নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি আমার সখ নয়, আমার প্রয়োজন। facebook.com/neamul.nahid/

নেয়ামুল নাহিদ

আমাকে আমি বুঝি কতটুকু!

নেয়ামুল নাহিদ › বিস্তারিত পোস্টঃ

সেই পথে

০১ লা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৪৪



হেঁটে হেঁটে চলেছি সেই পথ
দেখেছি বৃদ্ধা, নুয়ে পড়া নারীকে,
বিশ-বাইশের উথাল পাথাল যৌবনে যার
দেখা দিয়েছিল ভ্রমর, মৌমাছি আর বেশুমার গোবরে পোকা।

কেউ চেয়েছিল প্রেম, কেউ অন্ধকারের জোনাক -
কেউ বা বর্ষার ছনের চালের চুঁইয়ে পড়া হলুদাভ জল।
দেখেছি দীর্ঘদেহী হাড্ডিসার মানুষের অগ্নিঝরা দুচোখ
তাতে আগুন ছিল, কিন্তু সলতে শেষ প্রায়;
একদল জড়সড় লোকেরা তাকে তখনো করছিলো কুর্নিশ,
তার সম্মানিত হবার ভণিতার আড়ালে -
সূর্য অস্ত যাচ্ছিল দুপুরের অহমিকার লজ্জা নিয়ে।

সেই পথে দেখেছি খুনি, মাতাল, রঙ-বেরঙ্গের বেশ্যা
অস্তিত্ব সংকটে জীর্ণ বিদীর্ণ মানুষের স্থির দৃষ্টি;
তাতে শোষিত হবার বেদনা নেই আজ
তাতে লাঞ্ছিত হবার শোক নেই; মৃদু কিসের আশা!

তখনো একদলে তারা ছিল, যারা বানিয়েছিল বেশ্যা
অন্যের রক্তে, ঘামে যারা গড়েছিল আকাশ ছোবার সিঁড়ি
যারা একদা অন্যের খুনে মেটাত তৃষ্ণা।
সেই পথের মানুষের আজ একাত্ম হবার দিন
তাদের অপেক্ষা এক ঘোরতর অন্ধকারের।

সেই পথে হেঁটে হেঁটে বুঝেছি সবাই,
এতোদিন ছিল এই পথেরই আশায়।
সেই সূর্যের মত লজ্জা আর বেদনা নিয়ে অস্ত যাবার প্রতীক্ষায়।

ইমেজ ক্রিয়েটরঃ Alex Levin

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: গভীর জীবন দর্শনী কাব্য

সময় এক অদ্ভুত মারনাস্ত্র। অজানিতে ঘায়েল হতে হতে
মানুষ গোধুলিতে চমকে তাকায় নিজের পানে
বড্ড দেরী যায় তখন

কেবলই অস্তাগমনের অপেক্ষা ছাড়া গত্যন্তহীন।

+++

০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৬

নেয়ামুল নাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৪

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার ----------

০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৬

নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৬

সাজিদ উল হক আবির বলেছেন: আমরা জানি কারা মানুষের রক্ত - ঘাম মিশ্রিত শ্রমের উপর ভর করে নিজের প্রাসাদ নির্মাণ করে, কারা নারীদের টেনে পথে নামায়, কারা নিজ সাম্রাজ্য লেজিটিমাইজ করবার জন্যে মানুষের খুলিতে সুরা পান করে , তবুও, দিনের শেষে আমরা পায়ে পায়ে হেঁটে চলি তাদেরই দেখানো পথে, এইতো আমাদের দেখা মানবজীবন। সুন্দর কবিতা স্যার। অন্তর্ভেদী সমাজবিশ্লেষী দৃষ্টিশক্তি কবির অন্যতম গুণ। সে গুণ যেন আপনার বরাবরই থাকে, এবং কবিতায় প্রকাশ পায়, সে প্রার্থনা করি।

০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৭

নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ প্রিয়।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৯

নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৬

শায়মা বলেছেন: খুব সুন্দর কবিতা ভাইয়া।

কবিতার মাঝে দেখার চোখের সব কিছুই উঠে এসেছে...

০২ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪৫

নেয়ামুল নাহিদ বলেছেন: ধন্যবাদ, আপু :)

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৩৯

নেওয়াজ আলি বলেছেন: মনোমুগ্ধকর লেখা I

০২ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪৪

নেয়ামুল নাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ :)

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ২:১৭

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: এক কথায় - অসাধারণ কবিতা। নিখুঁত।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:১২

নেয়ামুল নাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ। অনেক ভালো লাগা আপনার মন্তব্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.