![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমত: সময় নাই। দ্বিতীয়ত এখনই সময়। তৃতীয়ত: আমি না থাকলেও ব্যাপারটা ঘটবে, তবু আমাকেই চাই।
রবীন্দ্রনাথের অনেক গানের সুর লোকবাংলার বিভিন্ন মরমী গানের সুর থেকে অনুপ্রাণিত অথবা কখনো কখনো সরাসরি ব্যবহৃত। বাংলার মাটির গান বাউল সঙ্গীত ছাড়াও রবীন্দ্রনাথ সুর ব্যবহার করেছেন পশ্চিমা সঙ্গীত থেকে। এ ধরনের গানকে বলা হয় ভাঙ্গা গান নামে।
আমাদের জাতীয় সংগীত, আমার সোনার বাংলার সুর যে বাউল গান থেকে নেওয়া তার মূল কথাগুলো এরকম (কথা: গগন হরকরা)। গানটা শুনলে বোঝা যায় গানটির কথাও সোনার বাংলার কথার সাথে অনেকাংশেই মিলে যায়।
আমি কোথায় পাবো তারে?
আমি কোথায় পাবো তারে,
আমার মনের মানুষ যে রে।
হারায়ে সেই মানুষে তার উদ্দেশ্য
আমি বেড়াই ঘুড়ে দেশে দেশে।
লাগে সে হৃদয় শশী
সদা প্রাণ হয় উদাসী
পেলে মন হতো খুশি
দিবানিশি দেখতাম নয়ন ভরে
আমার প্রেমাণলে মরলাম জ্বলে
নিভাই কেমন করে
মরি হায়!
ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে
ওরে দেখনা তোরা হৃদয় চিরে
আমি কোথায় পাবো তারে
আমার মনের মানুষ যে রে।
দিবো তার তুলনা কি?!
যার প্রেমে জগৎ সুখী
হেরে যে জুড়ায় আখি
সামান্যে কি দেখতে পাবি তারে।
তারে যে দেখেছে সে মজেছে
ছাই দিয়ে সংসারে
মরি হায়।
ওরে না জানি কি কুহক জানে
অলক্ষে মন চুরি করে
আমি কোথায় পাবো তারে?
কুলমান সব গেলোরে
তবু না পেলাম তারে,
প্রেমের লেশ নাই অন্তরে
তাই তো মোরে দেয়না দেখা সে রে।
ও তার বসত কোথা না জেনে
কয় গগন ভেবে মরে
যদি সেই মানুষের হদিশ জানিস
কৃপা করে আমার সুহৃদ হয়ে
আমার গেতি হয়ে বলে দেরে
কোথায় পাবো তারে
আমার মনে মানুষ যে রে।
হারায়ে সেই মানুষে তার উদ্দেশ্য
আমি বেড়াই ঘুড়ে দেশে দেশে।
কোথায় পাবো তারে
আমার মনে মানুষ যে রে।
পূণ্যদাস বাউলের গাওয়া এই গানটি শুনতে হলে ক্লিক করুন ।
গানের দর্শন:
গগন হরকরার এই গানটি যে মরমী দর্শনের উপরে নির্মিত তাকে ইসলামী সুফি দর্শনে ইনসানে কামিল বা সম্পূর্ণ মানুষ বলে। বাউল দর্শনে এই মানুষের নাম: সহজ মানুষ। নবীর সাথে সাহাবীর যে গভীর সম্পর্ক ঠিক তাকে অনুসরন করেই আধ্যাত্নিক শিক্ষকের রূপ নেয় "সম্পূর্ণ মানুষ", আর তার সন্ধান শিষ্যের।
আমি কোথায় পাবো তারে,
আমার মনের মানুষ যে রে।
হারায়ে সেই মানুষে তার উদ্দেশ্য
আমি বেড়াই ঘুড়ে দেশে দেশে - সেই সহজ মানুষের সন্ধানের ব্যাকুলতা।
ছবি: বাউল আসর, চারুকলার মরা পুকুর।
২| ১১ ই মার্চ, ২০০৮ দুপুর ২:২৫
সজীব১৬১২ বলেছেন: তথ্য পূর্ন পোস্ট ।+
৩| ১১ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৩২
জ্বিনের বাদশা বলেছেন: সাদিককে অনেকদিন পর দেখা গেল? ... সেই বাউলরূপে
কি খবর?
৪| ১১ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৪৫
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: কৌশিক,
দিলেন তো মিয়া! এত রাইতে এত গুলা প্রশ্নের উত্তর দিতে মন চাইতাছে না। প্রশান্ত মহাসাগরের এই প্রান্তে রাত্র এখন ২টার কাছাকাছি।
বাদশা,
ভালো এবং ভালোন্ত। আপনি কেমন? কই?
৫| ১১ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৪৮
জানা বলেছেন: কেমন আছেন সাদিক? অনেকদিন পর আবার এই ব্লগে আপনার সঙ্গ পেয়ে খুব আনন্দ হচ্ছে।
আপনার লেখাটিও ভাল লাগলো। ধন্যবাদ।
ভাল থাকুন।
৬| ১১ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৫৬
আরিফুর রহমান বলেছেন: জাতীয় সংগীতের মাঝে ইসলাম খোঁজার চেষ্টা ভালো লাগে নাই।
আপনি কি টিবুজের অনুসারী?
৭| ১১ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৫৭
তীরন্দাজ বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখে ভাল লাগছে সাদিক। কেমন আছেন?
৮| ১১ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:০৪
কৌশিক বলেছেন: তুমি বোধহয় একটা অপসনের উন্নতী খেয়াল করো নাই। এখন প্রত্যেকের মন্তব্যের লেজেই লেখক জবাব দিতে পারে!
প্রশ্ন করছি কি উত্তর পাবার জন্য!
৯| ১১ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:১৮
জ্বিনের বাদশা বলেছেন: আমি আছি আমার ডেরাতেই ... নিপ্পন ... চলে যাচ্ছে
১০| ১১ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:১৯
ফয়সল নোই বলেছেন: ধন্যবাদ লেখার জন্য।
১১| ১১ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৪৩
সত্যদা বলেছেন: বাউল দর্শনে এই মানুষের নাম: সহজ মানুষ। নবীর সাথে সাহাবীর যে গভীর সম্পর্ক ঠিক তাকে অনুসরন করেই আধ্যাত্নিক শিক্ষকের রূপ নেয় "সম্পূর্ণ মানুষ", আর তার সন্ধান শিষ্যের।
সহজ মানুষ দখেনা ভজে.. সহজে..
ধন্যবাদ।++
১২| ১১ ই মার্চ, ২০০৮ রাত ১১:০৬
ত্রিভুজ বলেছেন: অনেকদিন পর দেখলাম... ওয়েলকাম ব্যাক.....
১৩| ১২ ই মার্চ, ২০০৮ রাত ১:৪৪
'গানওয়ালা' বলেছেন: ধন্যবাদ তথ্যপূর্ণ পোস্টের জন্য।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০০৮ দুপুর ২:২৫
কৌশিক বলেছেন: তুমি কেমন আছো? কোথায় আছো? কি করো? কি খাও? কি লেখো? কি পড়ো? কি ভাবো?