![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে পাগলী ভাবতে ভালো লাগে।নিজেকে পাগলী প্রতিষ্ঠিত করার জন্যই বোধহয় সহজে মানুষ কে বিশ্বাস করি।সবাইকে কাছে টানি।সবার কাছ থেকে বাঁশও খাই।তবুও আমি পাগলী ছিলাম,আছি ইনশআল্লাহ থাকবো
টিনটিনকে বলেছিলাম তার সাথে তিন গোয়েন্দা বইয়ের পাল্লা দিবো সে ছবি তুলে দিছে, আমি লিস্ট করে দিলাম। এক ঢিলে দুই পাখি মারা হবে। টিনটিনের সাথে পাল্লাও হবে আর আমার বইয়ের একটা তালিকাও করা হবে।
ভলিউম ১ প্রথম খন্ড ( তিন গোয়েন্দা, কন্কাল দ্বীপ, রূপালী মাকড়সা)
ভলিউম ২ দ্বিতীয় খন্ড ( ছায়াশ্বাপদ, মমি, রত্নদানো)
ভলিউম ২ প্রথম খন্ড ( প্রেতসাধনা, রক্তচক্ষু, সগরসৈকত)
ভলিউম ২ দ্বিতীয় খন্ড ( জলদস্যুর দ্বীপ ১ ,২ , সবুজ ভুত)
ভলিউম ৩ প্রথম খন্ড (হারানো তিমি, মুক্তোশিকারী, মৃত্যুখনি)
ভলিউম ৩ দ্বিতীয় খন্ড (কাকাতুয়া রহস্য, ছুটি, ভূতের হাসি)
ভলিউম ৪ প্রথম খন্ড ( ছিনতাই, ভীষণ অরণ্য ১ , ২ )
ভলিউম ৪ দিতীয় খন্ড (ড্রাগন, হারানো উপতক্যা, গুহামানব)
ভলিউম ৭ ( পুরানো শত্রু, বোম্বেটে, ভূতূড়ে সুড়ঙ্গ)
ভলিউম ১০ (বাক্সটা প্রয়োজন, খোড়া গোয়েন্দা, অথৈ সাগর ১ )
ভলিউম ১১ ( অথৈ সাগর ২, বুদ্ধির ঝিলিক, গোলাপী মুক্তো) (এই বই টা দুইবার আছে )
ভলিউম ১২ ( প্রজাপতির খামার, পাগল সংঘ, ভাঙা ঘোড়া)
ভলিউম ১৪ ( পায়ের ছাপ, তেপান্তর, সিংহের গর্জন)
ভলিউম ১৫ (পুরানো ভুত, জাদুচক্র, গাড়ীর জাদুকর)
ভলিউম ১৬ ( প্রাচীন মূর্তি, নিশাচর, দক্ষিনের দ্বীপ)
ভলিউম ১৭ (ঈশ্বরের অশ্রু, নকল কিশোর, তিন পিশাচ)
ভলিউম ১৮ ( খাবারে বিষ, ওয়ার্নিং বেল, অবাক কান্ড)
ভলিউম ২০ ( খুন, স্পেনের জাদুকর, বানরের মুখোশ)
ভলিউম ২১ ( ধুসর মেরু, কালো হাত, মূর্তির হুংকার)
ভলিউম ২২ ( চিতা নিরুদ্দেশ, অভিনয়, আলোর সংকেত)
ভলিউম ২৭ ( ঐতিহাসিক দুর্গ, রাতের আঁধারে, তুষার বন্দি)
ভলিউম ৩২ ( প্রেতের ছায়া, রাত্রি ভয়ংকর, খেপা কিশোর)
ভলিউম ৩৩ ( শয়তানের থাবা, পতঙ্গ ব্যবসা, জাল নোট)
ভলিউম ৩৭ ( ভোরের পিশাচ, গ্রেট কিশোরিয়াসো, নিখোঁজ সংবাদ)
ভলিউম ৩৯ ( বিষের ভয়, জলদস্যুর মোহোর, চাঁদের ছায়া)
ভলিউম ৪২ (এখানেও ঝামেলা, দুর্গম কারাগার, ডাকাত সর্দার)
ভলিউম ৫৩ (মাছেরা সাবধান, সীমান্তে সংঘাত, মরুভুমির আতংক)
ভলিউম ৬৪ (মায়াপথ, হীরার কার্তুজ, ড্রাকুলা দুর্গে তিন গোয়েন্দা)
ভলিউম ৬৫ ( বিড়ালের অপরাধ, রহস্যভেদী তিন গোয়েন্দা, ফেরাউনের কবরে)
ভলিউম ৬৬ ( পাথরে বন্দী, গোয়েন্দা রোবোট, কালো পিশাচ)
ভলিউম ৬৭ (ভূতের গাড়ী, হারানো কুকুর, গিরিগুহার আতংক)
ভলিউম ৬৮ (টেরির দানো, বাবলি বাহিনী, শুটকি গোয়েন্দা)
মঞ্চভীতি
তিন বিঘা
ছদ্মবেশী গোয়েন্দা
জবরদখল
গেল কোথায়
কিশোর জাদুকর
নিষিদ্ধ এলাকা
প্রত্নসন্ধান
মানুষ ছিনতাই
সোনার খোজে
বাংলাদেশ থেকে আলাস্কা
হিমছড়ির দানব
বাংলাদেশে নতুন হেডকোয়ার্টার
আমি তিন গোয়েন্দা পড়া শুরু করেছি ক্লাস থ্রী থেকে এবং তিন গোয়েন্দা দিয়ে আমার বই পড়ার যাত্রা শুরু বলা যায়। প্রথম বই ছিলো " পুরানো কামান"
তখন আমার বড়আপু বই কিনতো। বই পড়তে অনেক ভালো লাগতো কিন্তু বইয়ের মর্যাদা বুঝতাম না। আমার বড়আপুর এক বন্ধুকে আমি প্রায় ৫০ টার মত বই এমনি দিয়ে দিয়েছিলাম
এছাড়াও যারা বই চাইতো এমনি দিয়ে দিতাম,কখনো ফেরত নেইনি। এখন খুব কষ্ট লাগে, এখানে যত বই তার বেশিরভাগই পরে নিজে কিনেছি। এখন কাউকে বই দেওয়া তো দূরের কথা আমার বইয়ের দিকে তাকাতেও দেই না।
আপাতত তিন গোয়েন্দা কালেক্শন দিলাম। এরপর অন্য কালেক্শন দিবো
২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৩
এ্যাপোলো৯০ বলেছেন: রকিব হাসান তিন গোয়েন্দা লেখা ছেড়ে দেবার পর আর কোনো বই কিনিনি, ইনফ্যাক্ট উনি যখন চিলার লেখা শুরু করলেন তখন থেকেই তিন গোয়েন্দার সাথে আমার সম্পর্কের ভাটা। এখানকার ৮৫ % বই লাস্ট ৩ বছরে কিনেছি,সব বই পড়েছি অনেক আগেই এখন শুধু সংগ্রহে রাখা
২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫১
একাকী বালক বলেছেন: ভলিউম ১ প্রথম খন্ড ( তিন গোয়েন্দা, কন্কাল দ্বীপ, রূপালী মাকড়সা)
ভলিউম ২ দ্বিতীয় খন্ড ( ছায়াশ্বাপদ, মমি, রত্নদানো)
>>>> আহ আমার সেই সদ্য কিশোর হবার দিনগুলো। ভলিউম ১ কিনছিলাম। একসাথে ৬ টা ছিল। ১৯৯৫ এ মনে হয়। নীলক্ষেতের পুরান বইয়ের ওখানে পাইছিলাম।
২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৫
এ্যাপোলো৯০ বলেছেন: আহা, নস্টালজিক হয়ে গেলেন মনে হয়
৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৭
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: রকিব দা লেখা ছাড়ার পর আমিও আর পড়ি না । কাজি আনোয়ার হোসেন সিরিজটাকে ছ্যাড়াব্যাড়া করে দিছেন এক্কেরে ।
রকিবদার সব গুলা বই আছে । কাজি সাবের দুই একটা লেখা ভালো । সে গুলা আছে । জোম্বি , টাইম ট্রাভেল , ট্রি হাউজ , ভুত প্রেত , এলিয়েন টাইপ বই গুলা পড়ি নাই । হুদাই :/ তিন গোয়ন্দারে যে কি বানাইছে
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:০২
এ্যাপোলো৯০ বলেছেন: রকিব হাসানের আরো অনেক বই ছিলো যেমন মায়া নেকড়ে, ভ্যাম্পায়ারের কিছু বই, ফ্রাংকেস্টাইন...........সব মানুষকে দিয়ে দিছি
৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৮
সাইফ সানি বলেছেন: লেখক বলেছেন: রকিব হাসান তিন গোয়েন্দা লেখা ছেড়ে দেবার পর আর কোনো বই কিনিনি।
আমি কিনিওনি, পড়িওনি।
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৩
এ্যাপোলো৯০ বলেছেন: তিন গোয়েন্দা কখনো পড়েননি ?????
৫| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৯
ঘুড্ডির পাইলট বলেছেন: লিস্ট ভুয়া হইতারে কিন্তু ছবি দিলে বুজতে হবে কালেকশন জেনুইন । সব গুলার কভার পেইজ ইসকান কইরা দাও ।
আমার একটা ইসকানার আচে , প্রতি পেইজ ৫ টেকা ইসকান করি ।
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৭
এ্যাপোলো৯০ বলেছেন: লিস্ট ভুয়া করতে চাইলে আরো ১০০ টা বইয়ের নাম দিতাম
ছবি আমি পরে দিবো।
তুমার ইসকানারের জেনারশন কিলাই আমি। আমারে ভুয়া কইতে চাও তুমি,কত্ত বড্ড সাহস
৬| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:১২
টিনটিন` বলেছেন: ঘুড্ডির পাইলটের সাথে এক্কেরে একমত।
আপনার যথেষ্ট কালেকশান আছে। অনেকরেই নাই। বেশ কিছুদিন আগে আমার এক বন্ধু একজনের কাছ থেকে প্রতি বই ২ টাকা করে সম্পূর্ণ কুয়াশা সিরিজ কিনেছে। আমি যদি পাইতাম!
টাইম ট্রাভেল ঠিক আছে কিন্তু ট্রি হাউস জাতীয় গল্পগুলো আসার পরে রীতিমত বিরক্ত লাগে তবুও কিনেছি বেশ কিছু। গত ২ মাস ধরে কেনা হয়না।
আমার ১ম পড়া তিন গোয়েন্দা "বেগুনী জলদস্যু।"
ছবি তুলে দিলেননা কেন?
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৯
এ্যাপোলো৯০ বলেছেন: আজিব, আমি তো বলেছিই যে ছবি দিবো, কিন্তু একটু দেরী হবে,সম্ভবত কাল রাতে দিবো। এত অধৈর্য হও কেনো?
প্রতি বই ২ টাকা !!!!!!! আই উইশ, আমি এমন কাউকে পেতাম আমি তো ফ্রী ই দিয়ে দিয়েছি
বেগুনী জলদস্যু যে ভলিউমে আছে ঐটাও আমার ছিলো
২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:২২
এ্যাপোলো৯০ বলেছেন: লও ফুডু দিছি
৭| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৩
টিনটিন` বলেছেন: ১ম প্লাস।
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:২০
এ্যাপোলো৯০ বলেছেন: থ্যাংকু
৮| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কপাল আমার এখন আগের অবস্থায় থাকলে কয়টা বই চাইতাম..অথচ এখন কাউকে বই দেখতেই দেয়া হচ্ছে না ।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:০০
এ্যাপোলো৯০ বলেছেন: খবরদার , ভুলেও বই চাইবানা, পারলে আমাকে কিছু দিয়ে যাও
৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৩
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ১ থেকে ৫১ পর্যন্ত সবগুলাই মাশাআল্লাহ যত্ন করেই সংগ্রহ করসি।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩১
এ্যাপোলো৯০ বলেছেন: শুইন্যা ভালা লাগতেছে, কিছু মারতে পারলে আরো ভালা লাগতো
১০| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৭
স্বপনবাজ বলেছেন: ভালো !
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
এ্যাপোলো৯০ বলেছেন: হাই, কেমন আছো তুমি? সবখানে এসে ঘুরে যাও কিন্তু আমার এখানেই পাই না, ভালো
১১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৭
ঘুড্ডির পাইলট বলেছেন: আমারে দিয়া ইসকান না করাইলে বুজুম নেট থিকা ছবি ডাউলোডাইয়া পোষ্ট দিচো !
কয়ছি তো এক পেইজ ৫ টেকা ইসকান কইরা দিমুনে । আইচ্চা যাও ২০ টা পেইজ ফ্রি কইরা দিমুনে ।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৬
এ্যাপোলো৯০ বলেছেন: হাহ্ যাও ভাগো।
এক পেইজ বলে ৫ টাকা, দুর হ হতভাগা।
১২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আমাকে এই সব গুলো পড়তে দিবা ??
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
এ্যাপোলো৯০ বলেছেন: :!> :!> :!>তোমাকে কিভাবে মানা করি বলো :!> :!> :!> :!>
কিন্তু ফেরত যোগ্য
১৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৯
জাকারিয়া মুবিন বলেছেন:
আমার কাসেও ছিল। এক ছেমড়ায় পড়তে নিয়া আর ফেরত দেয়নাই। ১৫০ এর মত ছিল।
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:২২
এ্যাপোলো৯০ বলেছেন: আহা, বাকি আছে আর কিছু??? তাইলে আম্রেও পড়তে দিয়েন
১৪| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩০
শাকিল ১৭০৫ বলেছেন: আমার কালেকশন এর ৭০ খানা আমি আমার বাড়ীর পাশে এক পাঠাগার এ দিয়া দিছিলাম
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৮
এ্যাপোলো৯০ বলেছেন: আমি কি দোষ করছিলাম ????
১৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:০০
অদ্বিতীয়া আমি বলেছেন: আমারও পড়া প্রথম তিন গোয়েন্দা ছিলো " পুরানো কামান" । ৬০ পর্যন্ত ভলিউম সবই ছিল কিন্তু এখন অনেক গুলো হারিয়ে গিয়েছে ।
রকিব হাসান এর পর কয়েকটা বই পড়ছিলাম । চরম বিরক্তিকর লাগছে ।
অন্য বইয়ের কালেক্শন দেখার অপেক্ষা করলাম ।
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৩
এ্যাপোলো৯০ বলেছেন: হুম, কি কি সব অন্য গ্রহের প্রানী, নিজেকে রুপান্তরিত করার ক্ষমতা, বিশাল পেইনফুল ছিলো ওসব।
অপেক্ষা করেন, আসছে
১৬| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:১২
সাইফ সানি বলেছেন: আমি রকিব হাসানের লেখা বই গুলো পড়েছি। উনি তিন গোয়েন্দা লেখা ছেড়ে দেয়ার পর আর পড়িনি।
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৭
এ্যাপোলো৯০ বলেছেন: ওহ !!!! দুঃখিত , আমি অতিব বোকা সোকা মেয়ে তাই প্রথমে বুঝিনি। নিজ গুনে ক্ষমা করবেন
১৭| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:১৪
শাকিল ১৭০৫ বলেছেন: আপনারে তহন পাইলে দিয়া দিতাম
কিন্তু কি আর করা :-&
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৭
এ্যাপোলো৯০ বলেছেন: এহন নয়া কিন্যা দেন
১৮| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:২৮
আশিক মাসুম বলেছেন: না দিলে নাম দেইখা কি করুম? ধুইয়া পানি খাইতাম???
২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৮
এ্যাপোলো৯০ বলেছেন: না ধুইয়্যাও খাইতে পারো। সমস্যা নেই
১৯| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১২
কালোপরী বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন: লিস্ট ভুয়া হইতারে কিন্তু ছবি দিলে বুজতে হবে কালেকশন জেনুইন । সব গুলার কভার পেইজ ইসকান কইরা দাও ।
২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৪
এ্যাপোলো৯০ বলেছেন: ফুডু দিছি। আর একটা কথাও কইবা ফুডু লইয়া
বাসায় দাওয়াত বই দেখার জন্য (জাস্ট দেখার জন্য )
২০| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩
শাকিল ১৭০৫ বলেছেন: কালোপরী বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন: লিস্ট ভুয়া হইতারে কিন্তু ছবি দিলে বুজতে হবে কালেকশন জেনুইন । সব গুলার কভার পেইজ ইসকান কইরা দাও ।
নাও ঠ্যালা
২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৪
এ্যাপোলো৯০ বলেছেন: ফুডু দিছি। আর একটা কথাও কইবা ফুডু লইয়া
বাসায় দাওয়াত বই দেখার জন্য (জাস্ট দেখার জন্য )
২১| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪
স্বপনবাজ বলেছেন: আসলাম তো !!!!
২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৫
এ্যাপোলো৯০ বলেছেন: দেখলাম তো !!!!
২২| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭
ঘুড্ডির পাইলট বলেছেন:
মাইরালা আম্রে মাইরালা
নিজের গলা নিজে চাইপ্পা ধইরা মইরা যা !
২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৫
এ্যাপোলো৯০ বলেছেন: ফুডু দিছি। আর একটা কথাও কইবা ফুডু লইয়া
বাসায় দাওয়াত বই দেখার জন্য (জাস্ট দেখার জন্য )
২৩| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭
s r jony বলেছেন: ধুর ছাই,
ভাবলাম তুমি পিডিএফ লিংক দিবা। আমি ডাউনলোড কইরা পুরুম।
২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৭
এ্যাপোলো৯০ বলেছেন: সরি, আমি যে পি.ডি.এফ বই পড়ি না। আমি জেনুইন কাগজের বই পড়ি যেটা চাইলে আমি ওয়াশরুমেও নিয়ে যেতে পারি কিংবা বাসে পড়তে পারি
২৪| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১০
পারভেজ বলেছেন: আমার গুলান চুরি হইছে :-( :-(
অখন ৫০ টার মতন আছে। লিষ্টি নিয়া নীলখেত যামু বাকিগুলান কিনবার জন্য।
২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৭
এ্যাপোলো৯০ বলেছেন: হায়রে,,,,,,,,,,,,,,,,,,,,,,, আমি কেনো সেই চোর হতে পারলাম না
২৫| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭
সাইফ সানি বলেছেন: আচ্ছা যান, ক্ষমা করে দিলাম। ভালো থাকবেন।
২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৮
এ্যাপোলো৯০ বলেছেন: ধন্যবাদ।
আপনিও ভালো থাকবেন
২৬| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৭
স্বপনবাজ বলেছেন: আমার বাড়িতে তো আপনার পায়ের ধুলাই পরেনা !
দাওয়াত থাকলো !
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:২২
এ্যাপোলো৯০ বলেছেন: বুঝতে হবে, আমাকে দাওয়াত না দিলে আমি যাই না
অনুসরন করে রাখলাম। এর পরে উকি দিবো
২৭| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: jokhon free boi bili korben akto janaben
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
এ্যাপোলো৯০ বলেছেন: জ্বি না স্যার, ঐদিন আর নাই, দিন বদলাইছে।
২৮| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:৪২
টিনটিন` বলেছেন: ভলিউম ২৫ দেখি আপনার কাছেও নাই। আমার কাছেও নাই।
ভলিঃ ২৫ এর তিনটা গল্পই আমার খুব পছন্দের। কিন্তু মার্কেট আউট।
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪
এ্যাপোলো৯০ বলেছেন: কি কি গল্প জানি ছিলো???
২৯| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৪
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: তিন গোয়েন্দা প্রিয়।
পোস্ট প্রিয়তে
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৫
এ্যাপোলো৯০ বলেছেন: এমন একটা পোস্ট কারো প্রিয়তে যেতে পারে ভাবিইনি। অনেক ধন্যবাদ
৩০| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩১
শাকিল ১৭০৫ বলেছেন: বই দিবেন নি তাইলে আইতে পারি
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬
এ্যাপোলো৯০ বলেছেন: জ্বি নাহ। বলছিই তো জাস্ট দেখার জন্য , তাও ভালো নজরে দেখা, কুনজর দিলে মাইর্যা ফালামু
৩১| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
তাহলে কবে আসব বল ?
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮
এ্যাপোলো৯০ বলেছেন: তোমার জন্য আমার বাসার দরজা তো সবসময়ই খোলা
৩২| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
নানা দরজা খুলে রেখ না চোর এসে সব বই চুরি করে নিয়ে যেতে পারে।
২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
এ্যাপোলো৯০ বলেছেন: তাও ঠিক, ওকে তোমার জন্য চোরা দরজা খোলা
৩৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৭
কালীদাস বলেছেন: ক্লাশ এইট পর্যন্ত ধুমসে পড়েছি, এই বইগুলা পড়েই চোখের বারোটা বাজিয়েছি ৯৭/৯৮ এর পর দেখলাম লেখার ধরণ কেমন জানি চেন্জ হয়ে যাচ্ছে (আমেরিকান সস্তা ভুত/পেরত/জোম্বি এগুলার উপদ্রব ভাল লাগেনি, আড়স্ট মনে হত বইগুলোর প্রেজেন্টেশনকে), আর আজকে জানলাম রকিব হাসান আর লেখে না।
বাইদ্যাওয়ে, আনোয়ার হোসেন নিজেও এখন লেখেন না, এনোনিমাস লোকজন লেখে বই ছাপানো হয় আনোয়ার হোসেনের নামে। মাসুদ রানা সিরিজেরও যে কারণে এখন বেহাল দশা।
ওয়ার্ল্ড স্টপড এট নাইটিস.....ট্রু
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৩
এ্যাপোলো৯০ বলেছেন: আমি ৯৬ থেকে শুরু করেছিলাম, আমিও মনে হয় এই বই পড়েই চোখের বারোটা বাজিয়েছি।
রকিব হাসান ছেড়েছেন তাও অনেকদিন হলো।
মাসুদ রানা ঠেকায় পরে কিছু বই পড়েছিলাম। কেনো জানি ভালো লাগে না।
ওয়ার্ল্ড স্টপড এট নাইটিস ............ বুঝাতে চাইলেন কি?
৩৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৪
সেলিম আনোয়ার বলেছেন: আমার জেলে বেলা
৩৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৫১
টিনটিন` বলেছেন: জিনার সেই দ্বিপ, গুপ্তচর ব্যাবসা, কুকুরখেকো ডায়নী (শেষটার নামটা হাস্যকর হলেও গল্পটা মনে হয় ভালোই ছিল-যতদূর মনে পড়ে।)
২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:১০
এ্যাপোলো৯০ বলেছেন: হুমম, পড়েছিলাম। বইটা খুজেছি অনেক কিন্তু পাই না।
৩৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন!। ছবি না দিলে আমি কইতাম, চাপা! বই এর নাম কপি কইরা দিসে!
২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৩
এ্যাপোলো৯০ বলেছেন: ছিঃ তুমি এমন ভাবো আমাকে !
৩৭| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৮
সেলিম আনোয়ার বলেছেন: পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আপনি কাকে সবচেয়ে যোগ্য মনে করেন?
২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩২
এ্যাপোলো৯০ বলেছেন: আমাকে আস্ক করছেন?? আমার বিন্দু মাত্র ধারনা নেই দেশের পলিটিকাল ব্যাপারে। ওরা আসে যায় কিন্তু আামদের আদৌ কোনো লাভ তো হয় না ।
৩৮| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮
নোবিতা রিফু বলেছেন: আমার কাছে ভলিউম ১৫৭ পর্যন্ত সব আছে, কয়েকটা তো আবার দুইতিনটা করেও আছে...
শেষের কয়েকটা ভলিউমে আবার রকিব হাসান লেখা শুরু করেছে, কিন্তু পুরানো সেই ফ্লেভারটা আর পাই না...
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৩
এ্যাপোলো৯০ বলেছেন: আমার আগের বই গুলোই ভালো লাগে। এখনো পড়ি, কিন্তু আগের বই গুলোই জাস্ট রিভিশন দেই
বড় হইছি তো তাই বড় বড় বই পড়ি, লাইক সমরেশ মজুমদার,বুদ্ধদেব ইত্যাদি
৩৯| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৭
সেলিম আনোয়ার বলেছেন: আমাকে একটা বউ সরি বই দেয়া যাবে ফ্রি?
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:১৮
এ্যাপোলো৯০ বলেছেন: মানে কি ?
৪০| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৮
নোবিতা রিফু বলেছেন: আমিও বড় হইছি, তাই বড় বড় বই পড়ি... মাসুদ রানা...
৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫২
এ্যাপোলো৯০ বলেছেন: বুঝছি, তুমি কত বড় হইছ
৪১| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:০০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সব পড়ছি ...............
এখন আর পড়ার টাইম পাই না।
০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:২৩
এ্যাপোলো৯০ বলেছেন: বই পড়ার জন্য আমার সময়ের অভাব হবে না কখনো ইনশাআল্লাহ
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫১
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: আমার কাছে ৩২৫ টা তিন গোয়েন্দা বই আছে
