নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.nafaji.com

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন]

নাফাজি

পেশা: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার

নাফাজি › বিস্তারিত পোস্টঃ

নিউটনের ঈশ্বর ভাবনা

২৭ শে মে, ২০১১ রাত ৯:৩৫

স্যার আইজ্যাক নিউটন (জানুয়ারি ৪, ১৬৪৩ – মার্চ ৩১, ১৭২৭) প্রখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক, আলকেমিস্ট এবং ধর্মীয় চিন্তাবিদ। ১৬৮৭ সালে তার বিশ্ব নন্দিত গ্রন্থ ফিলসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা প্রকাশিত হয় যাতে তিনি সর্বজনীন মহাকর্ষ এবং গতির তিনটি সূত্র বিধৃত করেছিলেন। এই সূত্র ও মৌল নীতিগুলোই চিরায়ত বলবিজ্ঞানের ভিত্তিভূমি রচনা করেছে। নিউটনই প্রথম দেখিয়েছিলেন, পৃথিবী এবং মহাবিশ্বের সকল বস্তু একই প্রাকৃতিক নিয়মের অধীনে পরিচালিত হচ্ছে।



২০০৫ সালে রয়েল সোসাইটি বিজ্ঞানের ইতিহাসে কার প্রভাব সবচেয়ে বেশী এ নিয়ে একটি ভোটাভুটির আয়োজন করে। ভোটের ফলাফলে দেখা যায়, এক্ষেত্রে নিউটনের প্রভাব আইনস্টাইনের চেয়েও অনেক বেশী। এমনকি বিখ্যাত ইতিহাসবেত্তা মাইকেল এইচ হার্ট তার বিখ্যাত বই The 100: A Ranking of the Most Influential Persons in History তে মুহাম্মাদ (সাঃ) পরে ২য় স্থানে নিউটনকে স্থান দেন, বইটিতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ১০০ জন ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়।



এই মহাণ বিজ্ঞানীর ধর্মীয় বিশ্বাস আরো চমকপ্রদ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই বিজ্ঞানী কি নাস্তিক ছিলেন? ঈশ্বর সম্পর্কে তিনি কি ধারণা পোষণ করতেন? আপানারা জেনে হয়তো অবাক হবেন যে নিউটন নাস্তিক ছিলেন না, তিনি ছিলেন আস্তিক, ঈশ্বরে বিশ্বাসী এবং বিশিষ্ট ধর্মীয় চিন্তাবিদ। এতটুকু বললে একটু কমই বলা হয়ে যায় কারণ তিনি যে শুধু ঈশ্বরে বিশ্বাস করতেন তাই না তিনি ছিলেন একেশ্বরবাদী। নিউটন মনে করতেন ঈশ্বর একজন মহান স্রষ্টা যার অস্তিত্বকে অস্বীকার করা যায় না। তিনি যীশুকে ঈশ্বরের পুত্র হিসেবে বিশ্বাস করতেন না। তার মতে যীশুকে ঈশ্বর হিসেবে উপাসনা করা মূর্তিপূজার শামিল এবং অমার্জনীয় অপরাধ। তিনি ছিলেন খ্রীষ্টিয় ত্রিতত্ত্ববাদ এবং রোমান ক্যাথলিক কর্তৃক পরিচালিত চার্চ তথা পোপ প্রথার ঘোর বিরোধী। গতির সূত্র এবং সর্বজনীন মহাকর্ষ সূত্র নিউটনের সেরা দুইটি আবিষ্কার হলেও এদের ব্যবহার সম্পর্কে তিনি সবসময়ই বিশেষ সতর্ক ছিলেন। এই তত্ত্বদয়ের আশ্রয় নিয়ে মহাবিশ্বকে কেবলমাত্র একটি যন্ত্র আখ্যা দেয়া এবং একটি মহামহিম ঘড়ির নিয়ন্ত্রণে এর বিকাশকে ব্যাখ্যা করার ঘোড় বিরোধী ছিলেন তিনি। এ সম্বন্ধে তিনি বলেন:

"অভিকর্ষ গ্রহসমূহের গতির বিষয়টি ব্যাখ্যা করে, কিন্তু এটি ব্যাখ্যা করতে পারেনা, কে গ্রহগুলোকে গতিশীল হিসেবে নির্দিষ্ট স্থানে স্থাপন করে দিলো। ঈশ্বর সকল কিছু নিয়ন্ত্রণ করেন এবং যা কিছু ঘটছে বা যা কিছু ঘটা সম্ভব তার সবই তিনি জানেন।"



নিউটন ধর্ম এবং বিজ্ঞানকে আলাদা করে দেখতেন না। তার মতে ধর্ম এবং বিজ্ঞান নিয়ে তার করা পরীক্ষণগুলো একই। কারণ উভয়েরই লক্ষ্য মহাবিশ্ব কিভাবে ক্রিয়া করছে তা পর্যবেক্ষণ এবং বোঝার চেষ্টা করা। বিজ্ঞান চর্চা নিউটনের ধর্মীয় সাধনায় কোন ব্যাঘাত ঘটাতে পারেনি। তিনি প্রতিদিন নিয়মিত বাইবেল অধ্যয়ন করতেন। এমনকি বিজ্ঞানের চেয়েও তিনি ধর্ম গ্রন্থ এবং আলকেমি অধ্যয়ন করে অধিক সময় ব্যায় করতেন। নিউটন তার জীবদ্দশায় বিজ্ঞানের চেয়ে ধর্ম বিষয়েই বেশি লিখেছেন।



তথ্যসূত্রঃ

bn.wikipedia.org

Click This Link

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১১ রাত ৯:৫১

এম এস জুলহাস বলেছেন:
১৬৪৩, ১৭২৭ এই দুইটা কি স্যার আইজাক নিউটনের মোবাইল ফোন নম্বর ? যাক ভালোই হলো, এতদিন পর আমার প্রিয় বিজ্ঞানীর ফোন নম্বরগুলো পাইলাম।

২৭ শে মে, ২০১১ রাত ১০:১৭

নাফাজি বলেছেন: আপনি যে নিউটনের চেয়েও নিজেকে বড় জ্ঞানী মনে করেন, তা তো আমরা জানি। কি দরকার ছিল প্রকাশ করার? যা হোক ভালই হলো, পাঠকদের একটু বিনোদন হবে। অন্যকে বিনোদন দেয়াও একটি ভাল কাজ।

২| ২৭ শে মে, ২০১১ রাত ৯:৫৩

ফারা তন্বী বলেছেন: আপাতত প্রিয়তে রাখলাম, পরে পড়বো।

২৭ শে মে, ২০১১ রাত ১০:০৪

নাফাজি বলেছেন: না পড়েই প্রিয়তে ?!!

৩| ২৭ শে মে, ২০১১ রাত ১০:৫০

অচিনপাখি বলেছেন: ভাই , নিউটন কি সাকিব খানের মত লিপস্টিক দিত?

২৭ শে মে, ২০১১ রাত ১১:০০

নাফাজি বলেছেন: এরকম নির্বোধের মত প্রশ্ন না করলেও পারতেন।

৪| ২৭ শে মে, ২০১১ রাত ১১:১৪

তর্কেবহুদূর বলেছেন: নিউটন ধার্মিক ছিলেন বলে তার প্রতি আপনার শ্রদ্ধার বর্ষণ পাওয়া গেলো এ পোস্টে। কিন্তু আপনি তার occult studies and practice টা বাদ দিয়ে গেছেন, কেন? বলতে পারবেন?

২৭ শে মে, ২০১১ রাত ১১:৩০

নাফাজি বলেছেন: নিউটনের প্রতি আমার শ্রদ্ধার বর্ষণ কোথায় পেলেন? আমিতো পেলাম না। পোষ্টটি নিউটনের ঈশ্বর ভাবনা নিয়ে এবং আমি আমার পোষ্টে সবসময় তথ্যসূত্র উল্লেখ করি। এখানে ঈশ্বর নিয়ে নিউটন কি ভাবতেন তাই তুলে ধরার চেষ্টা করেছি। আপনি তার occult studies and practice নিয়ে লিখে ফেলুন। আপনাকে তো কেউ বাঁধা দেয়নি। বাঁধা দিলে আমাকে বলবেন।

৫| ২৭ শে মে, ২০১১ রাত ১১:৪৬

অচিনপাখি বলেছেন: ভাই রাগ করেন কেন? ঠোট লাল দেখে বললাম।

২৮ শে মে, ২০১১ রাত ১২:১৯

নাফাজি বলেছেন: প্রচন্ড রেগে গেলাম...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.