নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিউরণের মুক্ত ক্যানভাসে স্বপ্ন এঁকে যাই.....

নিরপেক্ষ নই; সত্য, ন্যায় ও স্বাধীনতার পক্ষেই আছি

মোঃ নাহিদ শামস্‌

ভীষণ কল্পনাপ্রবণ একজন মানুষ আমি। কল্পলোকের ক্যানভাসে ছবি এঁকে, মনোজগতের সুবিশাল হাইপার স্পেসে নিজের এক মহাবিশ্ব সৃষ্টি করে আমি হয়েছি ঈশ্বর। যখন প্রচন্ড কষ্টে কাঁদতে ইচ্ছে করে, তখন নিজের সৃজিত মহাবিশ্বের অসীম গ্যালাক্সিপুঞ্জ দেখে গর্বিত অনুভব করি। অতঃপর স্বপ্নীল জগতের দিকে তাকিয়ে উচ্চারণ করি দৈব বাণী- "নিশ্চই তোমাদের সৃষ্টিকর্তা মহান। দুঃখ কিংবা কষ্ট তাকে স্পর্শ করে না।"

মোঃ নাহিদ শামস্‌ › বিস্তারিত পোস্টঃ

একটি কাল্পনিক ফুটবল ম্যাচ এবং একটি সরল প্রশ্ন

১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩

গল্পটি পুরোপুরি কাল্পনিক এবং শতভাগ রাজনীতিমুক্ত।

অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্সেলোনা বনাম রিয়েল মাদ্রিদের মধ্যকার ম্যাচটি। আরেকটি 'এল ক্লাসিকো' দেখার সুযোগ পেতে যাচ্ছে ফুটবল বিশ্ব। এরইমধ্যে হঠাৎ করেই বার্সেলোনা ঘোষণা করে বসল, ম্যাচটিতে রেফারির ভূমিকা পালন করবেন বার্সেলোনার ম্যানেজার জেরার্ডো মার্টিনো! তিনি ঘোষণা দিয়েছেন, এই ৫১-৫২ বছর বয়সেও তিনি প্রচুর দৌড়ঝাপ করার ক্ষমতা রাখেন, এবং আসন্ন এল ক্লাসিকোতে সফলভাবে রেফারির দায়িত্ব পালনে সক্ষম! শুধু কি তাই? ম্যাচে লাইনস্‌-ম্যানের ভূমিকাও পালন করবেন বার্সেলোনারই কয়েকজন কর্মকর্তা।

রিয়েল মাদ্রিদ বেঁকে বসল। তারা নিরপেক্ষ রেফারি এবং লাইনস্‌-ম্যান না হলে খেলবেন না। কিন্তু বার্সেলোনার ম্যানেজার মার্টিনো শেষপর্যন্ত বিভিন্ন পক্ষকে রাজি করিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করে ফেললেন। আসন্ন এল ক্লাসিকোতে তিনিই থাকছেন রেফারি, তার সতীর্থগণ থাকছেন লাইনস্‌-ম্যান।

অবশেষে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিলো রিয়াল মাদ্রিদ। নিরপেক্ষ রেফারি না থাকায় তাদের এই সিদ্ধান্ত।

সবাই ধরেই নিয়েছিলো ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে না। খেলাটা দু'দলেই হয়। যেহেতু এক দল মাঠে নেই, সেহেতু খেলা কি করে হয়?

কিন্তু ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে 'এল ক্লাসিকো' অনুষ্ঠিত হল। ১১ জন খেলোয়াড় নিয়ে মাঠে নেমে পড়ল বার্সা বাহিনী। রিয়ালের ফাঁকা গোলবারে পুরো ৯০ মিনিট জুড়ে ইচ্ছেমত পেনাল্টি শুট আউট করলেন মেসি-নেইমারের মত তারকারা।

রিয়েলশূন্য এল ক্লাসিকো জিতে নিলো বার্সেলোনা।

বার্সেলোনা দলের একজন সমর্থক আমি। সবসময় বার্সেলোনার পক্ষেই ছিলাম। কিন্তু বার্সেনোলার এই বিজয় কি আমার মেনে নেয়া উচিৎ?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮

হেডস্যার বলেছেন: আমি মানি না....কোনভাবেই মানি না....
কিন্তু.....
আপনি আমি মানি আর না মানি....ট্রফিটা কিন্তু বার্সেলোনা জোর করে হলে ও ঘরে নিয়াই গেছে...
বার্সেলোনার ম্যানেজার দৌড় ঝাঁপ করে অন্যদের রাজি করিয়ে ফেলার সময় রিয়াল মাদ্রিদের কর্মকর্তারা কি করতেছিলো?

২| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫

মোঃ নাহিদ শামস্‌ বলেছেন: রিয়াল মাদ্রিদ কর্মকর্তারা তখন ফুটবল ভক্ত এবং সাধারণ দর্শকদের আগুনে পুড়িয়ে মারছিলেন।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৬

হেডস্যার বলেছেন:
খুব চমৎকার জবাব দিয়েছেন।

আপনার বাড়ি লক্ষ্মীপুরের কোথায়?

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৯

মোঃ নাহিদ শামস্‌ বলেছেন: রায়পুর উপজেলায়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.