![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা বলবো তা হয়তো অনেকে হেঁসে উড়িয়ে দিতে পারেন। কিন্তু ঘটনা সত্যি। কয়েক দিন ধরে মোবাইলে একটা কল আসছে যার মাথা মন্ডু বুঝতে পারলাম না।
কল আসছে একটা অজানা নাম্বার থেকে এবং অজানা নামে! এই নাম্বার বা নাম আমার মোবাইলের কোথাও সেইভ করা নাই। তার পরেও অদ্ভুত ভাবে নাম উটছে! কি করে সম্ভব? কল ধরলে কেউ কথা বলছে না। এই খানে শেষ নয়, কলটা কেটে যাবার পরে এই কলের কোনো হদিস পাচ্ছি না ফোন এর কল লগ এ। কোথাও কোনো ভাবেই খুঁজে পেলাম না! কিছু ই বুঝলাম না।
এর পর আমি নাম্বারটা লিখে রাখলাম আমার ফোনবুক এ অন্য নাম দিয়ে। কি অদ্ভুত এর পর যখন কল টা আসলো সেটা ও আগের মতো করে, মানে আগের নামেই!!! আবারো ধরলাম কিন্তু কেউ কথা বলছে না।
কিন্তু আমি ওই নাম্বারে কল করলে আমার ফোনবুক এ রাখা নাম দেখায় আর কিছুটা আঞ্চলিক ভাষাতে কথা বলা এক লোক ধরে। তার কাছে সব বলার পর বরং সে আমাকে বলে যে সে কিছুই জানে না। ঝাড়ি দিলে বরং সে উলতা ঝাড়ি দিচ্ছে। কেনো জেনো মনে হচ্ছে যে এই লোকটা আসলেই জানে না। তা হলে হচ্ছেটা কি?
কল মাস্কিং করে কি এই রকম করা যায়? তা ও যদি করা গেলো আমার ফোনের কল রেকর্ড থেকে তা কোথায় যাবে?
কেও কি বলতে পারেন কি হচ্ছে আসলে?
১১ ই জুন, ২০১৫ বিকাল ৩:১২
আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন: ব্যাপারটা খুব অদ্ভুত। নিজের সাথে না হলে হয়তো বিশ্বাস করতাম না!
২| ১১ ই জুন, ২০১৫ দুপুর ২:০৮
শিরোনামহীনভক্ত দিহান বলেছেন: সিরিয়াস কেস। কিন্তু সাহায্য করতে পারবো না। নাম্বারটা শেয়ার করতে পারেন।
১৪ ই জুন, ২০১৫ সকাল ১০:৪৩
আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন: কিছু বুঝতে পারছি না। আসলেই সিরিয়াস আর অদ্ভুত। থাক নাম্বারটা না হয় শেয়ার না ই করলাম। সমাধান না হোক ব্যাখ্যা তো দরকার!!!
৩| ১১ ই জুন, ২০১৫ রাত ১১:১১
আরণ্যক রাখাল বলেছেন: ওঝা ডাকেন নয়ত ফোনটা সরিষার তেলে চুবান| কাজ হয়ে যাবে| বিফলে মূল্য ফেরত
১৪ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫৯
আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন: এর পরেও কাজ হবে কিনা সন্দেহ আছে। কিন্তু আমি আসলেই কারনটা জানতে চাই।
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৫ দুপুর ২:০৬
বটের ফল বলেছেন: না ভাই, বলতে পারছিনা।