকে আরও বেশি সচেতন ও আরও বেশি উৎপাদনমুখী হতে হবে। তবেই সম্ভব দুই মানচিত্রেই দেশকে শক্তিশালী অবস্থান দেখতে পাওয়া)।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে লিখেছেন, এসব নিয়ে ভাবার সময় এখন উনাদের নেই, উনারা অন্য বিষয়ে খুব ব্যস্ত।

২| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: পৃথিবীর ৬০০ কোটি মানুষ মনে হয় একটা সুসংবাদ পেতে যাচ্ছে খুব শীঘ্রই...
হয়তো এ পৃথিবী আবার আগের রূপ ধারণ করবে, সব কিছু স্বাভাবিক হবে কয়েক সপ্তাহ পরেই !
জাপানের আবিষ্কার করা দুটি ঔষধ আভিগান ও ওরভেসকো সেটা মানুষের শরীরে খুবই কার্যকর হতে শুরু করেছে।
জাপানে করোনার ঔষধের ক্লিনিক্যাল ট্রায়ালের (আনঅফিসিয়াল) ফলাফল- যাদের বয়স কম তাদের জন্য আভিগান প্রয়োগে রোগী ৭ দিনে সুস্থ হয়ে যায় এবং পিসিআর ফলাফল নেগেটিভ আসছে। এটা জাপানের ১২০ জন রোগীর উপর প্রয়োগের ফলাফল।

৩| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১০:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব গুরুত্বপূর্ণ বিষয়ে লিখেছেন। আমাদের দেশে শাইখ শিরাজ সাহেব কোন পক্ষ অবলম্বন করছেন?

৪| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ২:৫৪

নেওয়াজ আলি বলেছেন: বাসায় চাল ডাল তেল লবন হব পুরিয়ে আসছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.