![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুরা,
বিশেষ প্রয়োজনে সৌদিআরবে কল করার প্রয়োজন দেখা দিয়েছে। আমার একজন আত্মীয় বেশ বিপদে পড়েছে সৌদি গিয়ে, সে ভালো করে কিছু চেনে ও না আর ঠিক মতো মোবাইল দিয়ে কল ও করতে পারছে না। কিন্তু তাকে কল করা দেশ থেকে খুব দরকার। দেশের মোবাইল দিয়ে চেষ্টা করে দেখেছি প্রায় ৬০ টাকার মতো করে প্রতি মিনিট কেটে নিচ্ছে।
যদি কোনো বন্ধু সহজে কল করার কোনো পদ্ধতি জানেন নেট থেকে বা মোবাইল থেকে খুব উপকৃত হবো।
*** অনেক জরুরি পোস্ট ***
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১১
জোগ্যান বলেছেন: VIBER ইনস্টল করুন কোন Android মোবাইলে। তারপর তাই দিয়ে কল করুন। যদি সৌদি প্রবাসী ভদ্রলোক নেট ব্যবহার করতে পারেন তাহলে তাকেও VIBER ইনস্টল করতে বলুন তাহলে ফ্রী কল করা যাবে VOIP মাধ্যমে। যদি তিনি নেট ব্যবহার করতে না পারেন তাহলে আপনি তাকে VIBER OUT করুন।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২১
আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন: VIBER OUT করার জন্য দেখলাম VIBER অ্যাকাউন্ট এ রিচাজ করতে হবে। কিভাবে VIBER recharge করবো?
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৯
জোগ্যান বলেছেন: প্রথমে VIBER ইন্সটল করুন তারপর APPS এ VIBER OUTএ যান,আপনার ব্যালান্স শুণ্য দেখাবে আর আপনাকে VIBER ব্যালান্স কেনার কথা বলবে।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৫
ছণ্ণ্ ছাড়া বলেছেন: প্লে ষ্টোর থেকে সৌদি নেট বা আইটেল ডায়ালার নামাতে হবে। তারপর ০০৯৬৬৫৫০২৩৪৩০০ নম্বরে ফোন করে ২০ বা ২৫ রিয়াল দিয়ে ইউজার আইডি ও পাসওয়াড কিনতে হবে। তারপর ডায়ালার ওপেন করে +৮৮০ দিয়ে বাংলাদেশে ফোন করা যাবে। প্রতি মিনিট খরচ হবে ১ টাকারও কম।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১১
আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন: মূল্যবান তত্থ্যের জন্য ধন্যবাদ।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৯
মিজান আব্দুর রশিদ বলেছেন: সৌদিআরবে ভাইবার নিষিদ্ধ। অতএব এটার পিছনে সময় নষ্ট না করায় ভালো।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৯
আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৬
জোগ্যান বলেছেন: VIBER ইনস্টল করুন কোন Android মোবাইলে। তারপর তাই দিয়ে কল করুন। যদি সৌদি প্রবাসী ভদ্রলোক নেট ব্যবহার করতে পারেন তাহলে তাকেও VIBER ইনস্টল করতে বলুন তাহলে ফ্রী কল করা যাবে VOIP মাধ্যমে। যদি তিনি নেট ব্যবহার করতে না পারেন তাহলে আপনি তাকে VIBER OUT