নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাহিদ ৭৮৯

কেউ কোনোদিন শুনে নি যে ভালোবাসা মার খেয়ে মুখ থুবড়ে পড়ে আছে

নাহিদ ৭৮৯ › বিস্তারিত পোস্টঃ

ব্রডব্যান্ড থেকে ওয়াই-ফাই

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

তারবিহীন ইন্টারনেটে ওয়াই-ফাই সুবিধা থাকলেও ব্রডব্র্যান্ড ইন্টারনেট থেকে ওয়াই-ফাই চালানো সম্ভব হয় না। তবে কিছুটা কৌশলে ব্রডব্র্যান্ড থেকেও ওয়াই-ফাই সুবিধা আদায় করা সম্ভব। এর জন্য প্রয়োজন হবে কানেক্টিফাই নামক ছোট্ট সফটওয়্যার। তবে পিসিতে অবশ্যই ল্যান কার্ড থাকতে হবে। সে ক্ষেত্রে ল্যাপটপে কোনো ঝামেলা ছাড়াই এটি করা যায়। প্রথমেই সফটওয়্যারটি ডাউনলোডের পর এটি আনজিপ করে ইন্সটল করতে হবে। আনজিপের সময় পাসওয়ার্ড চাইলে betterfreedownload.blogspot.com দিতে হবে। এরপর কানেক্টিফাই চালু করতে হবে। শুরুর উইন্ডোতে Settings, Clients, Services এবংHistory আইকন দেখা যাবে। এখান থেকে Settings আইকনে যেতে হবে। এবার Settings আইকন অপশনে সেটিংস কিছুটা পরিবর্তন করতে হবে। Hotspot Name-এর ঘরে ইচ্ছামতো যে কোনো নাম দিতে হবে। Password এর ঘরে চাইলে পছন্দমতো পাসওয়ার্ড ব্যবহার করা যাবে। Internet-এর ঘরে আইকন No Internet Sharing, Automatic, Wireless Network Connection, Local Area Connection থেকে ব্যবহারের ধরন অনুযায়ী যে কোনো একটি নির্বাচন করে দিতে হবে। এরপর Advanced সেটিংয়ে যেতে হবে। এখানে Share Over অপশনে ডিভাইসটি WLAN সিলেক্ট করে Sharing Mode-G WiFi Access Point, Encrypted (WPA2) সিলেক্ট করে দিতে হবে। সবশেষে Start Hotspot-এ ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার ওয়াই-ফাই যুক্ত ডিভাইস থেকে সার্চ করলে নতুন ওয়াই-ফাই কানেকশন দেখাবে। সফটওয়্যারটি http://www.mediafire.com/?abrz48w33eczcbs থেকে ডাউনলোড করা যায় । রেজিস্ট্রেশন http://www.mediafire.com/?tbdfnbbcx9a1285



* এ ধরনের আরও অসংখ্য লাগলে এখানে দেখুন

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

চুরমার বলেছেন: ভাই কোন সফটওয়্যার ছাড়াই ব্রডব্যান্ড, ইউএসবি মডেম, বা যে কোন ইন্টারনেট কানেকশান ওয়াইফাই এর মাধ্যমে শেয়ার করা যায়।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.