![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফাইনাল ইয়ার। রোজকার ভাগদৌড় আর ভালো লাগে না। কিন্তু ভয় লাগে। শেষ হয়ে গেলে খুব মিস করব স্টুডেন্ট লাইফটা। বড় হতে ইচ্ছে করে না। কোন ভাবে যদি থামানো যেত সময়টা...
বিষয় যখন বৃষ্টি তখন আমি খুব বেশি ছবি তুলতে পারি না। ওয়াটার প্রুফ ক্যাম নাই তো ।
সময়-অসময় যাই হোক, বৃষ্টিতে আমি ভিজবই। ভেজা বাদ দিয়ে ছবি তোলাটা খুবি যন্ত্রণা দায়ক আমার জন্য।
কিন্তু আজ মা নাই বাসায়, তাই বসেই ছিলাম।
ঘ্রাণে অর্ধ ভোজনের মত দর্শনে অর্ধ স্নান করলাম।
তারপরেও যখন থামে না, তখন মনে হলো কিছু স্ন্যাপ নাই।
একটু আগের বৃষ্টির ছবি এগুলো ।
গ্রিলের লতাটার বৃষ্টিস্নান
ভেজা কাক ১
আড্ডায়
সে দিন দু'জনে
অপেক্ষায় বৃষ্টি
ভেজা কাক ২
বৃষ্টি ঝরে যায়
জানালার ওপারে
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:৩৩
নাহিন বলেছেন: কেন?
উইকএন্ডে কি সমস্যা ?
২| ২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০০
আইসিস বলেছেন: খুব সুন্দর হইছে । খুউউব
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:৩৩
নাহিন বলেছেন: থ্যাংকস
৩| ২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
সৌম্য বলেছেন: দালানকোঠার মধ্যে বৃষ্টির ছবি তুললে সেগুলা কেন জানি জমে না। কিছু একটা মিসিং থাকে বলে মনে হয়।
ছবি গুলা সুন্দর হইছে।
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:৩৬
নাহিন বলেছেন: দালান কোঠার মাঝে আসলেই ভালো আসে না বৃষ্টির ছবি ।
কিন্তু এখন আমার সাথে সাথে শিডিউল করে তো আর বৃষ্টি হবে না, তাই না?
৪| ২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১০
খুশবু বলেছেন: সুন্দর ছবি গুলো । ++
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:৩৬
নাহিন বলেছেন: থ্যাংকস
৫| ২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১১
আলী আরাফাত শান্ত বলেছেন: ফডু ভালো তুলছেন!
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:৩৭
নাহিন বলেছেন: থ্যাংকস
৬| ২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
জইন বলেছেন: অসাধারণ
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:৩৯
নাহিন বলেছেন: থ্যাংকস
৭| ২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
সৌরভ১৩ বলেছেন: সুন্দর হইছে... ২য়টা বেশি ভালা পাইলাম কেন জানি...
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:৪০
নাহিন বলেছেন: থ্যাংকস
আমার পছন্দ ১, ২, ৯
৮| ২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৭
ইমন জুবায়ের বলেছেন: ++ ++ ++ ++
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:৪২
নাহিন বলেছেন:
৯| ২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩১
জাকিয়া জেসমিন বলেছেন: হু ভালো! ামারো তুলতে মোনে চায়, মাগার camera নেই।
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:৪৩
নাহিন বলেছেন: মোবাইলের ক্যাম আছে??
ইদানীং কালের মোবাইলের ক্যামগুলো তো ভালোই
১০| ২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩
কপোত বলেছেন:
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:৪৪
নাহিন বলেছেন:
১১| ২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
সাইফুর বলেছেন: আমি একবার তুরেছিলাম..বেলকুনিতে গিয়ে ক্যামেরাটা পাতলা পলিথিনে ঢুকিয়ে নিশ্চিন্ত মনে ছবি তুলা
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:৪৫
নাহিন বলেছেন: আমি পলিথিনে ঢুকাই নাই।
এমনি তুলসি।
পলিথিন বাতাসে উইড়া যায় ।
১২| ২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬
সাইফুর বলেছেন: ছবিগুলো সুন্দর
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:৪৬
নাহিন বলেছেন: থ্যাংকস
১৩| ২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
ম্যাক্স পেইন বলেছেন: জটিল হইছে
ধইন্যবাদ এতগুলান সুন্দর ছবি দেখানোর লাইগা
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:৪৮
নাহিন বলেছেন: থ্যাংকস
১৪| ২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
টংকেশ্বরী বলেছেন: বেশ বেশ........
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:৫০
নাহিন বলেছেন:
১৫| ২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২১
অপরিচিত_আবির বলেছেন: অ আপু বাসার বারান্দায় দাঁড়াইয়া ফডুক তুলছো নাকি .. মজা পাইছি দেইখ্যা ...
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:৫২
নাহিন বলেছেন: তাই নাকি??
ভালু ভালু। ধইন্যা নিয়া যা...
১৬| ২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২৯
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:৫৪
নাহিন বলেছেন: থ্যাংকস
১৭| ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৮:৩৩
অনন্ত দিগন্ত বলেছেন: ছবিগুলো সুন্দর হইসে ...
ফ্রেমিং এর দিকে আরেক্টু নজর দিস ... তাইলেই খুব ভাল ছবি তুলতে পারবি
অনেক অনেক শুভকামনা রইল ...
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:৫৫
নাহিন বলেছেন: হুমমম
আরও প্র্যাকটিস লাগবে
১৮| ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৮:৩৫
আকাশ অম্বর বলেছেন: ছবিগুলো দেখে ভিজে গেলাম!
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:৫৭
নাহিন বলেছেন:
আমি ছবি তুলতে গিয়ে ভিজতে পারি নাই (।
১৯| ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৮:৫৬
অদ্রোহ বলেছেন: আপুর বাসায় দাওয়াত খাইতে মনচায়
অনেকদিন ভালামন্দ খাইনা,হলের খাওন আর ভাল্লাগেনা
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:৫৮
নাহিন বলেছেন: এসে পড়
২০| ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:০০
পারভেজ বলেছেন: গুড কম্পোজিশন।
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:৫৯
নাহিন বলেছেন: থ্যাংকস ভাইয়া
২১| ২৮ শে জুলাই, ২০০৯ রাত ২:২৬
অনন্ত দিগন্ত বলেছেন: ভেজা কাক ২ আর বৃষ্টি ঝরে যায়, এ দুটো সবচে ভাল লেগেছে ....
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৫২
শাওন৩৫০৪ বলেছেন: এম্নিতে আমি বৃষ্টিরে খুবই লাইকাই...বাট, ইদানীং উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা থাকলে শরীরে ভয়ের চোটে ডর চইলা আসে...
আপনের ছবিগুলা মারাৎমক হইছে..প্লাসাইলাম..