![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
:-) → :-| → :-( অনেক কিছু বলে ফেললাম... www.gplus.to/naffi www.facebook.com/naffi
কেমন আছেন সবাই? অনেক দিন আপনাদের জালাই না আজ আবার আসলাম
বেশি জালাবো না, ধাধাটা সোজা
২১ টি বিন্দুর উপর দিয়ে এমন ভাবে ৭ টি সরলরেখা টানতে হবে যাতে প্রতিটি সরলরেখার উপর ৬ টি করে বিন্দু থাকে। একটি বিন্দুর উপর দিয়ে ২ টির বেশি সরলরেখা যেতে পারবেনা।
ছবি একে পাঠালে হবে আবার কথা দিয়ে যদি সুন্দর বোঝাতে পারেন, তাহলেও হবে।
২৬ শে জুন, ২০১১ সকাল ৯:২৯
নাঈমুল হাসান বলেছেন: একটি বিন্দুর উপর দিয়ে ২ টির বেশি সরলরেখা যেতে পারবেনা।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, ঠিক করে দিচ্ছি।
২| ২৬ শে জুন, ২০১১ দুপুর ২:২৬
অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: ১ম রেখার শেষ প্রান্ত থেকে শুরু হবে ২য় রেখা(১৮০/৭ কোণে হলে ভাল)।২য় রেখার শেষ প্রান্ত থেকে ৩য় রেখা এমন ভাবে শুরু হবে যেন তা ১ম রেখাকে ছেদ করে। ৩য় রেখার শেষ প্রান্ত থেকে ৪র্থ রেখা এমন ভাবে শুরু হবে যেন তা ১ম আর ২য় কে ছেদ করে। অনুরুপে ৫ম, ৬ষ্ঠ রেখা যথাক্রমে ১,২,৩ এবং ১,২,৩,৪, কে ছেদ করবে আগের রেখার শেষ প্রান্ত থেকে শুরু হয়ে। ৭ম রেখাটি ৬ষ্ঠ রেখার শেষ প্রান্ত থেকে শুরু হয়ে ২,৩,৪,৫ কে ছেদ করে ১ম রেখার স্টার্টিং পয়েন্টে শেষ হবে।
হইছে সিস্টেম? সবগুলা রেখাই আগেরটার সাথে মোটামুটি ১৮০/৭ কোণে থাকবে।
২৬ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪২
নাঈমুল হাসান বলেছেন: স্টার বললেই হতো। ঠিক আছে ভাই। অভিনন্দন
৩| ২৬ শে জুন, ২০১১ বিকাল ৩:৪৩
ইসাত বলেছেন: সমান্তরাল না এইরকম সাত টা সরলরেখা একে দুই পাশে বর্ধিত করতে হবে যতক্ষণ না প্রতি টা রেখা বাকি ছয় টাকে ছেদ না করে। ছেদবিন্দু গুলোই নির্ণেয় বিন্দু। কারন 7C2=21.
problem টা generalize করা সম্ভব এইভাবেঃ
nC2 টি বিন্দুর উপর দিয়ে এমন ভাবে n টি সরলরেখা টানতে হবে যাতে প্রতিটি সরলরেখার উপর n-1 টি করে বিন্দু থাকে। একটি বিন্দুর উপর দিয়ে ২ টির বেশি সরলরেখা যেতে পারবেনা। (n>1)
২৬ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪৪
নাঈমুল হাসান বলেছেন: গ্রেট
আপনাকে তো আগে দেখিনি মনে হচ্ছে?
অভিনন্দন এই সাধারন সমাধানের জন্য।
৪| ২৬ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪৮
নাঈমুল হাসান বলেছেন: আজকের ধাধাটা কেনো সোজা ছিলো বলি
কয়েকদিন আগে কেক-পিজা নিয়ে একটা ধাধা দিয়েছিলাম।
পিজা টি ৭ বার কাটার পর বিন্দু গুলো গুনলেই উত্তর বেরিয়ে যেত
৫| ২৬ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪৬
অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: তারাতো ভাই অনেক রকমের হয় ।আমারে তারা আকতে দিলে জিন্দেগীতে ওইরকম তারা হবে না। যাইহোক আপনার গাজর ক্ষেতের কি অবস্থা? আমি আপনার গাজর ক্ষেতের পরের অবস্থা নিয়ে একটা ধাঁধা দিচ্ছি ২-১ দিনের মধ্যে।
২৬ শে জুন, ২০১১ রাত ৮:২৩
নাঈমুল হাসান বলেছেন: খরগোশ তো ধরা পরছিলো এখন মনের সুখে গাজর খাই।
আপনার ধাধার অপেক্ষায় রইলাম।
৬| ২৬ শে জুন, ২০১১ রাত ১১:৪৭
ইসাত বলেছেন: থ্যাংকস।
আগে দেখার কথা না, কারন এটাই সামু তে আমার প্রথম কমেন্ট। :!>
আগের উত্তরটায় একটু সমস্যা ছিল। রেখাগুলো এমনভাবে আকতে হবে যেন আগের কোন ছেদবিন্দু দিয়ে না যায়।
২৭ শে জুন, ২০১১ রাত ১২:১২
নাঈমুল হাসান বলেছেন: বাহ্, আমার ব্লগে প্রথম কমেন্ট ! শুনে ভাল লাগলো।
৭| ০২ রা জুলাই, ২০১১ বিকাল ৪:০২
নাদিয়া জামান বলেছেন: আমি উত্তর পেয়ে গেছি কমেন্ট পড়ার পরে
০২ রা জুলাই, ২০১১ রাত ১১:০৯
নাঈমুল হাসান বলেছেন: হা হা হা খুব ভাল করছেন। পরের বার কমেন্ট দেখবেন না
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১১ সকাল ৯:২৫
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: র্যান্ডমলি সিলেক্ট করে করে গেলেই তো হবে। একটা বিন্দুকে ৩-৪ টা সরল রেখা কেটে গেলেও তো সমস্যা হবার কথা নয়। গুনে হিসেব রাখলেই হবে যে ঠিক ২১ টা বিন্দুই ব্যাবহার করেছি। ব্যাপারটা এতটাই সোজা হবার কথা।