নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.nahidlink.com

নাহিদ

সময়ের তটরেখাগুলো ধীরে ধীরে মিলিয়ে যায়, ফলে কখনো সম্পর্ক হয় গাঢ়, কখনো হালকা সেটা সময়েরই দোষ। আমরা তো মেঘের মতো উড়ে বেড়াচ্ছি সময়ের উপর দিয়ে, যেমন উড়ে বেড়ায় মেঘ আকাশের উপর দিয়ে। কেমন করে যেন সময়ের গোলক ধাঁধাঁয় পড়ে গিয়াছি আমরা, চাইলেও বাহির হতে পারি না। সেই সকাল, দুপুর রাত্র। একই নিয়মে চলেছি আজীবন । যেমন টা আজীবন সম্মাননা পুরস্কার পায় অনেকে।এ হচ্ছে সময়ের খেলা। সময় আমাদের নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে, ছোটবেলায় ছেলেমেয়েরা যেমন দুষ্টমি করতে ভালোবাসে, অনেকটা সেরকম। অনেক সময়ের গল্প করলাম, এখন আমি নিজের গল্পতে। লিখে চলেছি আমি, নিশ্চুপ নক্ষত্রের ছড়ানো রেড়িয়ামের মতো। এ আলোতে যখন ছাদে দাড়াই, নিজেকে বেশ অচেনা মনে হয়।

নাহিদ › বিস্তারিত পোস্টঃ

রাঙ্গামাটির রঙ্গের কথা-1

০৮ ই ফেব্রুয়ারি, ২০০৬ বিকাল ৪:০৪

পর্যটন শহর রাঙ্গামাটি পর্যটকদের পদচারণায় প্রায় সময় মুখরিত থাকে। ভ্রমন বিলাসি ও সৌন্দর্য পিপাসু অসংখ্য মানুষের উপচেপড়া ভিড় জমে রাঙ্গামাটি শহরজুড়ে। এ জেলার নয়নাভিরাম সুবিশাল কাপ্তাই হ্রদ, অসংখ্য পাহাড়, ঝরনা, বিশেষ করে সুবলংয়ের মনোরম প্রাকৃতিক জলপ্রপাত, পযটন এলাকা, ঝুলন্ত ব্রিজ, ঐতিহ্যবাহী রাজবাড়ী, রাজবন বিহার, কাপ্তাই জাতীয় উদ্যানসহ অসংখ্য দর্শনীয় ও উপভোগ্য ও দর্শন করতে ঢাকা, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল পযটর্করা ভিড় জমান রাঙ্গামাটিতে। পাশাপাশি বিদেশী পযর্টকদের আগমনও লনীয়। যদিও বর্তমানে নিরাপত্তার কারনে অবাধে বিচারণ করতে চাইছেন না বিদেশীরা। খাগড়াছড়ি সড়কের গুনিয়াপাড়া থেকে বিদেশী অপহরণের ঘটনায় যথেষ্ট বিচরণ চোখে পড়ে।

শীতের শুস্ক মৌসুমটাই রাঙ্গামাটিতে বেড়ানোর উপযুক্ত সময়। এ সময় ভ্রমন বিলাসের আনন্দ-আমেজ জমে ওঠে পুরোদম। মূলত বর্ষা শেষের পরপরই ভিড় জমান রাঙ্গামাটিতে। আর এই ভিড় জমে থাকে বসন্তকাল পযনর্্ত। যে কেউ সপরিবারে , বন্ধু বান্ধব, আত্নীয় স্বজন নিয়ে বেড়িয়ে যেতে পারেন পর্যটন শহর রাঙ্গামাটি। আসুন অন্তত জীবনে একবার হলেও ঘুরে যান প্রাকৃতিক নৈসর্গিক লীলা ভূমি পার্বত্য শহর রাঙ্গামাটি।



কিভাবে আসবেন ঃ

ঢাকা থেকে সরাসরি রাঙ্গামাটিত চলাচল রয়েছে এস আলম, চ্যালেঞ্জার, ডলফিন,সৌদিয়াসহ বিলাসবহুল বাস সার্ভিস। ঢাকার ফকিরাপুল, কমলাপুর, মতিঝিল, কলাবাগান থেকে দিনে এবং রাতে ছাড়ে বাসগুলো। ভাড়া 300 টাকা। এছাড়া চট্রগ্রাম হয়েও আসা যায় খুবই সহজে।চট্রগ্রামের মুরাদপুর বিশ্বরোডেই রাঙ্গামাটির বাস স্টেশন। সেখান থেকে ছাড়ে বিআরটিসি এবচ বিরতিহীন বাস সার্ভিস। কেসি দে রোড থেকেও এস আলম, সৌদিয়া,চ্যালেঞ্জার বাস পাওয়া যায়। চট্রগ্রাম থেকে রাঙ্গামাটির যেকোন বাসের ভাড়া 70 টাকা।

আসার পথে যা দেখতে পাবেনঃ

চট্রগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের আঁকাবাঁকা পথ বেয়ে বাসে চড়ার সময় বেতবুনিয়ায় পা বাড়ালেই রাঙ্গামাটি পার্বত্য জেলা। এ বেতবুনিয়ায় দেশের সর্বপ্রথম উপগ্রহ ভূ-কেন্দ্রটি অবসথিত। এরপর রানীরহাট বাজার অতি ্ক্রম করে সামনের দিকে তাকালে চোখে পড়বে সুউচ্চ অসংখ্য পাহাড়ের সারি। সামনের দিকেএবংদনি-পূর্বে দন্ডায়মান অবসথায় সবচেয়ে উচু যে পাহাড়টি চোখে পড়বে সেটি ফুরমোন পাহাড়। ওই পাহাড়ের পাদদেশে সথাপিত হয়েছে রাঙ্গামাটি টে

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১০

মো: মোফাচ্ছির হোসেন বলেছেন: রাঙ্গামাটি বেড়ানোর লোভটা আরও একটু বাড়ল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.