নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপ পাঁপড়ি

রুদ্রনীল

নাহিদ রুদ্রনীল

লেখালেখি করার খুব ইচ্ছে আছে। নিজের ব্যক্তিজীবন থেকে শিখছি, আশেপাশ থেকে জানছি। নিজের মাঝে স্বতন্ত্র বসবাস করি। আমার বিশ্বাস-আদর্শকে ধারন করার চেষ্টায় থাকি।

নাহিদ রুদ্রনীল › বিস্তারিত পোস্টঃ

কবিতা : নিষিদ্ধের আহ্বান

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৭

আসো দু'জনে নিষিদ্ধ হই,
আসো দু'জনে ভালবাসা কিনি, চৌরাস্তার মোড় পেরিয়ে অলিগলি যতো নিষিদ্ধ
চুমুতে আলোকিত করি ।

আসো দু'জনে নিষিদ্ধ হই ।
নষ্ট প্রেমের মজলিসে নিউজ শিরোনাম করি।
আসো দু'জনে বৈচিত্র্য আনি,
নিয়মের জানালায় কড়া নেড়ে ফিরি।
আসো দু'জনে নষ্টামি করি,
ভুল পথে বারেবারে চলি ।

আসো দু'জনে অবৈধ হতে পারি,
বৈধ প্রেমে জুতো ছুড়ে মারি ।
আসো না দু'জনে স্বাধীনতা কিনি,
ইচ্ছের আকাশে পেখম মেলে উড়ি ,
সাদা ক্যানভাসে রং তুলি,
রংধনু সাত রং হবে অমলীন ।

আসো দু'জনে নিষিদ্ধ হই,
আসো দু'জনে ভালবাসা হই ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

মৃদুল শ্রাবন বলেছেন: বাঁধভাঙা উত্তাল প্রেমের কবিতা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৬

নাহিদ রুদ্রনীল বলেছেন: ধন্যবাদ ভাই। শুভকামনা জানবেন।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৫

তুষার কাব্য বলেছেন: ভালো লেগেছে কবিতা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৪

নাহিদ রুদ্রনীল বলেছেন: অনেক ধন্যবাদ কাব্য ভাই ।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩০

এনামুল রেজা বলেছেন: আপনি বেশ লেখেন তো।

খুবই ভাল লাগলো এই কবিতাটাও। শুভকামনা অনিঃশেষ। :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১০

নাহিদ রুদ্রনীল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রেজা ভাই। অনুপ্রানিত হলাম। ভালো লেখি কিনা জানি না, চেষ্টা করছি ভালো হওয়ার :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.