নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাহিদ ৭৮৯

কেউ কোনোদিন শুনে নি যে ভালোবাসা মার খেয়ে মুখ থুবড়ে পড়ে আছে

নাহিদ ৭৮৯ › বিস্তারিত পোস্টঃ

১২০ কিলোমিটার হেঁটে গণজাগরণ চত্বরে ৪ ভাই

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে অভিনব প্রতিবাদ জনালো নেত্রকো‍নার প্রত্যন্ত গ্রামের ৪ ভাই। ১২০ কি. মি. পায়ে হেঁটে শাহবাগের গণজাগরণে অংশ নিয়ে তারা এ ব্যতিক্রমী প্রতিবাদ জানান। শুক্রবার ভোর রাতে ময়মনসিংহ শহরের জিরো পয়েন্ট থেকে তারা পায়ে হেঁটে যাত্রা শুরু করে শনিবার দুপুর সাড়ে ১২টায় শাহবাগের গণজাগরণ চত্বরে এসে পোঁছান। দীর্ঘ এ পথে তারা উদ্দীপ্ত করেছেন হাজারও মানুষকে। যারা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির প্রতি একই মনোভ‍াব পোষণ করেছেন। বাংলাদেশ রেলওয়ের কর্মচারী আবু নিদাল তার অন্য তিন চাচাতো ভাই রাকিবুল হাসান প্রীতম, রবিন ইসলাম ও হাসিবকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে গণজাগরণে চত্বরে অংশ নেওয়ার এ পরিকল্পনা নিয়েছিলেন সপ্তাহ খানেক আগে। আবু নিদাল বাংলানিউজকে তাদের ব্যতিক্রমী এ প্রতিবাদ সম্পর্কে জানান, সবাইতো গাড়ি বা অন্য যানবাহনে করে এখানে আসছেন। কিন্তু আমরা ১৯৭১ সালে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটু বাড়তি ত্যাগ স্বীকার করার চিন্তা করি। এরই অংশ হিসেবে আমরা পায়ে হেঁটে গণজাগরণ চত্বরে সংহতি প্রকাশ করতে এসেছি। তিনি বলেন, “পথে শত শত মানুষ আমাদের এ প্রয়াসকে অভিনন্দন জানিয়েছেন। বাস ও ট্রাকের যাত্রীরাও হাততালি দিয়ে আমাদের উৎসাহ যুগিয়েছেন। মানুষের ভালবাসা দীর্ঘ এ পথের ক্লান্তি বুঝতে দেয়নি আমাদের।” তিনি আরও বলেন, “আমাদের এ উদ্যোগ যদি অন্য এলাকার মানুষের মাঝে সামান্য অনুপ্রেরণা যোগায় তবেই আমরা সুখী হবো।” রাতে কয়েকটি স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৪ ভাইকে আটকালেও তাদের উদ্দেশ্য জানতে পেরে সম্মানের সঙ্গেই ছেড়ে দিয়েছেন বলেও জানান আদিল।



* শাহাবাগের প্রজন্ম চত্ত্বরে চলমান আন্দোলনের সকল খবরাখবর এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২

মৃন্ময় বলেছেন: salute........amar ridoy r atha theke.......

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

বলাকা মন বলেছেন: সাবাস!

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

ঘুমের বাদশা বলেছেন: সালাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.