নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দায়িত্ববান নাগরিক

“হে কলম, উদ্ধত হ'য়ো না, নত হও, নত হতে শেখো, তোমার উদ্ধত আচরনে চেয়ে দ্যাখো, কী যে দু:খ পেয়েছেন ভদ্রমহোদয়গণ

দায়িত্ববান নাগরিক

Your heart is beating too fast, me too !

দায়িত্ববান নাগরিক › বিস্তারিত পোস্টঃ

আবার অবরোধ

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩১

আজকে টিভিতে অবরোধে অগ্নিদগ্ধ একজন মহিলার সাক্ষাতকার দেখলাম। উনি কাদতে কাদতে বললেন "হরতাল অবরোধের সহিংসতার খবর অনেক দেখি, কিন্তু এর শিকার যে আমিই হব তা কখনো ভাবতেই পারিনি।"



এটা শুনে দেশের সব সাধারন মানুষের কথাই মনে পড়ল। তারা নিজেরাও জানেনা কখন সত্যি সত্যি নিজেকে বা তাদের আত্মীয়স্বজন এবং অতি প্রিয়জনদের আগুনের পুড়ে মরতে দেখবে কিন্তু কিছুই করার থাকবে না। আমার মনে হয় সবাই সেই দিনটার জন্যই অপেক্ষা করছে কখন তার সেই সময়টা আসে! অপেক্ষা করা ছাড়া সাধারন মানুষের আর কিইবা করার আছে?

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

লেখোয়াড় বলেছেন:
সাধারণ মানুষের অনেক কিছু করার আছে।
ঘরে বসে থাকলে কোনকিছু হবে না।
যারা কোন কিছুর জন্য অপেক্ষা করে তারা কোন কিছুর পরিবর্তন করতে পারে না।

আপনার আশে পাশে দেখেন অনেকেই এই অন্যায়ের বিরুদ্ধে সংঘটিত হওয়ার চেষ্টা করছে, তাদের সাথে যোগ দিন। একদিন জয় আসবেই।

ধন্যবাদ নাগরিক।

২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪০

দেখা যাক!! বলেছেন: শাহবাগের মুক্তিযোদ্ধারা কই? ঘরে বসে কি কুতকুত খেলতেছে নাকি সবাই কানাডা চলে গেছে?

৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

রসায়ন বলেছেন: ///দেখা যাক/// আপনি কি বুঝাতে চাইছেন ?

৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

গাজী সুবন বলেছেন: শাহবাগীরা এখন নমিন্যাশন ব্যাস্ত মনে অয়,,,সামনে আসছে শুভ দিন
নৌকা মার্কায় ভোট দিন

৫| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১২

একজন আরমান বলেছেন:
পেপার খুলতে ভয় লাগে, টিভি দেখি না। ওরা পাগল হয়ে গেছে।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫১

আকাশ১৩ বলেছেন: এই দেশে কারোর জীবনই নিরাপদ না!! :'(

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪

নিয়েল হিমু বলেছেন: ঠিক এই তারিখটাতে (২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩১ |) আপনি ফেবুতে ছিলেন না । কারন কি ব্রো ? mail করেন আমাকে ।

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪০

বেঈমান আমি. বলেছেন: ব্রো প্লিজ কন্টাক্ট মি। :(

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কেমন আছেন ব্রো?

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@অল, উনি ভাল আছেন, নো চিন্তা।

X(( X(( X(( :P X((

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো আছি ভাই ব্রাদার এবং বন্ধুরা :) লাইফে একটা ট্রাঞ্জিশন সময় পার করছি। শীঘ্রই ফিরব আশা করি ! Have Fun !

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

পাঠক১৯৭১ বলেছেন: হাসিনা ভুল করছে, আগুন দেয়ার লোকদের দ্রুত আিনে বিচার করার দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.