নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতাই সত্য

হাসানুজ্জামান খান (হীরা)

হাসানুজ্জামান খান (হীরা) › বিস্তারিত পোস্টঃ

একজন নারীই হতে পারে রানী

০৯ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৪০



নারী বিহীন পৃথিবীর সৌন্দর্য আর সমাজ জীবনের বিধাতা প্রদত্ত রূপ থেকে যায় অসম্পূর্ণ । হজরত আদম (আ:) সৃষ্টির পর মা "হাওয়া" কে সৃষ্টি করা হয়েছিল তার একমাত্র্র সঙ্গী হিসাবে। সেই থেকে আজোবধি একই নিয়মে চলছে পৃথিবী। নারী, কখনো মা , কখনো কন্যা আবার কখনো সহধর্মিনী । এই তিন ছাড়া নারী এখন একজন বন্ধু , একজন মডেল , একজন সহপাঠি আর একজন সহকর্মীর মতো অনেক কিছু। আমাদের সমাজে নারী পালন করছে পুরুষের সমতুল্য দায়িত্ব। কাধে নিচ্ছে কখনো বাবার সংসারের দায়িত্ব, কখনো স্বামীর সংসারের, কখনো সন্তানদের তো কখনো অফিসের গুরুত্ব পূর্ণ পকল্ল্প। আজ নারী তাদের নিজের যোগ্যতায় সফল। নারীর এই সফলতার পিছনে পুরুষের কতটুকু সহযোগিতা আছে তা আজ ও প্রশ্নবিদ্ধ।

নারীকে নিয়ে বেগম রোকেয়ার সপ্ন হয়ত এখনো বাকি, তবে বাংলার নারী যে এগিয়েছে তা মানতে হবে। বাংলার নারীরা এখন আকাশে বিমান চালায়, এভারেস্টের চুড়ায় দাড়িয়ে বাংলার পতাকা উড়ায়, সত্যের সন্ধানে জীবন কে বাজি রেখে সাংবাদিকতা করে, প্রাকৃতিক এবং মানব সৃষ্টি দুর্যোগে অসহায়দের পাশে দাড়ায় এবং কি দেশের সার্বভৌমত্ব রক্ষায় অস্ত্র হাতে পুরুষের কাধে কাধ মিলিয়ে চলছে। শুধু এ সবেই নয় নারী বিশ্ব আসরে বাংলাদেশের জন্য বয়ে আনছে সুনাম; কখনো সেটা খেলা-ধুলায়, কখনো শিক্ষায় আবার কখনো নতুন উদ্ভাবনে যা অনেকাংশে পুরুষের চেয়ে বেশি সফল।

সবশেষে প্রশ্ন একটাই, শত সংগ্রামে অর্জিত নারীর সফলতা গুলো কেন পুরুষের কাছে অবহেলিত? কেন সমান সম্মান এবং মজুরি নারীরা পায় না ? কেন আমরা পুরুষরা নারীদের কে আমাদের মত মানুষ হিসাবে ভাবিনা ? কেন নিজের দোষ ত্রুটিকে উপেক্ষা করে, নারীর দোষ কে বড় করে দেখি ? কেন সম্মান এবং ভালবাসার কার্পন্য তা আমাদের অর্ধাঙ্গিনী বা জন্মদাতা জননীদের প্রতি?

আমরা পুরুষরা যেন ভুলে না যাই যে আমরা নারী বিহীন অচল। যেদিন নারীর "না " বলবে সেদিন ঘড়ির কাটা থমকে দাড়াবে। এই জগত হারাবে তার চিরাচরিত ছন্দ। পিপাশাসিক্ত হৃদয় কাদবে ভালবাসার হাহাকারে। তাই নারী "না"বলার আগে, তাদের যথাযথ সম্মান টুকু দিয়ে তাদের কে "রানী" র জায়গায় বসিয়ে রাখি কারণ একজন নারীই হতে পারে "রানী" ।


লেখক : এইচ, কে হীরা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.