নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাইয়াদ

দুঃখ বিলাস ভালো লাগে না আর, সুখে না শান্তিতে থাকতে চাই।

এ্যাপোলো৯০

নিজেকে পাগলী ভাবতে ভালো লাগে।নিজেকে পাগলী প্রতিষ্ঠিত করার জন্যই বোধহয় সহজে মানুষ কে বিশ্বাস করি।সবাইকে কাছে টানি।সবার কাছ থেকে বাঁশও খাই।তবুও আমি পাগলী ছিলাম,আছি ইনশআল্লাহ থাকবো

এ্যাপোলো৯০ › বিস্তারিত পোস্টঃ

একদা, আমিও এ+ পেয়েছিলাম !

১৭ ই মে, ২০১৪ রাত ১০:২০

২০০৫ সাল। আমার এস এস সি পরীক্ষার রেজাল্ট কবে দিয়েছিলো সেই তারিখ মনে নেই।বান্ধবী এর কাছ থেকেই মাসুদ রানার একটা বই নিয়ে এসেছিলাম,রেজাল্টের আগের রাতে অনেক রাত পর্যন্ত গল্পের বই পড়ে ঘুমুতে গেলাম। ঘুমের মাঝে মাসুদ রানাকে স্বপ্নও দেখেছিলাম। পরদিন সকাল বেলা বারান্দায় বসে আছি, আম্মু এসে মুন্নি সাহা স্টাইলে জিজ্ঞেস করলো, "তোর অনুভুতি কি?" আমি অবাক চোখে তাকিয়ে বললাম কিসের অনুভুতি ? আম্মু বল্লো আজকে না রেজাল্ট দিবে ? তখন হুশ হলো, ওহ ! আজ তো রেজাল্টের দিন ! উত্তর দিলাম, অনুভুতি আবার কি ! আম্মু বল্লো, তোর কি ভয়ও লাগছে না ? আমি পুরাই অবাক !! বললাম, আম্মু ভয় কেনো লাগবে ? আমি একদম নরম্যাল, এই বলে হাসতে হাসতেই কেঁদে ফেললাম আম্মুকে ধরে !!

দুপুরবেলা আম্মুকে নিয়ে স্কুলে যাচ্ছি রেজাল্ট দেখার জন্য। কলোনীর গেইটে এসে তানির সাথে দেখা। ওই আমাকে কংগ্রাচুলেশন জানিয়ে বল্লো এ+ পাইছি। আমি প্রথমে বিশ্বাসই করি নাই ! নিজের চোখে দেখার জন্য স্কুলে গেলাম। প্রথমে ভিড়ের মাঝে নিজের রোল খুজে পাইনি !! মনে মনে ভাবছিলাম তানি এম্নে চাপা মারলো ? আমি ফেইল করছি আর আমাকে বলে কিনা আমি এ+ পাইছি !!!! অতঃপর বহু কষ্টে এই আধা নষ্ট চোখ দিয়েই নিজের রোল টা খুজে পেলাম এবং রোলের পাশে এ+ দেখে নিজের অজান্তেই বলে উঠলাম "আমি পাইলাম, অবশেষে আমি ইহাকে পাইলাম"

৯ বছর আগের ঘটনা, তবুও স্মৃতি এখনো উজ্জ্বল :)

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৪ রাত ১০:২৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সামনের দিনগুলাতে বাচ্চারা এ+ এর সার্টিফিকেট নিয়ে জন্ম নিবে! :-<


আপনাকে অভিনন্দন :-B

১৭ ই মে, ২০১৪ রাত ১০:৩২

এ্যাপোলো৯০ বলেছেন: আমাকে অভিনন্দন জানায় কি লাভ ? সেই কত বছর আগের কাহিনী। কেউ এখন এই রেজাল্টের কথা আস্ক ও করে না :(

২| ১৭ ই মে, ২০১৪ রাত ১০:২৭

শায়মা বলেছেন: মজার লেখা ! পড়তে পড়তে দেখতে পেলাম! :P

১৭ ই মে, ২০১৪ রাত ১০:৩৪

এ্যাপোলো৯০ বলেছেন: হাই আপি। কেমন আছেন ?

আজকে আসলে সবার মুখে এ্ পাবার গল্প শুনতে শুনতে এম্নেই লিখলাম। ভাব্লাম লিখলামই যখন একটু ব্লগে দিয়েই দেই :)

আপনার কাছে মজা লেগেছে নিজের কাছে ভালো লাগছে :)

ধন্যবাদ।

৩| ১৭ ই মে, ২০১৪ রাত ১০:৪৩

সুমাইয়া আলো বলেছেন: আমার মতে ২০০১-২০০৮ পর্যন্ত যারা A+ পেয়েছিলেন তারা আসলেই গোল্ডেন ম্যান

১৮ ই মে, ২০১৪ রাত ১২:১৬

এ্যাপোলো৯০ বলেছেন: সুমাইয়্যা, খুব একটা খারাপ বলেননি।

আপনি কোন ব্যাচ (যদি জানাতে আপত্তি না থাকে ) ?

৪| ১৭ ই মে, ২০১৪ রাত ১০:৪৮

মুদ্‌দাকির বলেছেন: এই স্মৃতি গুলো আসলে অতুলনিয় +++++

১৮ ই মে, ২০১৪ রাত ১২:১৮

এ্যাপোলো৯০ বলেছেন: আসলেই অতুলনীয়, সবসময় মনে পড়ে না, কিন্তু যখন মনে পড়ে সব কিছু স্পষ্ট ভাবেই মনে পড়ে !

৫| ১৭ ই মে, ২০১৪ রাত ১১:০৩

মহিদুল বেস্ট বলেছেন: আপনে A পাইছিলেন আর আমি A- পাইছিলাম সেই একই বছরে আপনার মনে নেই!! আসেন আমরা অভিনন্দিত হই! :D

১৮ ই মে, ২০১৪ রাত ১২:১৯

এ্যাপোলো৯০ বলেছেন: ওহ ! আপ্নিও ??? অভিনন্দন। ভাগ্য ভালো ২০০৫ এ আ- পাইছিলেন। এখন পাইলে তো কেউ দাম ই দিত না।

৬| ১৭ ই মে, ২০১৪ রাত ১১:১৭

দি সুফি বলেছেন: ৯ বছর হয়ে গেছে! :-& আমারতো মনে হয় এই কয়েকদিন আগেইতো স্কুলে যেতাম! আপনার লেখা দেখে আবার স্মরনে এল বুড়া হয়ে যাচ্ছি :(
আমি যদিও প্লাস-টেলাস পাইনাই, তবে অনেক মিষ্টি খাইছিলাম! B-))

১৮ ই মে, ২০১৪ রাত ১২:২০

এ্যাপোলো৯০ বলেছেন: আপ্নারো ৯ বছর !!

আমার তো সবসময়ই মনে হ্য বুড়ি হয়ে গেছি :(

৭| ১৭ ই মে, ২০১৪ রাত ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো এ+ পাওয়া ঘটনা। সুন্দর+

১৮ ই মে, ২০১৪ রাত ১২:২১

এ্যাপোলো৯০ বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাইয়া।

৮| ১৮ ই মে, ২০১৪ রাত ২:৩৫

আমি ভাল আছি বলেছেন: ভাল ত

১৮ ই মে, ২০১৪ রাত ৯:০৪

এ্যাপোলো৯০ বলেছেন: এস এস সি এর রেজাল্ট তো, ভালোই :) পরের টায় বাশ খেয়েছিলাম :(

৯| ১৮ ই মে, ২০১৪ ভোর ৬:২১

তাসজিদ বলেছেন: এই স্মৃতি গুলো আসলে অতুলনিয়





১৮ ই মে, ২০১৪ রাত ৯:১০

এ্যাপোলো৯০ বলেছেন: কখনো ভোলার নয়

১০| ১৮ ই মে, ২০১৪ সকাল ৯:৫১

সময়ের ডানায় বলেছেন: সুন্দর স্মৃতিচারণ।

১৮ ই মে, ২০১৪ রাত ৯:১০

এ্যাপোলো৯০ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.