নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাইয়াদ

দুঃখ বিলাস ভালো লাগে না আর, সুখে না শান্তিতে থাকতে চাই।

এ্যাপোলো৯০

নিজেকে পাগলী ভাবতে ভালো লাগে।নিজেকে পাগলী প্রতিষ্ঠিত করার জন্যই বোধহয় সহজে মানুষ কে বিশ্বাস করি।সবাইকে কাছে টানি।সবার কাছ থেকে বাঁশও খাই।তবুও আমি পাগলী ছিলাম,আছি ইনশআল্লাহ থাকবো

এ্যাপোলো৯০ › বিস্তারিত পোস্টঃ

প্রেমোপখ্যানের সংক্ষিপ্ত কাহিনী-পিগম্যালিয়ন এবং গ্যালাতিয়া

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:০৬

সাইপ্রাসের এক স্বর্গীয় আশির্বাদপুষ্ট তরুন ভাস্কর পিগম্যালিয়ন ছিলেন চরম নারী-বিদ্বেষী। তিনি কখনো বিয়ে না করার স্থির সংকল্প করেছিলেন। তিনি নিজেকে বোঝালেন,তার জন্য তার শিল্পকলাই যথেষ্ট অথচতিনি যে মূর্তি নির্মান করলেন এবং যা নির্মানে প্রয়োগ করলেন তার সবটুকু প্রতিভা তা ছিলো এক নারী-মূর্তি। এতদিন যা তিনি মন থেকে এমনকি জীবন থেকেও এত সহজে প্রত্যাখ্যান করেছেন তাকে পুরোপুরি বাতিল করতে পারলেন না, অথবা তিনি এক আদর্শ নারীর রূপ সৃষ্টির প্রয়াস পাচ্ছিলেন এবং মানুষকে দেখাতে চাইলেন, যে নারীকে আমরা প্রতিনিয়ত দেখতে পাই তার মাঝে কি কি গুনাবলীর অভাব আছে।







তিমি গভীর অনুরাগে মূর্তিটি নিয়ে কাজ করলেন দীর্ঘদিন ধরে এবং সৃষ্টি করলেন শিল্পকলার এক সুন্দরতম নিদর্শন। তিনি এটি নিয়ে মেতে থাকলেন এবং প্রতিদিন তার আঙুলের শিল্পিত স্পর্শে তা আরো সুন্দর হয়ে উঠতে লাগলো। মর্তলোকে এমন কোনো নারী নেই বা কখনো সৃষ্টি হয়নি এমন কোনো নারী মূর্তি যার সৌন্দর্য এর সাথে তুলনীয় হতে পারে। যখন এর শ্রেষ্ঠত্ব পৌছে গেলো সর্বোচ্চ পর্যায়ে তখন এর স্রষ্ঠার ভাগ্যে ঘটলো এক অদ্ভুত ঘটনা; তিনি প্রেমে পড়লেন ! তিনি গভীর আবেগময় ভাবে প্রেমে পড়লেন তার নিজেরই সৃষ্টিকর্মের ! এর ব্যাখ্যা সুলভ এটি বলা যায় যে মূর্তিটিকে কোনো মূর্তির মতই লাগছিলো না, কেউ চিন্তাও কিরতে পারবে না এটি আইভরি বা পাথরের তৈরি বরং এটিকে উষ্ণ রক্ত মাংসে তৈরি মানুষের মতই লাগছিলো যর শুধু মাত্র নেই শুধু চলনশক্তি। অন্যকে তাচ্ছিল্য প্রদশর্নকারী ঐ যুবকের ক্ষমতা ছিলো এতটাই বিষ্ময়কর !



কিন্তু এর পর থেকেই যে নারী জাতিকে তিনি অবজ্ঞা করেছিলেন তারা তার উপর প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলো। কোনো প্রাণশীল কুমারীর আশাহত প্রেমিক কখনোই পিগম্যালিয়নের মত অসুখী ছিলো না। তিনি চুম্বন ছড়িয়ে দিলেন তার ঠোঁট দুটিতে কিন্তু সেটি তাকে চুম্বন করতে পারলো না। তিনি অনুরাগের মৃদু স্পর্শ ছড়ালেন তার হাত এবং মুখমন্ডলে- কিন্তু তাদের সাড়া মিললো না তিনি সেটিকে বাহুবন্ধনে আবদ্ধ করলেন , সে থেকে গেলো শীতল ও নির্বিকার। কিছুক্ষনের জন্য পিগম্যালিয়ন ভান করতে চেষ্টা করলেন যে সেটি জীবিত যেমনটি করে শিশুরা তাদের খেলনার সাথে। তিনি একে পরাতেন মূল্যবান পরিচ্ছদ সামগ্রী। তিনি এমন সব উপহার সামগ্রী নিয়ে আসতেন যেগুলো পছন্দ করে রক্তমাংসের কুমারীরা। যেমন ছোটো কোনো পাখি বা চমৎকার কোনো ফুল আর স্বপ্ন দেখতেন সে তাকে ধন্যবাদ দিচ্ছে তার এই প্রবল ভালোবাসার জন্য। তিনি রাতে সেটিকে শুইয়ে দিতেন তার শয্যায় এবং তার জন্য সকল আরাম উষ্ণতার ব্যবস্থা করতেন, যেমনটি ছোটো মেয়েরা করে থাকে তাদের পুতুলের জন্য। কিন্তু তিনি তো কোনো শিশু ছিলেন না তাই তিনি এ অভিনয় বেশিদিন চালিয়ে যেতে পারলেন না। অতঃপর তিনি হাল ছেড়ে দিলেন।







এই অনন্য আবেগময় একতরফা প্রেমটি দীর্ঘদিন প্রেমের দেবীর অগচরে থাকলো না। পিগম্যালিয়ন ছিলেন এক নতুন রকমের প্রেমিক এবং আফ্রোদিতি দৃঢ প্রতিজ্ঞ ছিলেন তাকে সাহায্য করতে।



আফ্রোদিতির ভোজন উৎসবটি ছিলো সাইপ্রাসে বিশেষভাবে সম্মানিত। এই বিশেষ উৎসবে পিগম্যালিয়নও ছিলেন। তিনি দেবীকে এটি জিজ্ঞাসা করার দুঃসাহস দেখানেলন যে তিনি তার মুর্তিটির মত কোনো কুমারীকে খুজে পাবেন কিনা, কিন্তু প্রেমের দেবী জানতেন তিনি প্রকৃতপক্ষে কি চাচ্ছিলেন এবং ততমধ্যে তার প্রার্থনা মন্জুর করেছিলেন। পিগম্যালিয়ন ফিরে গেলেন তার গৃহে এবং খুজে পেলেন তার নিজের সৃষ্টিকে যাকে তিনি দিয়েছেন তার হৃদয়। সে দাড়িয়ে ছিলো তার ভিত্তির উপরে যেন এক অপুরপ সুন্দরী। তিনি তাকে ভালোবাসার কোমোল স্পর্শ দিলেন ঠোটে একে দিলেন চুম্বন, স্পর্শ করলেন তার বাহু,কাধ এবং সাথে সাথেই বিলীন হয়ে গেলো সব কঠিনতা। তিনি কৃতজ্ঞ অনুভব করলেম প্রেমের দেবীর প্রতি এবং আনন্দভরে তার প্রেমাস্পদকে জড়িয়ে ধরলেন যার নাম তিনি রেখেছিলেন গ্যালাতিয়া।



মন্তব্য ৪৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: ++++++++++++

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:২৬

এ্যাপোলো৯০ বলেছেন: থ্যাংকু :)

২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:১৯

ইনকগনিটো বলেছেন: আগে একটা সময় মিথোলজি নিয়ে লিখতাম। এমনকি পিগম্যালিওন ও গ্যালিতিয়া নিয়েও লিখেছি। এখন আর লেখা হয়না।


অনেকদিন পর পুরনো কিছু স্মৃতি হাতড়ে বেড়ালাম আরেকবার।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৩১

এ্যাপোলো৯০ বলেছেন: ওহ,,,,,,,,,,,,,, আমি আপ্নার ব্লগ ঘুরে দেখে আসবো :)

৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তওবা তওবা ! শরম শরম! উপরে জলদি আশকারী মাইনাস লিখ! (এই ব্লগের একমাত্র ১৮- ব্লগার)

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৯

এ্যাপোলো৯০ বলেছেন: ঐ মিয়া। এমুন কোরো কেনো???? ওরা অনেক গরীব ছিলো তাই জামাকাপড় নাই এইডা কি আমার দুষ ????

৪| ১৪ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:
২য় ভাললাগা পোষ্ট প্রিয়তে নিলাম। +++

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫২

এ্যাপোলো৯০ বলেছেন: থ্যাংকু ভাইয়া :)

৫| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:০৩

আশিক মাসুম বলেছেন: অস্তাগফিরুল্লাহ !! কই আইলাম আমি :)

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৫

এ্যাপোলো৯০ বলেছেন: তুমার লগে কথা নাই। তুমি নাকি সবাই কে দাওয়াত দিছিলা মাগার আমারে ডাকো নাই তাই আমি তুম্রার লগে রাগ করছি

৬| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৭

ঘুড্ডির পাইলট বলেছেন: গ্রিক মিথ ভালো লাগে । :)

















শেষের ফডুডা তুলছে কিডা ? B:-)

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৩

এ্যাপোলো৯০ বলেছেন: শেষের ফডুটাতো তুমিই তুলছিলা

৭| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২

আশিক মাসুম বলেছেন: ওরে আল্লাহ্‌ কয় কিরে উল্টা রাগ ??? মজা করেন না?? রাগ তো আমার হওয়ার কথা। কারন আমি ব্লগে পোষ্ট দিয়া দাওয়াত দিসি সবাইরে। এই যে প্রমান


রাগ তো আমি করুম তুমি আসনাই কেন????? X( X( X( X( X( X( X( X( X(

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৪

এ্যাপোলো৯০ বলেছেন: আমি ইস্পিশাল গেস্ট,আম্রে ইস্পিশালি ইনভাইট করবা নইলে আসুম না :) ;)

৮| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০০

একজন আরমান বলেছেন:
হালায় দেহি একটা সাইকো আছিলো। সকল পুরুষ মানেই নারীবাদী। ;)


আর তুমি এইগুলা কি সব ছবি দিছো? আমার তো ...
লজ্জা লাগতেছে। :!> :!> :#> ;)

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৬

এ্যাপোলো৯০ বলেছেন: দেখো এইগুলো ঠিক না, আমি যখন ট্রয়ের গল্প শুরু করেছিলাম তখন সবাই বলছে যে মিথে ছবি না দিলে ভালো লাগে না,আর মিথ ছবি সবই এমন,আমি কি করবো। এমন করলে কিন্তু আমি মিথ লেখা বন্ধ করে দিবো

৯| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩১

জাকারিয়া মুবিন বলেছেন:
মাইয়ার লজ্জা কম!! ;) ;)

পোস্ট ভাল হইসে।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:২১

এ্যাপোলো৯০ বলেছেন: আমার যথেষ্ট লজ্জা আছে, আপ্নাগো লাইগ্যা দিছি এইগুলান X( X( X( যাগো লাইগ্যা করি চুরি হেরাই কয় চুর :(

১০| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৬

কালীদাস বলেছেন: ++++++++++

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩০

এ্যাপোলো৯০ বলেছেন: কালিদাসের কবে জানি ল্যান্ডিং ডে গেছে ?? একটু জানাইলোও না। কেউ ামার কথা মনে করে না। নোবডি লাভয মিহ :(

১১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪১

অদ্বিতীয়া আমি বলেছেন: না আপু মিথ লেখা বন্ধ করো না , মিথ পড়তে ভাল লাগে । :)
এই গল্প টা আগেও পড়েছি , কিন্তু মিথ বারবার পড়তে বিরক্ত লাগেনা ।+++

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৮

এ্যাপোলো৯০ বলেছেন: কি যে বলো না তুমি, মিথ বন্ধ করলে আমি লিখবো কি নিয়ে ???? আমি তো আর তোমাদের মত সুন্দর করে কবিতা বা গল্প লিখতে পারি না। আমি তো আরমানের সাঠে একটু পার্ট নিলাম এই আর কি।খবরদার আরমানকে আবার বলে দিও না যেনো।হাইলি কনফিডেনশিয়াল ;)

১২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৩

একজন আরমান বলেছেন:
আরে তুমি এইটা কি বললা?
বন্ধ করবা কেন?
একটু মজা করলাম?
কেন তোমার সাথে কি একটু মজাও করতে পারবো না? :!> :!> :#> ;)

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৫

এ্যাপোলো৯০ বলেছেন: :-< |-) :-< |-) :-< |-) :-< |-) :-< |-)

১৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:০০

অদ্বিতীয়া আমি বলেছেন: না না, আপু আমি কিন্তু একজন আরমান কে কিছুই বলি নাই । ;) ;) :P :P




আমি গল্প কবিতা , মিথ কিছুই লিখতে পারি না । :)


১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৮

এ্যাপোলো৯০ বলেছেন: তাই নাকি??? থাক এত বিনয়ী হতে হবে না :)

১৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৪

একজন আরমান বলেছেন:
তোমার ঘুম পাচ্ছে কেন?
টায়ার্ড নাকি? ;) ;) ;)

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৯

এ্যাপোলো৯০ বলেছেন: আরেহ না, গতকাল ৫ টা সেট্রিজিন খেয়েছিলাম।ঐটার সাইড ইফেক্ট :-< :-<

১৫| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

আশিক মাসুম বলেছেন: অক্কে ১৭ তারিখে চলে আসো শাহবাগ, স্পেশাল দাওয়াত। তোমার জন্য ফুচকা আর চটপটি সারাদিন ফ্রি:)

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:১২

এ্যাপোলো৯০ বলেছেন: কাল !!!!!!!!!!!!! আমি দেখি,ঠিক সিউর না। কে কে আসবে ??

১৬| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২০

নূরূল ইমরান বলেছেন: চাইর বছর সাইপ্রাস আছিলাম, গ্যালাতিয়ারে দেখবার পারলাম না।

মনটায় আমার চায়না থাকতে এই দেশে হায় গো, প্রিয় নবী হযরত (সা:) আমার সোনার মদীনায় গো।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৪

এ্যাপোলো৯০ বলেছেন: গ্যালাতিয়া কি সাইপ্রাসে আছিলো নাকি !!!

কিরাম আছিস?? তোর সাথে তো দেখাই করা হইতেছে না।

১৭| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩

ইখতামিন বলেছেন:
অসম্ভব ভালো গল্প.
খুব ভালো লাগলো.

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৫

এ্যাপোলো৯০ বলেছেন: থ্যাংকু :) আবার আসবেন :P :P :P

১৮| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৫

আশিক মাসুম বলেছেন: সবাই আসবে।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৪

এ্যাপোলো৯০ বলেছেন: কখন, কোথায় ডিটেইলস জানাও এখুনি

১৯| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৩

রাফসান আরিফ বলেছেন: ভালো লাগলো

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৮

এ্যাপোলো৯০ বলেছেন: আপ্নাকে ধন্যবাদ

২০| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৪

আশিক মাসুম বলেছেন: ১২ টার দিকে সবাই শাহবাগ ছবির হাতে থাকবে।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫০

এ্যাপোলো৯০ বলেছেন: এজ য়্যু নো আই এম ভি.আই.পি সো আমি একা একা আসবো না। তুমি নাকি আমাকে পিক করে নিয়ে যাবা বলছো??? ;)

২১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:০০

আশিক মাসুম বলেছেন: কয় কিরে আমার বাইক নাই :(

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮

এ্যাপোলো৯০ বলেছেন: বাইক !!!!!!!!!!!!!!! না না না আমি বাইকে উঠবো না। আমার ভয় লাগে।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৯

এ্যাপোলো৯০ বলেছেন: তোমাকে ডাকি,আসোনা কেনো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.