![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০৮ সালে লাইসেন্স নিলামের ভিত্তিতে অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিঃ/আগুরী হোল্ডিং বাংলাদেশে WiMAX সার্ভিস প্রদানের লাইসেন্স পায়। সরকারের শর্তমতে WiMAX সার্ভিসে ইন্টারনেটের স্পিড ১২৮kbps (কিলোবিট)= ১6KBPS (কিলোবাইট) এর নিচে নামতে পারবে না এবং জনসাধারণের ক্রয়ক্ষমতার নাগালে থাকতে হবে। বিভিন্ন প্যাকেজ আকারে এই খরচ ৩০০ টাকা থেকে ৬০০ টাকা মধ্যে থাকার কথা ছিলো।
কুইবি/Qubee হচ্ছে অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিঃ WiMAX সার্ভিসের ব্রান্ড যেমন ওরাসকম টেলিকম বাংলালিঙ্ককে তাদের ট্রেডমার্ক বা ব্রান্ড হিসাবে ব্যবহার করছে।
অনেক জল্পনা-কল্পনার পর গতকাল অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিঃ এর ওয়েবসাইটে গিয়ে দেখলাম তারা তাদের WiMAX BroadBand Service শুরু করেছে শুধুমাত্র ঢাকাতে এবং নির্দিষ্ট কিছু এলাকায়। এলাকাগুলো হচ্ছে গুলশান, বারিধারা, উত্তরা, বনানী, মহাখালী এবং বাড্ডা ও তেজগাঁও – এর কিছু অংশ। এবার তাদের প্যাকেজ নিয়ে কিছু কথায় আসি।
দুইটি প্যাকেজ নিয়ে কুইবি/Qubee তাদের যাত্রা শুরু করেছে। একটি Qubee 512 যার স্পিড ৫১২kbps (কিলোবিট)= ৬৪KBPS (কিলোবাইট) এবং অপরটি Qubee 1MB যার স্পিড ১০২৪kbps (কিলোবিট)= ১২৮KBPS (কিলোবাইট)।Qubee 512 ব্যবহার করতে প্রতি মাসে গুনতে হবে ৩৪০০ টাকা এবং ডাউনলোড লিমিট হচ্ছে ৬ গিগাবাইট। Qubee 1MB ব্যবহার করতে প্রতি মাসে গুনতে হবে ৬২০০ টাকা এবং ডাউনলোড লিমিট হচ্ছে ৯ গিগাবাইট। অতিরিক্ত প্রতি MB(Mega Byte) ডাটা ডাউনলোড করার জন্য আপনাকে ১৫ পয়সা = ০.১৫ টাকা গুনতে হবে। বলতে ভুলেই গিয়েছিলাম যে মডেমের জন্য আপনাকে আরও ৭০০০ টাকা পকেট থেকে খসাতে হবে।
Qubee-এর ভবিষ্যত গ্রাহকদের প্রতিঃ
১) আপনি যদি খুব উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে Qubee ছাড়া আপনার গতি নেই। ৫১২kbps এবং ১০২৪kbps (1MB) আপনার উচ্চগতির চাহিদা পূরণ করবেই। কিন্তু আপনার পকেটেও টাকা থাকা চাই। মডেমের জন্য ৭০০০ টাকা এবং প্রতি মাসে ৩৪০০ অথবা ৬২০০ টাকা কিন্তু কম না।
২) আপনি কি নেট থেকে প্রচুর পরিমানে মুভি, গান, নাটক,গেমস ডাউনলোড করেন? তাহলে Qubee আপনার জন্য নয় কারন তাদের প্রতি মাসে তাদের ডাউনলোড লিমিট হচ্ছে ৬ ও ৯ গিগাবাইট দুইটি ভিন্ন প্যাকেজের জন্য এবং অতিরিক্ত প্রতি MB এর জন্য ১৫ পয়সা করে গুনতে হবে। সহজ হিসাব অতিরিক্ত প্রতি গিগাবাইট ডাটা ডাউনলোড করার জন্য আপনাকে ১৫৪ টাকা গুনতে হবে।
সো নো আনলিমিটেড ডাউনলোডিং।
৩) আপনি Qubee-এর গ্রাহক হতে চান? তাহলে আপনার পকেট ভর্তি টাকা থাকতে হবে এবং কোন কিছু ডাউনলোড করার মন মানসিকতা রাখা যাবে না। ৬ অথবা ৯ গিগাবাইট ডাউনলোড লিমিটে আপনি অনায়াসেই ৩০ দিনে ফেসবুক, গুগোল, ইয়াহু, অন্যান্য ওয়েবসাইট দ্রুতগতিতে ব্যবহার করতে পারবেন। আর মাঝে মধ্যে দু-একটা গান ডাউনলোড করে নিবেন। সমস্যা হবে না। কিন্তু ৬ অথবা ৯ গিগাবাইট শেষ হলেই কিন্তু অতিরিক্ত টাকা গুনতে হবে।
৪) যাদের মাসিক বাজেট ৫০০/৭০০ অথবা ১০০০ টাকা তাদের জন্য দুঃসংবাদ যে আপনি Qubee-এর গ্রাহক হতে পারছেন না। এটা এখনও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালে আসতে পারেনি। অপেক্ষা করুন সেই উজ্জ্বল ভবিষ্যতের।
তথ্যসুত্র
১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৫
অমিত হাসান বলেছেন: অপক্ষা করুন, ধৈর্য ধরেন, ডিজিটাল তত্ত্বে টাল হয়ে দিন কাটান। আপনার হাতের নাগালে সবকিছুই চলে আসবে। ২০১৩ সাল পর্যন্ত অপেক্ষা করুন। পরবর্তী মেয়াদে সব ঠিক হয়ে যাবে।
২| ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০১
দুঃখবিলাস বলেছেন: দেখা যাক....
৩| ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৮
ওসমানজি২ বলেছেন: হায়রে কপাল মন্দ, চোঁখ থাকিতে অন্ধ
৪| ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৪
মাটি ও মানুষ বলেছেন: বিটিআরসি ইন্টারনেটের দাম না কমালে সাধারন মানুষ কখনো কম মূল্য ইন্টারনেটের ব্যবহার করতে পারবে না ।
বিটিআরসি 1Mbps ব্যন্ডউইথ সেল করে সবার কাছে ১৮০০০ টাকায় । আমাদের এই কথাটা মাথায় রাখতে হবে । কিনা দাম থিকা কম্পানিই বা কেমন করে বিক্রি করবে আবার একটা অংশ লাভ ও ধরতে হবে ।
৫| ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৫
সুখী মানুষ বলেছেন: unlimited download 128kbps er broadband line pawa jasse 500/600 taka'e. tahole faw faw wimax keno???
১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০১
অমিত হাসান বলেছেন: ওয়াইম্যাক্স নিবেন কি নিবেন না সেটা আপনি সিদ্ধান্ত নিবেন।
৬| ১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৯
অক্টোপাস বলেছেন: দেশকে বিদেশি কোম্পানিগুলোর চারণভূমি বানানোর পরিকল্পনার বাস্তবায়ন ভালোই এগুচ্ছে..
১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০২
অমিত হাসান বলেছেন: কিছু বিদেশী কোম্পানি দরকার আছে দেশের নেতাদের পকেট মোটা করার জন্য নয়তো নেতারা আমাদের কথা কখনো চিন্তা করবে না।
৭| ১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২২
সব যদি আজ বদলে যেত বলেছেন: অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিঃ এর ওয়েবসাইটের অ্যাডড্রেসটা দিবেন কাইন্ডলি।
১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৮
৮| ১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৭
অবয়ব বলেছেন: ফাউল অফার। এই অফার নিয়া মোবাইল কোম্পানিগো লগে টেক্কা দিতে পারবে বলে মনে হয় না। কারণ মোবাইল কোম্পানিগুলো নেট নিয়ে বেশ সিরিয়াস হয়ে গেছে।
দেশে এখন ফেসবুক, ডিভি, ঘরে বসে টাকা আয় মার্কা হুজুগ শুরু হয়ে গেছে, সেই সাথে পাল্লা দিয়ে নেটের ব্যবহারকারীও বাড়ছে, যার সিংহভাগই মোবাইল কোম্পানির।
ঢাকায় মিরপুরে বাংলালিংকে ২০-২৫ KBps ( = ১৬০- ২০০ KBps) পাই। তাও আনলিমিটেড।
১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৭
অমিত হাসান বলেছেন: একদম হাছা কথা। দাম কমাইতে হইবো।
৯| ১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩২
শুভ্র নামের ছেলে বলেছেন: কমেন্টগুলা পড়লাম, কোন কিছু ডিটেইল না জেনে এমন ঢালাও সমলোচনা করা ঠিক না।
প্রথমত, কিউবী/অজের কিন্তু এখনো সিঙ্গেল ইউজার এর জন্য প্রডাক্ট বানায় নাই, কারন সিঙ্গেল ইউজারদের অনেক ইউসেজ লোড, প্লাস বিলিং লোড নেয়ার মত সামর্থ এখনো হয় নাই অজের এর। এর জন্য বসে থেকে তো লাভ নাই, ঢাকায় একটা বড় মার্কেট হল কর্পোরেট অফিসগুলো যারা খুব সহজেই এই ইন্টারনেট ব্যাবহার করতে পারবে।
তুলনা দেই, ৫১২/৫১২ এর মার্কেট প্রাইস হলো ১০-১৫ হাজার, আর ১ এমবি নিলে এটা পরে ২৫-৩৫ হাজার। এই প্রাইসটার সাথে তুলনা করে, আর দুই বছর আইএসপি মার্কেটে থেকে যেটা বুঝলাম সেটা হল কর্পোরেট মার্কেট গ্র্যাব করা কোন ব্যাপার নাই আজের কিংবা বাংলালাইওনদের কাছে।
এই মার্কেট থেকে কিন্তু খুব সহজে ক্যাশফ্লো আসে, তাই, একটা লিকুইড ক্যাশফ্লো নিশ্চিত করে হোম ইউজারদের জন্য প্রডাক্ট ডিজাইন করা টা ভালো না?
অজের তো মাত্র ৩০০ কোটি খরচ করছে, আরো ১০০০ কোটি খরচ হবে।
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৭
অমিত হাসান বলেছেন: কর্পোরেট অফিসগুলো এই অফার সানন্দে নিতে পারে। কিন্তু হোম ইউজারদের জন্যও তাদের চিন্তা করা উচিত।
১০| ১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪২
মুভি পাগল বলেছেন: তাহলে তো আমার ব্রডব্যাণ্ডে আমি অনেক শান্তিতে আছি। দেখুন এই নিয়ে আমার পোস্ট:
ক্লিক করুন
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৩
অমিত হাসান বলেছেন: আপনি অনেক ভাল আছেন।
১১| ১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫১
আমিনুল ইসলাম বলেছেন: বাংলাদেশে আমাদেরকে ২/১ কিলোবাইট/সেকেণ্ড নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৫
অমিত হাসান বলেছেন: করার কিছুই নাই। গ্রামীনফোন আমাদের রক্ত চুষেছে এখন কুইবি/Qubee ও চুষবে।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪০
ক্যামেরাম্যান বলেছেন: বিটিআরসি'র হাটুতে বুদ্ধিসম্পন্নরা এখন কি বলে ?