| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বয়স ১৩ থেকে ১৮! পৃথিবীকে বদলে দিতে পারে এমন কোনো আইডিয়া মাথার মধ্যে রয়েছে? তোমার আইডিয়াকে বাস্তব করার আর স্বপ্নপূরণ করার সুযোগ দিচ্ছে গুগল। তৃতীয় বারের মতো গুগল আয়োজন করতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম অনলাইন বিজ্ঞান প্রতিযোগিতা ‘গুগল সায়েন্স ফেয়ার’। সহযোগী হিসেবে রয়েছে সার্ন, লেগো গ্রুপ, ন্যাশনাল জিওগ্রাফিক এবং সায়েন্টিফিক আমেরিকান। গুগলের এ প্রতিযোগিতায় ১৩-১৮ বছর বয়সী যে কেউ অংশগ্রহণ করতে পারে। প্রয়োজন শুধু একটি প্রজেক্ট বা প্রকল্পের আইডিয়া এবং সেটার বৈজ্ঞানিক ভিত্তি। আগ্রহী সবাই এককভাবে অথবা দু-তিনজনের দলে অংশগ্রহণ করতে পারে। প্রতিযোগিতার বিজয়ীদের জন্য থাকবে গুগলের পক্ষ থেকে ৫০ হাজার ডলারের শিক্ষাবৃত্তি, গ্যালাপাগোস দ্বীপে ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরারদের সঙ্গে ১০ দিনের ভ্রমণ এমনকি গুগলে ইন্টার্নশিপ পর্যন্ত।
প্রতিযোগিতায় প্রকল্প জমাদানের শেষ সময় ৩০ এপ্রিল।
তো আর দেরি কেন, আরও তথ্য আর নিয়মকানুন জানতে আগামী দিনের বিজ্ঞানীরা রেজিস্ট্রেশন করে ফেলো এই ঠিকানায় https://www.googlesciencefair.com/en/2013/
* ঢাকার তথ্যের ভুবনে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন এ ধরনের বিভিন্ন তথ্য আমরা যোগ করে চলেছি। আজই জেনে নিন আপনার প্রয়োজনীয় তথ্যটি। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: ধন্যবাদ লিনক দেবার জন্য।