নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজাব স্বপ্নের দেশ

কোন নাম নাই আমার

অলস সময় কাটাই। আর আকাশ কুসুম চিন্তা করি।

কোন নাম নাই আমার › বিস্তারিত পোস্টঃ

আকাশ কুসুম চিন্তা...১

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩২

সারাদিনে আমার তেমন কোন কাজকর্ম নাই। তো ভাবলাম একটু আকাশ কুসুম চিন্তা করি।

আমাদের প্রধান সমস্যা গুলার মধ্যে একটা দুর্নীতি। তা একটা কথা এককালে শুনেছিলাম বোধহয় যে সমস্যা আর তার সমাধান একই সাথে জন্ম নেয়। তা আমার প্রশ্ন টা হলো এই কথাটার কি আসলেই কোন ভিত্তি আছে? যদি থাকে তাহলে দুর্নীতে কমে না কেন? দুইটা কারন আমার এই ছোট মাথায় ধরে। এক. এই সমস্যা সলভ করা সম্ভব না, দুই. কেউ আসলে সলভ করতে চায় না। তা আমি নিজে ভেবে নিতেছি এক নম্বর টা সঠিক। আমাদের মধ্যে কেউ একজন চায় এইটা সলভ হোক। কিন্তু কিভাবে?

ত যেটা বলছিলাম আমার কোন কাজকর্ম নাই, গাধার মত এক আইডিয়া বের করলাম। আর আইডিয়াটা পেলাম আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা গুলা থেকে। ওইখানে ওয়েটিং লিস্ট বলে একটা ব্যাপার আছে। নিয়মটা হল একটা পরীক্ষা হবে, রেজাল্ট এর ভিত্তিতে একটা মেরিট লিস্ট হবে আর একটা ওয়েটিং লিস্ট হবে তাইতো? মেরিট লিস্টে পোলাপান ভর্তি করার পর যদি কোন কারনে জায়গা বের হয় তাইলে পরের লিস্ট থেকে ভর্তি হবে।

দুর্নীতি প্রতিরোধে এই ওয়েটিং লিস্ট ব্যাপার টা কাজে লাগানো যেতে পারে।
ধরে নিচ্ছি একটা কাজের জন্য একটা দল গঠন করা হবে। লীডার অতি ভাল মনের মানুষ। ত সে তার দলে দুর্নীতি প্রশ্রয় দিবে না। সে কি করল, সে প্রতি টা পদে চারজন করে লোক নিল। একটা মিটীং ডেকে বললো যে, আমি আমার দলে কোন দুর্নীতিগ্রস্ত লোক রাখব না। আপনার লক্ষ্য করেছেন যে আমি একেকটা পোস্টের জন্য একজন এর জায়গায় বাড়তি আরো তিন জনকে নিয়োগ দিয়েছি। কারন টা বলছি। চারজনের মধ্যে একি সময়ে কেবল একজনই দায়িত্ব পালন করবে। বাকী তিনজন ওয়েটিং লিস্টে। উপস্থিত সবাই তো হোব্বা। বলে কি পাগল এই তিন জন কে অযথা বেতন দিয়ে পুষবে নাকি? তা কেন এরা কেউই ত বসে থাকবে না, কাজ করবে। কি কাজ? পাহারা দিবে মুল দায়িত্বপ্রাপ্ত লোক টাকে। তার কোন দুর্নীতি চোখে পড়লে তারা আমাকে জানাবে। আমি দুর্নীতি গ্রস্ত কে আর কোন সুযোগ দিব না সোজা বাইরে। আর যে আমাকে খবরটা দিবে সে বসবে অই গদিতে। এভাবে চলবে।

এই আইডিয়াটা বাস্তবায়ন করা সম্ভব কিনা তা আমি জানি না। তবে প্রয়োগ করে দেখা যেতে পারে। তবে কিছু শর্ত মানতে হবে।
১. মুল দায়িত্ব প্রাপ্ত লোক অন্য তিনজনের থেকে সুযোগ সুবিধা বেশি পাবে। আর বাকীরা যুক্তিযুক্ত সুযোগ সুবিধা পাবে। কারন তাহলে মুল দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি সুযোগ সুবিধা হারাতে চাইবে না। আর বাকী তিনজন ক্ষমতায় যেতে চাইবে। তারা সদা সতর্ক থাকবে, কখন দুর্নীতি করে বেটা।
২. বাকী তিনজন কখনোই মূল দায়িত্বপ্রাপ্ত কে তার কোন কাজে বাধা দিবে না। তারা রিপোর্ট করবে লীডারের নিকট।
এতে করে দায়িত্ব প্রাপ্ত লোকটির ভয় থাকবে লোভনীয় সুযোগ সুবিধা আর ক্ষমতা হারানোর। বাকীরা লোভে থাকবে।
লোভ আর ভয় মানুষের সহজাত। মানুষ সহজে এগুলো থেকে মুক্ত থাকতে পারে না। তবে এগুলো সবসময় খারাপ নয়। এই গুন গূলোকেও ভালো কাজে লাগানো সম্ভব, তাই না? একটু চিন্তা করে দেখুন তো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.