নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পনার মেঘমালা

না_ম_হী_ন

না_ম_হী_ন › বিস্তারিত পোস্টঃ

নতুন বাসার যন্ত্র্রণা

০৬ ই মার্চ, ২০১০ রাত ২:২৫

মনটা ভালো নেই। কদিন ধরেই নেই। কারনটা অবশ্য বাসার অন্যদের কাছে কোন কারণই মনে হচ্চে না। এক সপ্তাহ হল আমরা বাসা বদল করেছি। বাসাটা বড় হবার কারণে এই প্রথম নিজের নামে একটা রুমও বরাদ্দ পেলাম। খুবই আনন্দের ব্যাপার। কিন্তু এই আনন্দ যে এত তাড়াতাড়ি উধাও হবে ভাবিনি! আলো বাতাস আমার বরাবরই ভাল লাগে। । পুরান বাসাটার তিনদিকই ছিল খোলা। পূর্ণিমা রাতে জানালা দিয়ে চাঁদের আলোতে ঘর ভরে যেত.... আর নতুনটার মাত্র একটা দিক খোল আমার জানালা দিয়ে আকাশই দেখা যায় না। এসব তাও মেনে নেওয়া যায় কিন্তু যা মানতে পারছি না তা হল - আগে নিজের ঘর না থাকায় পড়ালেখা করতাম ড্রয়িং রুমে। টিভি আর পিসি দুটাই থাকতো একইসাথে সেই ঘরে। পড়ার নামে তাই আরাম করে সারাদিনই টিভি দেখতে পারতাম মাঝে মাঝে টিভি - পিসি দেখতাম একই সাথে। কিন্তু নিজের ঘর পাবার কারণে এখন মনে হচ্ছে আমার টিভি দেখারই বারোটা বেজে গেল। এভাবে আমি থাকতে চাইনা আগের বাসায় ফিরে যেতে চাই :(

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১০ রাত ২:৩০

রুপন্তী বলেছেন: পাঠকের মৃত্যু!!!! গল্পটা মনে হয় নবম-দশম শ্রেনীর। আমিও আপনার মত টিভি পাগল ছিলাম, কিন্তু এখন আমার বিল্ডিং এর গেটের পাশে তিনটা টিভি পরে আছে (আজকেও দেখলাম) নেয়ার লোক নেই। আর আমার দেখার সময় বা মন মানসিকতা নেই।

০৬ ই মার্চ, ২০১০ রাত ২:৩৮

না_ম_হী_ন বলেছেন: পাঠকের মৃত্যু!!!! - বলতে কি লেখাটা পড়ে আপনার বেশি খারাপ লেগেছে ? তাহলে sorry. কিন্তু এইটাই আমার এখনকার অবস্থা :( .... ...... আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ি তাও অনেক টিভি দেখি এবং ভালও লাগে দেখতে .. ... হয়তো আপনি ব্যস্ত থাকেন দেখে সময় পান না টিভি দেখার :)

২| ০৬ ই মার্চ, ২০১০ রাত ২:৩২

আলুমিয়া বলেছেন: জানলা খুলে আকাশটাকে দেখো টিভি দেখোনা..............

০৬ ই মার্চ, ২০১০ রাত ২:৪১

না_ম_হী_ন বলেছেন: দেখি তা ই করতে হবে মনে হ্য় :(

৩| ০৬ ই মার্চ, ২০১০ রাত ২:৪৭

রুপন্তী বলেছেন: পাঠকের মৃত্যু গল্পে একটি উপন্যাস পড়ার জন্য একটি ব্যাক্তি নিজের ট্রেন স্টেশনে ট্রেন আসা সত্বেও ট্রেন থেকে নামতে চায়নি পাশে বসে থাকা ভদ্র লোকটির কাছ থেকে ঐ উপন্যাসটা পড়ার জন্য।

কিছু দিন পর কোন এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে গিয়ে রাতে শোয়ার সময় টেবিলের উপর ঐ উপন্যাস টি দেখতে পায়, কিন্তু এখন তার তা ছুয়ে দেখতও ইচ্ছে করেনা।

এই হচ্ছে পাঠকের মৃত্যু!

০৬ ই মার্চ, ২০১০ রাত ২:৫১

না_ম_হী_ন বলেছেন: ওহ বুঝলাম। ধন্যবাদ।

৪| ০৬ ই মার্চ, ২০১০ রাত ২:৫৫

শপথ বলেছেন: tv এর কোনো বিকল্প নাই...

০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৪০

না_ম_হী_ন বলেছেন: একদম ঠিক ।

৫| ০৬ ই মার্চ, ২০১০ সকাল ৮:৫০

নুরুন নেসা বেগম বলেছেন: নতুনের নতুনত্ব ছাড়াও কিছু যন্ত্রণা থাকতেই পারে। এতদিন অন্যের সৃষ্টকর্ম টিভিতে দেখেছেন। এবার এই অবস্হাকে সুযোগ মনে করে লেখালিখির /সৃষ্টিশীল কাজে মন দিতে পারলে কিছুদিন পর জনগণ আপনার সৃষ্টকর্ম দেখবে।ভাল থাকুন।

০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৪৩

না_ম_হী_ন বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.