নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাহিদ ৭৮৯

কেউ কোনোদিন শুনে নি যে ভালোবাসা মার খেয়ে মুখ থুবড়ে পড়ে আছে

নাহিদ ৭৮৯ › বিস্তারিত পোস্টঃ

বসন্তের প্রথম দিনের শুভেচ্ছা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

‘বসন্ত বাতাসে গো

বসন্ত বাতাসে

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ

আমার বাড়ি আসে...।’



হ্যা আজ ১ লা ফাল্গুন। বসন্তের প্রথম দিবস। প্রকৃতি সেজেছে বর্নিল অবগাহনে। সুপ্রাচীন কাল থেকে ফাগুন মানেই আমাদের কাছে ভালোবাসার আহবান। ফাগুন মানে পায়ে আলতা, ফাগুন মানেই রমনীর খোঁপায় নতুন ফুলের ছোঁয়া। এই ফাগুন কত যে ফুল ফোটায়! বাতাসে মিশিয়ে দেয় নিজের গন্ধ, ছন্দ ও আনন্দ। প্রকৃতি মাতোয়ারা হয়। অধিকাংশ পাখির বুকের ভেতরে প্রেম জাগে, আনন্দে গলা খুলে গান গায়, জুটি বাঁধে ও মৌ মৌ প্রেমে মশগুল হয়। বসন্ত জীবনের প্রতীক। বসন্ত যৌবনের প্রতীক। ভালোবাসার প্রতীক।



আজ থেকে ১৮ বছর আগে বঙ্গাব্দ ১৪০১ সাল থেকে প্রথম ‘বসন্ত উৎসব’ উদযাপন করার রীতি চালু হয়। সেই থেকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বসন্ত উৎসব আয়োজন করে আসছে।



তবে এবারের ফাল্গুন বাঙালির জন্য নিয়ে এসেছে অন্যরকম এক বসন্ত। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ‘আরব বসন্তের’ মতো শাহবাগ চত্বরে সৃষ্টি হয়েছে ‘বাংলা বসন্ত’। বসন্তকে বরণ করার পাশাপাশি একই উৎসবে দেশ মাতবে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে। মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ চত্বরে তারুণ্যের জেগে ওঠার জানান দিচ্ছে সকল বাধা-বিপত্তিকে চূর্ণ করে ন্যায্য দাবি পূরণের জন্যই এবারের বসন্ত। কারণ বসন্তেই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। বসন্তেই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল।



পোস্ট সৌজন্যে: অনলাইন ঢাকা গাইড (http://www.online-dhaka.com/)। ঢাকার সকল তথ্য এখন আপনার হাতের মুঠোয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.