![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য বল সুপথে চল্ ওরে আমার মনসত্য সুপথ না চিনিলে,পাবিনে মানুষের দর্শন ...-ফকির লালন শাহ্
মেঘ ভাঙ্গা রোদ নিল প্রতিশোধ
গতকাল হয়ে যাওয়া বৃষ্টির
মেঘ ভাঙ্গা রোদ নিল প্রতিশোধ
গতকাল হয়ে যাওয়া বৃষ্টির
পারি নি জবাব দিতে বোবা ভাষা বুঝে নিতে
তোমার ঐ ভিরু ভিরু দৃষ্টির
মেঘ ভাঙ্গা রোদ নিল প্রতিশোধ
গতকাল হয়ে যাওয়া বৃষ্টির
মৌসমী হাওয়ায় ছুয়ে ছুয়ে যায়
কাছে এসেছিলে তুমি ভিরু পায়
ও ও মৌসমী হাওয়ায় ছুয়ে ছুয়ে যায়
কাছে এসেছিলে তুমি ভিরু পায়
সুন্দর রুপ দেখে কত ছবি একে একে
মুগ্ধ হয়েছি ঐ সৃষ্টির
মেঘ ভাঙ্গা রোদ নিল প্রতিশোধ
গতকাল হয়ে যাওয়া বৃষ্টির
মন যেন মানে না চোখেরই শাসন
দিতে চাই তোমায় মনেরই আসন
ও ও মন যেন মানে না চোখেরই শাসন
দিতে চাই তোমায় মনেরই আসন
মিষ্টি সুবাস মেখে তুমি এলে দুর থেকে
হয়না তুলনা সেই মিষ্টির
মেঘ ভাঙ্গা রোদ নিল প্রতিশোধ
গতকাল হয়ে যাওয়া বৃষ্টির
পারি নি জবাব দিতে বোবা ভাষা বুঝে নিতে
তোমার ঐ ভিরু ভিরু দৃষ্টির
মেঘ ভাঙ্গা রোদ নিল প্রতিশোধ
গতকাল হয়ে যাওয়া বৃষ্টির
©somewhere in net ltd.