নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাহিদ ৭৮৯

কেউ কোনোদিন শুনে নি যে ভালোবাসা মার খেয়ে মুখ থুবড়ে পড়ে আছে

নাহিদ ৭৮৯ › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধাপরাধী বাবার শাস্তি চাইলেন মেয়ে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭

যুদ্ধাপরাধী বাবার বিচার চাইলেন শরীয়তপুরের নাজমা সুলতানা। গতকাল বৃহস্পতিবার শাহবাগের প্রজন্ম চত্বরের জাগরণ মঞ্চে আইনজীবী নাজমা সুলতানা যুদ্ধাপরাধী বাবা আনোয়ার হোসেন মাঝির বিচার চেয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, 'আমি যখন ছোট ছিলাম, তখন আমার বাবা অনেক নারীকে ধর্ষণ করেছে, অনেক মানুষ খুন করেছে। এখন আমি আমার বাবার বিচার চাই। তখন বিচার চাইতে পারিনি, এখন বিচার চাওয়ার জন্য আমার পাশে আরো ভাইবোনকে পেয়েছি, সাহস পেয়েছি। রাজাকার কারো বাবা হতে পারে না। কারো আত্মীয় হতে পারে না।'

জানা যায়, শরীয়তপুরের ভেদরগঞ্জের অ্যাডভোকেট নাজমা সুলতানার বাবা আনোয়ার হোসেন মাঝি সাবেক উপজেলা চেয়ারম্যান। আনোয়ার হোসেন মাঝি ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিলেন। স্বাধীনতার সময় তাঁর সহায়তায় শরীয়তপুরের মুক্তিকামী মানুষের ওপর পাকিস্তানি বাহিনী গণহত্যা, ধর্ষণ ও লুটপাট চালায়।

বিবেকের তাড়নায় বাবার পাপের বিচার চাইতে গতকাল প্রজন্ম চত্বরে আন্দোলনের প্রতি সংহতি জানাতে আসেন আইনজীবী নাজমা সুলতানা।

মুক্তিযুদ্ধের সময় নাজমা সুলতানার বয়স ছিল মাত্র দুই বছর। তবে বাবা এলাকার চিহ্নিত রাজাকার হওয়ায় সে সময়কার আনোয়ার হোসেন মাঝির কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মানুষের কাছ থেকে তিনি এ সম্পর্কে জেনেছেন।

রাজাকার বাবার সন্তান হিসেবে নিজের পরিচয় দিতেও লজ্জা হয় বলে জাগরণ মঞ্চে জানান নাজমা সুলতানা। তিনি রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতি পরিবারে ঘাপটি মেরে থাকা যুদ্ধাপরাধীদের বয়কট করারও আহ্বান জানান।



* যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে যে আন্দোলন চলছে তার উপর আমরা একটি বিশেষ পেজ তৈরি করেছি। পেজটি একবার ঘুরে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন । পেজটি নিয়মিত আপডেট করা হবে।

মন্তব্য ১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

অনির্বান বলেছেন: সুলতানা তুই'ই মেয়ে!!

স্যলুট তোরে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.