| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কোন সময় ফেইসবুক বাংলাদেশে বন্ধ করে দিতে পারে সরকার! হ্যাঁ এরকম গুজবই ছড়াচ্ছে চারিদিকে। তবে তা খুবই ধীর লয়ে। সম্প্রতি ইন্টারনেটের সামাজিক যোগাযোগের সাইটগুলোতে তারা এই ডাক দেয়। জামায়াতে ইসলামীর বহুল আলোচিত সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে করা মানবতা-বিরোধী অপরাধের মামলার রায় মঙ্গলবার ঘোষণা করা হবে। আর ওই ট্রাইব্যুনালে যদি কোন অন্যায় রায় দেয়া হয় তাহলে জামাত-শিবিরের কর্মীরা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বেন। ফেইসবুকে তাদের বেশ কিছু ফ্যান পেজে নাশকতার আহ্বান জানিয়ে তারা এসব মন্তব্য করেছে। তারা প্রয়োজনে শহীদ হতেও প্রস্তুত বলে বিভিন্ন কমেন্টে উল্লেখ করেছে।বেশ কিছু দিন থেকে জামায়াত শিবির বিভিন্ন সামাজিক নেটওয়ার্কে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। অনলাইন বোদ্ধারা মনে করেন, মামলার দীর্ঘসূত্রিতায় জামাত শিবিরের কর্মীরা নিজেদের সুসংহত করেছে। । অন্য যে কোন রাজনৈতিক সংগঠনের চেয়ে সোশ্যাল নেটওয়ার্কিং- এ শিবির কর্মীরা এগিয়ে। তারা একেকজন অসংখ্য আইডি খুলে প্রচারণা-যুদ্ধে নেমেছে। নিজস্ব একটা বলয় গড়ে তুলেছে। মুহূর্তের মধ্যে তাদের দলীয় সিদ্ধান্ত ছড়িয়ে দিচ্ছে নিজেদের মধ্যে। নতুন প্রজন্মকে প্রলুব্ধ করছে।
বিশ্বব্যাপী চলছে তাদের কার্যক্রম। শিবির কর্মীরা সামাজিক নেটওয়ার্কগুলোতে উস্কানিমূলক উদ্ধৃতি দিয়ে নানারকম ব্যানার-ফেস্টুন প্রকাশ করছে যা রাষ্ট্রের জন্য উদ্বেগজনক। শিবিরের এসব পেজে আপলোড হওয়া স্ট্যাটাস, ছবি ব্যানার মুহূর্তের মধ্যে শেয়ার হচ্ছে অসংখ্যবার, লাইক করছেন অসংখ্য ফ্যান।
বিষয়টি নিরাপত্তা কর্মীদের ভাবিয়ে তুলেছে। যে কোন মুহূর্তে ইউটিউবের মত খড়গ নামতে পারে ফেইসবুক এর উপর! বন্ধ হয়ে যেতে পারে দেড় কোটি বাংলাদেশীর জনপ্রিয় যোগাযোগ মাধ্যম।
পোস্ট সৌজন্যে: অনলাইন ঢাকা গাইড (http://www.online-dhaka.com/) ঢাকার বিভিন্ন তথ্য এখন আপনার হাতের মুঠোয়।
©somewhere in net ltd.