নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাহিদ ৭৮৯

কেউ কোনোদিন শুনে নি যে ভালোবাসা মার খেয়ে মুখ থুবড়ে পড়ে আছে

নাহিদ ৭৮৯ › বিস্তারিত পোস্টঃ

একই অ্যাকাউন্ট থেকে নিয়ন্ত্রণ

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

ইন্টারনেট যোগাযোগ মানেই অনেক ই-মেইল আইডি, সামাজিক যোগাযোগ অ্যাকাউন্ট। আবার কারও সরাসরি চ্যাটিং একাউন্ট। সময় স্বল্পতায় সব আইডি কারও পক্ষেই নিয়মিত বিরতিতে খতিয়ে দেখা সম্ভব হয় না। এতে অনেক সময় গুরুত্বপূর্ণ ঘটনা মিস হয়ে যেতে পারে। তবে অল-ইন ওয়ান ম্যাসেঞ্জার ব্যবহার করলে এ সমস্যা সহজেই সমাধান করে নেওয়া যায়।



ডিগসবাই :

পুরনো আর জনপ্রিয়তার মাপকাঠিতে সবার আগে ডিগসবাই। একটি মাত্র ডিগসবাই আইডিতে যোগ করা যাবে ফেসুবক, টুইটারের মতো সামাজিক যোগাযোগ সেবা থেকে শুরু করে গুগলটক, ইয়াহু, এমএসএন, হটমেইল ই-মেইল আইডি এবং অন্যান্য চ্যাটিং আইডিকেও। লগ-ইন করার পর একটি মাত্র কলামে প্রদর্শিত হবে তালিকায় যোগ করা বন্ধুদের নাম। তাৎক্ষণিক চ্যাটিং বার্তা পাঠানো ও গ্রহণ করার পাশাপাশি ডিগসবাই থেকেই আদান-প্রদান করা যাবে সব ধরনের ই-মেইল বার্তাও। প্রয়োজনে ই-মেইলগুলো বিন্যস্ত করেও রাখা যাবে। ম্যাসেঞ্জারে নতুন মাত্রা যোগ করতে সামাজিক যোগাযোগ সাইটের হোম পেজের আদলে নিউজ ফিড পাওয়া, স্ট্যাটাস আপডেট করার মতো সুবিধাও যোগ করা হয়েছে। ব্যবহারের জন্য অবশ্যই ডিগসবাই আইডি খুলে নিতে হবে। এর পর লগ-ইন করে অন্য আইডিগুলোতেও ধাপে ধাপে লগ-ইন করতে হবে। উইন্ডোজ, ম্যাক, লিনাক্স_ সব অপারেটিং সিস্টেমই সমর্থন করে এটি। তবে ডিগসবাইয়ের সবচেয়ে দুর্বল দিক হতে পারে স্কাইপ সমর্থনযোগ্যতা না থাকা। বিনামূল্যে ডাউনলোড ঠিকানা :www.trillian.im



এ ধরনের আরও কিছু জানতে এখানে ক্লিক করুন



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: আমি এটাই ইউজ করি। বেশ ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.