![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহর আমার প্রিয় শহর। তাই এই শহরকে আমি অনেক ভালবাসি
ডাক্তার বলছে, “সম্ভবনা নাই, উপর ওয়ালা একজন আছেন, উনিই যা করার করবেন..............আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো”
মস্তিষ্কে প্রচন্ড আঘাত করা হয়েছে, প্রচুর রক্ত ক্ষরন হয়েছে। চোয়াল থেকে দাত গুলো ইট দিয়ে কেচে কেচে খুলে ফেলা হয়েছে। চোখটাও রক্ষা পায়নি। শরীরের অন্যান্য স্থানেও আঘাতের চিহ্ন।সে এখন ওপারে যাওয়ার জন্য নৌকায় উঠেছে........যেকোন সময় মাঝি তার নৌকা ছেড়ে দিতে পারে।তোমরা কি এই মেয়েটিকে চিনতে পেরেছো? বিদ্যাময়ী স্কুলের ছাত্রী ছিল, তারপর এইচএসসি আনন্দমোহন থেকে, এবার এই আনন্দমোহনেরই ১ম বর্ষের ছাত্রী সে, নাম তার স্বর্ণা
।প্রথম আলো পত্রিকায় প্রকাশিত খবর
পত্রিকার বিশাল বাংলা পাতায় এই খবরটি ছাপা হয়েছে। তবে সেটা ঢাকার সংস্করণে নেই। আজব লাগে
মেয়েটির অবস্থা আগের মতই ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯
ময়মনসিংহ হতে বলেছেন: রাজু নামের একটি ছেলে অনেক দিন ধরেই বিরক্ত করে আসছিল মেয়েটিকে।জানা যায়, কারো জন্মদিন উপলক্ষ্যে মেয়েটি গত ১সেপ্টেম্বর বন্ধুদের সাথে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে গিয়েছিল। ।রাজুও তাদের পিছু নেয়।এক সময় রাজু মেয়েটির সাথে একা কথা বলতে চায়, প্রথমে রাজি হচ্ছিলনা স্বর্ণা, অনেক অনুরোধের পর রাজি হয় । তখন বৃষ্টি পড়ছিল, স্বর্ণার সাথে যে ছিল সে একটু আড়াল হয়। কিছুক্ষন পর বন্ধু রাজু ছেলেটিকে দৌড়ে পালাতে দেখে, তাড়াতাড়ি কাছে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় মেয়েটি পরে আছে। আশেপাশের লোকজন জড়ো হলে, ঐখানকার ডাক্তারের কাছে নিয়ে যায় । ডাক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য তাড়াতাড়ি নিয়ে যেতে বলে.......ঐদিন রাতে ঢাকায় ইবনে সিনায় (কল্যাণপুর) নিয়ে যাওয়া হয়। কিন্তু একদিন রেখেই আবার তাকে ফিরত পাঠায়।এখন অবস্থা খুবই খারাপ, ডাক্তার ভাষায়, ব্রেণ ডেথ।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৬
রিয়াদ হাকিম বলেছেন: ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: ঘটনাটা একটু খুলে বলবেন?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭
ময়মনসিংহ হতে বলেছেন: চেষ্টা করবো
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ইস !! মানুষ এমন অমানবিক হতে পারে !! ছিঃ
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬
ময়মনসিংহ হতে বলেছেন: স্বর্ণার সুস্থতার জন্য দোয়া
আর অপরাধীর জন্য সর্বোচ্চ শাস্থি চাই
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আমরা নাকি দোযখে যাবো, আমরা দোযখে গেলে এই নরপশুটা কোথায় যাবে আল্লাহর কাছে প্রশ্ন
মেয়েটাকে আল্লাহ সুস্থ্য করে দিন
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫
ময়মনসিংহ হতে বলেছেন: অবস্থা আগের মতই। কোন পরিবর্তন নাই, তবে আজ সকালে শরীরের তাপমাত্রা একটু বেড়েছে বলে জানি
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬
খাটাস বলেছেন: মেয়ে টার সুস্থতা চেয়ে দোয়া করছি। আপডেট দিয়েন।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
ময়মনসিংহ হতে বলেছেন: অবস্থা আগের মতই। কোন পরিবর্তন নাই, তবে আজ সকালে শরীরের তাপমাত্রা একটু বেড়েছে বলে জানি
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬
সাউন্ডবক্স বলেছেন: শুয়রের বাচ্চা টা নিশ্চিত ছাত্রলীগ এর কেও. নয়তো এত বর সাহস আর কে পাবে???
সুয়ুরের বাচ্চার নুনু কেটে ফেলা হোক। একটার নুনু কাটলেই সব কয়টা ঠিক হয়ে যাবে।
এইসব অপরাধের বিচার হয়না বলেই অপরাধ বেরে চলছে
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩
ময়মনসিংহ হতে বলেছেন: মেয়েটির জন্য দোয়া করুন।
অপরাধীর বিচার হতেই হবে। কোন ভাবেই ছাড়া যাবেনা কুত্তার বাচ্চাটাকে
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২২
ননদালীনাজ বলেছেন: সাউন্ডবক্স বলেছেন: শুয়রের বাচ্চা টা নিশ্চিত ছাত্রলীগ এর কেও. নয়তো এত বর সাহস আর কে পাবে???
সুয়ুরের বাচ্চার নুনু কেটে ফেলা হোক। একটার নুনু কাটলেই সব কয়টা ঠিক হয়ে যাবে।
এইসব অপরাধের বিচার হয়না বলেই অপরাধ বেরে চলছে
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩২
ময়মনসিংহ হতে বলেছেন: মেয়েটির জন্য দোয়া করুন।
অপরাধীর বিচার হতেই হবে।
আমারও বোন রয়েছে
৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪২
অদ্বিতীয়া আমি বলেছেন: কি ভয়ানক ! কিভাবে যে মানুষ এত অমানবিক হতে পারে
আল্লাহ মেয়েটাকে সুস্থ্য করে দিন ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩১
ময়মনসিংহ হতে বলেছেন: মেয়েটির জন্য দোয়া করুন।
অপরাধীর বিচার হওয়া খুবই দরকার
৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮
স্বপনচারিণী বলেছেন: ভয়ঙ্কর! দোয়া করি মেয়েটি যাতে সুস্থভাবে বেঁচে উঠে। সেই সাথে অপরাধীর প্রকৃত শাস্তি দাবি করছি।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩০
ময়মনসিংহ হতে বলেছেন: মেয়েটির জন্য দোয়া করুন।
১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০০
আমার মন বলেছেন: ময়মনসিংহের একজন হয়ে আমি লজ্জিত, অপমানিত। দোয়া করি মেয়েটি যাতে সুস্থভাবে বেঁচে উঠে। সেই সাথে অপরাধীর প্রকৃত শাস্তি দাবি করছি।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৮
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: ঘটনাটা একটু খুলে বলবেন?
কে কারা কেন এমন করেছে,?
আমার জানা নেই