![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে পাগলী ভাবতে ভালো লাগে।নিজেকে পাগলী প্রতিষ্ঠিত করার জন্যই বোধহয় সহজে মানুষ কে বিশ্বাস করি।সবাইকে কাছে টানি।সবার কাছ থেকে বাঁশও খাই।তবুও আমি পাগলী ছিলাম,আছি ইনশআল্লাহ থাকবো
সুখে থাকতে ভুতে কিলায় বলে যে একটা কথা আছে সেটা এই মূহুর্তে তনুর কাজকর্ম দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। বেশ ভালোই ছিলো মেয়েটা। একা ছিলো, যদিও চারিপাশে দুধের মাছির অভাব ছিলো না। আজ একজনের সাথে কাল অন্যজনের সাথে কথা বলে ওর দিন কেটে যেত। কোথাও স্থিতু হতে পারতো না মেয়েটা। কারো সাথে বেশিদিন কথাও বলতে পারতো না। অনেকেই ওকে টাঙ্কিবাজ মেয়ে আখ্যা দেবার পরেও ও ওর স্বভাব পরিবর্তন করেনি। ওর এক্টাই কথা, যা করি জানিয়েই তো করি, কারো মন নিয়ে খেলা তো আর করি না। কাউকে আশা দেখিয়ে আশাহত করি না, কারো সামনে মুলা ঝুলাই না।
**মেয়েটা এমন ছিলো না। নিপাট লক্ষি, নিস্পাপ একটা মেয়ে ছিলো। অন্য ১০টা মেয়ের মতই স্বপ্ন দেখতো। স্বপ্নে বিভোর থাকতো। হঠাত করেই প্রেমে পড়লো। অন্ধ প্রেম।রায়হান ছেলেটা ভালো না। ওকে ভোগের বস্তু হিসেবেই দেখতো তবুও তনু ছেলেটাকে পাগলের মত ভালোবাসতো। ছেলেটার প্রতিটা কথা মানার চেষ্টা করতো। ওর অন্য বান্ধবীরা যেখানে সারাক্ষন তাদের বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করতো ও তখন রায়হান এর জন্য উদিগ্ন থাকতো।রায়হানের ফোন বন্ধ !! রায়হান ভালো আছে তো? দুর্ঘটনা ঘটেনি তো কোনো? অন্যদের বয়ফ্রেন্ডরা প্রতি মাসে ঢাকা থেকে দেখা করতে আসতো কিন্তু রায়হান আসতো না। এভাবে করেই ২ বছর পার করে দিলো। এর পর হঠাত করেই তনুর ঢাকা আসা ঠিক হলো। মেয়েটা খুশিতে আতঃহারা। যাক বাবা, এতদিনে ভালো করে রায়হানকে দেখবো, ঘুরবো ফিরবো। কিন্তু,,,,,,,,,,,,, না, রায়হান ওকে সময়ই দেয় না। এর মাঝে ও রায়হানদের ক্যাম্পাসে গিয়ে দেখে রায়হান অন্য একটি মেয়ের কোমর জড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তবুও তনু রায়হানকে কিছু বলেনি। পাগল ছিলো মেয়েটা।
একদিন রায়হান তনুকে বের হতে বল্লো। ওদের দেখা হলে রায়হান ওকে বল্লো যে ও তনুকে ওর খালার সাথে পরিচয় করিয়ে দিবে। তনু সরল বিশ্বাসে খালার বাসায় গেলো। গিয়ে দেখে সে বাসায় কেউ নেই। ওখানে যাবার পরেই রায়হানের আচরনের পরিবর্তন হয়ে গেলো, সে তনুর সাথে জোর করা শুরু করলো। মেয়েটা ভালোবাসায় অন্ধ হলেও নিজের বিবেক বিসর্জন দেয়নি। তাই মেয়েটা অনেক কষ্ট করে নিজেকে পবিত্র রাখতে পেরেছিলো। কিন্তু পবিত্রতার দাম দিতে হয়ে ছিলো ভালোবাসা দিয়ে। এই ঘটনার পর রায়হান তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।
পাগল মেয়েটা যদিও এর পরে আরো ৩ বছর ধরে রায়হান পিছনে ঘুরেছে। প্রতিটা নির্ঘুম রাত চোখের জলকে সঙ্গী করে কাটিয়েছে ৩ টি বছর। অতঃপর তার ধারনা হলো আসলে ফিজিক টাই সব কিছু, এইসব ইমোশন, ফিলিং কিছুই না। নিজের পবিত্র দেহের প্রতিই তার ঘৃনা জন্মে গেলো। পালটে গেলো তার দৃষ্টিভঙ্গি। শুরু হলো অন্যভাবে পথ চলা।
( এইটা কি লিখছি নিজেই জানি না কিন্তু আর লিখবো না)
২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪২
এ্যাপোলো৯০ বলেছেন: মানুষ আসলে বোঝে না কে মূল্য দিতে পারবে আর কে পারবে না। আমি এটার সাথে কো রিলেট আর একটা লেখা দিবো ইন শা আল্লাহ। দোয়া করবেন।
আর ভালোলাগার জন্য অসম্ভব ধন্যবাদ।
২| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৩
অর্থনীতিবিদ বলেছেন: লেখার সাথে ইমেজগুলো দারুন সামঞ্জস্যপূর্ণ হয়েছে। তনুর মতো একটি ভাল মেয়ের এমন পরিণতি দেখে দারুন দুঃখ পেলাম। রায়হান একটি লম্পট সেজন্য তনুকেও কি সে পথ অনুসরণ করতে হবে? ঘটনাগুলো মনে দাগ কেটে গেল। এর অর্থ আপনার লেখনী শক্তি চমৎকার। ভাললাগা জানিয়ে গেলাম।
২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৬
এ্যাপোলো৯০ বলেছেন: ইমেজ গুলো কয়েক বছর আগে থেকেই আমার কাছে ছিলো। কিভাবে জানি খুব সুন্দর করে লেখার সাথে ম্যাচ করে গেলো !!
"তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হবো না কেনো" এই নীতি অনেকের পক্ষেই মানা সম্ভব হয় না। আর তনু মানষিক ভাবে দুর্বল ছিলো। তাই হয়তো নিজেকে ধরে রাখতে পারে নি।
আপনার ভালোলাগার জন্য অনেক ধন্যবাদ।
৩| ২৮ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:১৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: অনেক কষ্ট লাগলো। ভালোবাসার মুল্য এমনটা হওয়া উচিত নয়।
মিল খুজে পেলাম। সত্যি কষ্টের।
২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৮
এ্যাপোলো৯০ বলেছেন: ভালোবাসার মুল্য যে আসলে কেমন হওয়া উচিত আমি বুঝি না
মিল খুজে পেলে
রায়হানের সাথে নাকি ??
৪| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: না , মনে হল তনু মেয়েটা চেনা :/
২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৩
এ্যাপোলো৯০ বলেছেন: ওয়াও, তাই নাকি ??? বেশ
অনেকের কাছে চেনা মনে হতে পারে, তনু কারো না কারো বাস্তব জীবনের প্রতিচ্ছবি।
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪০
এ্যাপোলো৯০ বলেছেন: আগের ফেবু অফ, মনে হয় তুমিও অফ, যদি অন হও তাহলে আমার নতুনটায় এ্যাড হয়ে যেতে পারো। লিঙ্ক এখানকার প্রোফাইলে পেয়ে যাবা।
৫| ২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫২
আমিনুর রহমান বলেছেন:
২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
এ্যাপোলো৯০ বলেছেন: ওমা, ভাইয়া ? কি হইছে তোমার ?
৬| ২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৩
ইখতামিন বলেছেন:
গল্পটা আসলে বাস্তবেই ঘটেছিল এবং ... এর সাথেই।
কিন্তু তাই বলে তনুকে এভাবে ভেঙ্গে পড়লে চলবে না। অন্য পথে চলাও ঠিক হচ্ছে না তার।
আশা করি বুঝতে পেরেছেন
আমরা আপনার পরবর্তী লেখার প্রত্যাশায় রইলাম।
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৬
এ্যাপোলো৯০ বলেছেন: ..... টা কে ভাই !!!
হুম, তনুর আসলে ভেঙে পড়লে চলবে না। এমন একটা মানুষের জন্য নিজেকে নষ্ট করাও ঠিক হচ্ছে না। দেখি এর পরে কি ঘটায় মেয়েটা, আমি নিজেও প্রত্যাশায় আছি
৭| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৫
ইখতামিন বলেছেন: মেয়েটা কী ঘটায়, সেটা দেখার জন্যই আপনি প্রত্যাশায় বসে আছেন!
এর চে' বরং আপনি তাকে মন্দ কিছু করা থেকে বিরত রাখতে পারেন। ভালো কিছু করার প্রতি উৎসাহ দিতে পারেন।
৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
এ্যাপোলো৯০ বলেছেন: আমার গল্পের সাব্জেক্ট ও। তাই আমিও বসে আছি কি করে সেটা দেখার জন্য, কিন্তু মনে হচ্ছে এবার বেশি পাগ্লামী করছে মেয়েটা। ওকে কে রক্ষা করবে
৮| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫১
ইখতামিন বলেছেন: যেহেতু এখন মেয়েটার অনেক বন্ধু এবং সবাই তার ব্যাপারটা জানে। মেয়েটাকে বলুন, ওর বর্তমান বন্ধুর কাছে যেন সে তার পরিবর্তন ও পাগ্লামীর কথা রহস্য খুলে বলে এবং পরামর্শ চায়। তাছাড়া আপনি তো ২৪ ঘন্টাই তার পাশে আছেন । আপনি তাকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করুন না
কাঁদার কিছু নেই। সব ঠিক হয়ে যাবে
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩০
এ্যাপোলো৯০ বলেছেন: মেয়েটা অনেক মানুষের সাথে কথা বলে কিন্তু বন্ধু নাই, ওর ব্যাপারে খুব মানুষই জানে। মেয়েটা সাধারনত কারো সাথে শেয়ার করে না।
আমি চেষ্টা করছি তাকে হেল্প করার জন্য।
কাদতেছে কে !!!
৯| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: মন খারপ করানো জন্য আপনাকে আবার মাইনাচ!
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩১
এ্যাপোলো৯০ বলেছেন: আবার !!!!!!!!!!!!!!
এর আগে কবে মাইনাচ দিছিলি !!!!!!!!!!
১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫
ইখতামিন বলেছেন: ৭ নং মন্তব্যের প্রতিমন্তব্যে আপনি কেঁদেছেন
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৬
এ্যাপোলো৯০ বলেছেন: হুম, কেননা, আমি কারও কষ্ট সহ্য করতে পারি না, আমারে খারাপ লাগে, তনুর জায়গায় আপনি হলেও খারাপ লাগতো।
১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
ফালতু ছেলেরা আর পারেই বা কি !
তবে ,
তনুর উচিত সত্যিকার অর্থে ভালো থাকা ...
এবং ওই ফালতু ছেলেটাকে দেখিয়ে দেখিয়ে ভালো থাকা ...
ভালো থাকা হোক আপি !
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৯
এ্যাপোলো৯০ বলেছেন: আমি আল্লাহ এর রহমতে ভালো আছি আপি, আর তোমাকে ধন্যবাদ আমার ব্লগে উঁকি মারার জন্য তুমি ও ভালো থেকো
১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০
ইখতামিন বলেছেন:
আমি তার জায়গায় হতে চাইনে.
আর কেউ যেনো তার জায়গায় না হতে পারে সেটাই হওয়া উচিত
তনুর জন্য আপনার খারাপ লাগায় ধন্যবাদ.
তনু'রা ভালো থাকুক
আপনিও ভালো থাকুন.
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১০
এ্যাপোলো৯০ বলেছেন: সবাই ভালো থাকুন, আমিন।
১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭
ইখতামিন বলেছেন:
অঃটঃ
@তোমার গল্পের মৃত রাজকন্যা
আপনার পোস্টে কোনও মন্তব্য করতে পারলাম না
৪র্থ + দিয়েই চলে আসতে হলো
১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৩
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
@ইখতামিন , আমার লেখা নাতো তাই ঐ ঘরটা বন্ধ করে রাখা
... ধন্যবাদ প্লাস এর জন্যে!!!!
১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৫
তাসজিদ বলেছেন: ভালবাসা এখন নোংরামি তে ভরপুর। বিশ্বাস নেই, ত্যাগ নেই, আছে শুধু কামনা।
+++++++++++++++++++++++++++++++
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৫
টুম্পা মনি বলেছেন: মানুষ কেন এমন মানুষকে ভালোবাসে যে হৃদয়ের এতটুকু মূল্য দিতে জানেন না!
আমার কাছে গল্পটা অনেক অনেক ভালো লেগেছে।