![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভীষণ কল্পনাপ্রবণ একজন মানুষ আমি। কল্পলোকের ক্যানভাসে ছবি এঁকে, মনোজগতের সুবিশাল হাইপার স্পেসে নিজের এক মহাবিশ্ব সৃষ্টি করে আমি হয়েছি ঈশ্বর। যখন প্রচন্ড কষ্টে কাঁদতে ইচ্ছে করে, তখন নিজের সৃজিত মহাবিশ্বের অসীম গ্যালাক্সিপুঞ্জ দেখে গর্বিত অনুভব করি। অতঃপর স্বপ্নীল জগতের দিকে তাকিয়ে উচ্চারণ করি দৈব বাণী- "নিশ্চই তোমাদের সৃষ্টিকর্তা মহান। দুঃখ কিংবা কষ্ট তাকে স্পর্শ করে না।"
"ইভটিজিং-এর জন্য নারীরাই দায়ী, ধর্ষনের জন্য নারীরাই দায়ী।"
ইনিয়ে বিনিয়ে প্রায়শই এসব কথা বলতে শোনা যায় তরুণ-বয়স্ক, অশিক্ষিত-অতিশিক্ষিত, আলেম-জালেম, নর এমনকি নারীদের মুখে! তাদের বক্তব্য, নারীরাই নাকি পুরুষদের প্রলুব্ধ করেন। লজ্জার মাথা খেয়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বাস করা শফী হুজুররা বলে বসেন, সুস্বাদু খাবার সামনে রেখে দিলে জিভে তো জল আসবেই। আবেদনময়ী শরীর দেখলে শিশ্ন তো উত্তেজিত হবেই!
এই বলদ প্রজাতির কাছে আমার প্রশ্ন হল, দুই বছরের ফুটফুটে শিশু যখন ধর্ষিত হয় তখনও কি সেটি আবেদনময়ী শরীর? খেটে খাওয়া গার্মেন্টস কর্মী যখন ধর্ষিত হয়, তখন কি বলবেন যে তিনি সানি লিওনের ড্রেস পরে রাস্তায় বেরিয়েছিলেন? বাংলাদেশের অধিকাংশ নারীর সবচেয়ে কমন পোশাকটি হল- থ্রী পিস এবং শাড়ি। গ্রাম বাংলা থেকে শহুরে বাংলায়, রসূলপুরের মেঠো পথ থেকে গুলশানের কর্পোরেট রাস্তায়, মুন্সির হাট-পুরান বাজার থেকে শুরু করে বহুতল সানমার ওশ্যান সিটিতে বাংলার নারীরা এই দু'টো পোশাক পরেই বেরোয়। এই দু'টোর মধ্যে কোনটি অশ্লীল পোশাক, দয়া করে বলবেন কি? আপনি কি কোন নারীকে হাফ-প্যান্ট পরে রাস্তায় বেরুতে দেখেছেন? আমি দেখি নি!
ইভটিজিং-এর শিকার হওয়া মেয়েদের একটা বড় অংশই স্কুল-কলেজের মেয়ে শিক্ষার্থী। দেশের অধিকাংশ স্কুলেরই নির্ধারিত ড্রেস কোড থাকে, এবং শিক্ষার্থীরা সেই ড্রেস কোড মেনেই ক্লাস করে। এখন কি বলবেন যে, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নির্ধারিত পোশাক অশ্লীল?
কি, ভাবছেন বোরখা পরিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে? ভুল ভাবছেন! শুধু গত বছরই বেশ কয়েকজন মাদ্রাসা শিক্ষার্থী হিজাবি নারীর ধর্ষনের খবর বেরিয়েছিলো। কারা করেছিলো জানেন? জামায়াতের নেতা-কর্মী! যদি এই নারীরা বোরখা পরেই চলা-ফেরা করে থাকে, তাহলে ধর্ষিত হল কেন?
সমস্যাটা পোশাকে নয়! সমস্যাটা ওই ধর্ষক, ওই ইভটিজারের মস্তিষ্কে, যৌনাঙ্গে। সমস্যাটা সমাজের বিবেকে।
২| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩০
হিংস্র ঈগল বলেছেন: বাদ দেন ভাই। যাদের মস্তিষ্কে কাচকি মাছের বিষ্ঠা তাদের আপনি যতই বুঝান তারা কিছুই বুঝবে না। শুধু ছাগলের মত ম্যা ম্যা করবে।
যাইহোক লেখা ভালো লেগেছে।
৩| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৬
সাইবার অভিযত্রী বলেছেন: বিশ্বের সবচেয়ে সভ্য দেশ কোনটি ?
আমেরিকা ? বিলাত ? জার্মান ? না অন্য কোন দেশ?
সে দেশে ধর্ষণ আছে ? নারী নির্যাতন ? হত্যা ?
পৃথিবীর সবচেয়ে বর্বর দেশ কোনটি? সে দেশের কি অবস্হা ?
সৌদী আরবে ইভটিজিং আছে ?
জানা থাকলে উত্তর দিবেন, পিছলাবেন না আশা করি।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৬
ভিটামিন সি বলেছেন: সব জায়গাতে নিউটনের ৩য় সুত্র খাটে না। কোন জায়গায় এক চড়েড় বদলে ৩টা খাওয়া লাগে।