নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিউরণের মুক্ত ক্যানভাসে স্বপ্ন এঁকে যাই.....

নিরপেক্ষ নই; সত্য, ন্যায় ও স্বাধীনতার পক্ষেই আছি

মোঃ নাহিদ শামস্‌

ভীষণ কল্পনাপ্রবণ একজন মানুষ আমি। কল্পলোকের ক্যানভাসে ছবি এঁকে, মনোজগতের সুবিশাল হাইপার স্পেসে নিজের এক মহাবিশ্ব সৃষ্টি করে আমি হয়েছি ঈশ্বর। যখন প্রচন্ড কষ্টে কাঁদতে ইচ্ছে করে, তখন নিজের সৃজিত মহাবিশ্বের অসীম গ্যালাক্সিপুঞ্জ দেখে গর্বিত অনুভব করি। অতঃপর স্বপ্নীল জগতের দিকে তাকিয়ে উচ্চারণ করি দৈব বাণী- "নিশ্চই তোমাদের সৃষ্টিকর্তা মহান। দুঃখ কিংবা কষ্ট তাকে স্পর্শ করে না।"

মোঃ নাহিদ শামস্‌ › বিস্তারিত পোস্টঃ

বি এন পি- জামায়াত জোট এবং এক ব্যাক্তির বিষ্ঠা খাবার গল্প

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:৪০

গল্প-১

--------

জনৈক বি.এন.পি পন্থি ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়, "আচ্ছা, বি.এন.পি কেন জামায়াত-ই-ইসলামীর মত একটি দলের সাথে জোট করল, যে দলটি কিনা স্পষ্টভাবেই ৭১-এ মানবতাবিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত ছিলো? একটি স্বাধীনতাবিরোধী দলের সাথে জোট করতে আপনাদের একটুও বাঁধে নি?'



তখন তাঁর উত্তরঃ "ক্যান! কি হইছে! আওয়ামিলীগও তো ৯৬ এর ইলেকশনে জামাতের সাথে জোট করছিলো... এখন আমরা করলে সমস্যা কি?"



গল্প-২

--------

এক লোককে দেখলাম রাস্তায় বসে বসে কুকুরের বিষ্ঠা খাচ্ছে। আমি তাকে গিয়ে জিজ্ঞেস করলাম, "ভাই আপনি এত কিছু থাকতে কুকুরের বিষ্ঠা খাচ্ছেন কেন? ছিঃ!"



তখন সেই লোকটি আমাকে বলল- "ক্যান! কি হইছে! ওই যে দেখতেছেন পাশের বাড়ির লোকটা... সেও কিন্তু কালকে রাস্তায় বসে বসে কুকুরের বিষ্ঠা খাইছিলো। সে যদি খাইতে পারে, তাইলে আমি খাইলে সমস্যা কি?"



মোরাল অফ দ্যা স্টোরি কি?



দ্যাখেন, যেটা উচিত সেটা উচিত! আর যেটা অনুচিত সেটা অনুচিত! এখানে Comparison করতে হবে কেন? অমুক-তমুক কি করেছিলো, সে সব ইতিহাস আওড়ালেই কি আপনার অপরাধ জায়েজ হয়ে যাবে?!? দেখুন, সত্য সবসময়ই সত্য, আর মিথ্যা শুধুই মিথ্যা। যদি সবাই মিলে ভুল কাজটি করে, তবুও সেটি ভুল। আমি জানি মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী অনেকেই বি এন পি'তে আছেন। আপনারা কি নিজেদের বিবেকের দাবী শুনতে পাচ্ছে না? তবে কেন ঘোলা পানি মাছ শিকার করে নিজেদের অপরাধ ঢাকতে চাইছেন? এখনো সময় আছে। জামাতকে জোট থেকে বের করে দিন। তাদেরকে সব ধরণের রাজনৈতিক সহযোগিতা করা থেকে বিরত থাকুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.