নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসল নাম নাহিদ হোসেন, ব্লগ যেহেতু সীমিত তাই আমাকে নক করতে পারেন এই ঠিকানায়: about.me/nahidh

নাহিদ০৯

ভালোবাসি বাংলা

নাহিদ০৯ › বিস্তারিত পোস্টঃ

মোবাইল ফোন এ কোন অ্যাপ বেশি ব্যবহার হচ্ছে?

০৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১:০২

আমার ফোনের ব্যাটারি ব্যবহার পরিসংখ্যানের হিসাব অনুযায়ী নিচের অ্যাপ্লিকেশনগুলো আমি সবচাইতে বেশি ব্যবহার করছি। কিছু কিছু অ্যাপ বেশি ব্যাটারি ব্যবহার করে, তাই সময় অনুসারে নিচের পরিসংখ্যান ঠিক নাও হতে পারে।

১. কোরা: আগে কম্পিউটারের লিখতাম, নতুন ফোন কেনার পর এখন বেশিরভাগ সময় ফোনে ব্যবহার করা হচ্ছে।

২. ইনস্টাগ্রাম: ফেসবুক না থাকায় ইনস্টাগ্রামে বন্ধুদের ছবি দেখি। নিজের ছবি অথবা নিজের তোলা ছবি এখানে আপলোড করি।

৩. ইউটিউব: সাধারণত ইউটিউব আমি খুব বেশি ব্যবহার করি না, এটা মনে হয় অল্প সময়ে বেশি ব্যাটারি ব্যবহার করে।

৪. ম্যাপস: ছবি আপলোড করি, রিভিউ লিখি, অথবা নতুন জায়গা যোগ করি।

৫. জিমেইল: মোবাইল নেয়ার পর ইমেইল এর কাজ গুলো আমি মোবাইল থেকে সেরে নেই

ব্লগ এ আসলাম। কিছু মাথায় আসছে না। আপনারা কি কি অ্যাপ ব্যবহার করছেন। জানাবেন?

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: আমি কোনো কিছুই ব্যবহার করি না। শুধু ফোণ করি। ব্যস।

০৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০৭

নাহিদ০৯ বলেছেন: মোবাইলে সামহোয়ারইন ব্রাউজ করতেও একটা ব্রাউজার লাগে। বাংলা টাইপ করতেও একটা কিবোর্ড লাগে।

২| ০৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জানি না।

০৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০৮

নাহিদ০৯ বলেছেন: জেনে থাকা ভালো। নিজের প্রয়োজনীয়তা বোঝা যায়। আমি ব্যাটারি ক্রিটিক্যাল মূহুর্তে এমন কিছু এ্যাপ বন্ধ রাখি যারা বেশি পরিমানে চার্জ ড্রেইন করে নিচ্ছে।

৩| ০৬ ই জুলাই, ২০১৯ দুপুর ২:০০

নীল আকাশ বলেছেন: MS Ward And WPS Office.
আমার লেখালিখি কাজ আমি মোবাইলেি করে থাকি।

০৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১০

নাহিদ০৯ বলেছেন: লিখার জন্য কয়দিন থেকে নতুন একটা প্রযুক্তি ব্যবহার করছি। গুগল কিবোর্ড এর ভয়েস টাইপিং। এমনকি এই পোস্ট এর কন্টেন্ট এবং মন্তব্য সব মুখে বলে টাইপ করা। বিষয়টা বেশ মজার এবং গুগল বেশ সমৃদ্ধ ডাটাবেইজ নিয়ে কাজ করছে। ট্রাই করে দেখতে পারেন।

৪| ০৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন যে, চীনাদের সাথে কাজ করছেন; কি ধরণের কোম্পানীতে কি ধরণের পেশার সাথে আপনি জড়িত? কোম্পানী কি বাংলাদেশে, নাকি অন্য দেশে?

০৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০৬

নাহিদ০৯ বলেছেন: সিলিকন রিস্টব্যান্ড এবং ল্যানিয়ার্ড কাষ্টমাইজ করে। এরা প্রোডাকশান কোম্পানি। এদের অনেক আমেরিকান রিসেলার আছে যাদের কে এরা সাপ্লাই দেয়। কোম্পানি চাইনা বেইজড, ঘুয়াংঝু শহরে অফিস এবং আলাদা আলাদা জায়গায় বেশ কয়েকটা ফ্যাক্টরি আছে।

৫| ০৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৫

নীলপরি বলেছেন: কোট লেখার জন্য yq app ,nojoto app আর ইনস্টা ব্যবহার করি ।

১১ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

নাহিদ০৯ বলেছেন: এগুলা আবার কি। সবি নতুন শুনছি। অ্যাপ এর ক্ষেত্রেও কি আপনারা আনকমন খুঁজেন?

৬| ০৬ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

নীল আকাশ বলেছেন: গুগল কিবোর্ড এর ভয়েস টাইপিং। এমনকি এই পোস্ট এর কন্টেন্ট এবং মন্তব্য সব মুখে বলে টাইপ করা। বিষয়টা বেশ মজার এবং গুগল বেশ সমৃদ্ধ ডাটাবেইজ নিয়ে কাজ করছে। ট্রাই করে দেখতে পারেন।

আমি আগ্রহী এই ব্যাপারে। কিভাবে করা যায়? সবসময় কি অনলাইনে থাকতে হবে লেখার জন্য? প্রসেস্টা যদি বলে।দিতেন?

১১ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১০

নাহিদ০৯ বলেছেন: গুগল প্লেস্টোর থেকে Gboard এ্যাপ নামিয়ে নিয়ে করতে পারবেন। ওখানে ভাষা হিসেবে ইংরেজী এর পাশাপাশি বাংলা ও যুক্ত করে নেন। এটার প্রক্রিয়া বেশ সহজ মনে হয়েছে।

আর হ্যাঁ, বাংলা ভয়েস টাইপিং এর সময় আপনাকে ইন্টারনেট চালু রাখতে হবে।

৭| ০৬ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

মাহমুদুর রহমান বলেছেন: ফেসবুক লাইট।

১১ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২০

নাহিদ০৯ বলেছেন: ফেসবুক ব্যবহার করছি না। বেশ কয়েকবছর হয়ে গেলো।

৮| ০৭ ই জুলাই, ২০১৯ সকাল ৯:০১

হাসান কালবৈশাখী বলেছেন:
গুগল কিবোর্ড এর ভয়েস টাইপিং? বাংলায়! খুব ইন্টারেষ্টিং লাগলো

১১ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

নাহিদ০৯ বলেছেন: চেষ্টা করে দেখুন। টাইপ করতে আরো বেশি ইন্টারেস্টিং লাগছে।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কোরা-তে আপনাকে পেয়েছি কিন্তু।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৩১

নাহিদ০৯ বলেছেন: আপনাকেও আমি দেখছি সুন্দর সুন্দর মন্তব্যে।

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: Launcher

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩৮

নাহিদ০৯ বলেছেন: Launcher কোনটাই ব্যবহার করি না। এন্ড্রয়েড ওয়ান এর ডিফল্ট যেটা দেওয়া আছে সেটাই ব্যবহার করছি।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আমিও ডিফল্ট লান্চারই ইউজ করি। তবে Tasker দিয়ে চমৎকার সব ফাংশনালিটি আনা যায়।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৪২

নাহিদ০৯ বলেছেন: আপনি বলেছেন যখন, তখন অবশ্যই চেষ্টা করে দেখবো। আরো নতুন নতুন কিছু বলুন।

১২| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১০

খায়রুল আহসান বলেছেন: গুগল কিবোর্ড এর ভয়েস টাইপিং নিজের আয়ত্ত্বে আনতে আমি আগ্রহী। দেখি, নিজে চেষ্টা করে না পারলে আপনার শরণাপন্ন হবো। এ নিয়ে বিস্তারিত জানিয়ে ব্লগার করুণাধারাও একটা পোস্ট লিখেছিলেন বলে মনে পড়ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.