![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০২৮ সাল। সকালে ঝকঝকে রোদের আলোতে বাইরে উৎসবের সাজ। আজকে বাংলাদেশের জাতীয় নির্বাচন। এবারের নির্বাচন টা একটু স্পেশাল। কেন? বলছি, তার আগে একটু বাইরেটা ঘুরে দেখে আসি।
ছুটির দিন। স্কুল, কলেজ, অফিস মোটামুটি সব বন্ধ। কারন ভোটাধিকার প্রাপ্ত সবাই ভোট কেন্দ্রে যাবে ভোট দিতে। দুঃখিত সবাই যাবে না কেন্দ্রে, ভোট দিতে। সবার যাওয়ার দরকারও নেই। কেন? আরে এত অস্থির হইলে হবে কেমনে! বলবো তো। ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন চলছে। পুলিশ তার দায়িত্ব পালন করছে যথাযথ ভাবে। ঢিলেঢালা নিরাপত্তা। আসলে ঢিলেঢালা টাই এখন বেশী। কারন এটা পৃথিবী সবচাইতে শান্তিপূর্ন দেশগুলোর একটা। ভোট কেন্দ্রে পুরুষ দের উপস্থিতি বেশ ভালো, কিন্তু মহিলা বা নতুন ভোটার দের খুব বেশি চোখে পড়ছে না। কারন.........
শামীম এর বয়স এখন ২১। সে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে বাংলাদেশের একজন সচেতন নাগরিক। সরকার তাকে একটি স্মার্ট পরিচয় পত্র দিয়েছে, মানে সে একজন ভোটার। কিন্তু সে ভোট কেন্দ্রে যায়নি। ওর পরীক্ষা চলছে। সে পড়ার টেবিল ছেড়ে ঊঠবেই না। কিন্তু ভোট তার নাগরিক অধিকার। সেটা সে জানে। সে তার স্মার্টফোনটি বের করলো, এপ স্টোরে ঢুকে সে বাংলাদেশ জাতীয় নির্বাচন নামের একটি এপ ডাউনলোড করলো। সে এপ টি চালু করে তার জাতীয় পরিচয় পত্রের নম্বর আর মোবাইল নম্বরটি প্রবেশ করালো। এপ টি স্বয়ংক্রিয় ভাবে তার আইডি নাম এবং তথ্যের সাথে মোবাইল অপারেটর এর থেকে প্রাপ্ত তথ্য মিলিয়ে দেখলো। এরপর তার নম্বরে একটা কোড আসলো, এবং সে লগিন করলো। এরপর এপ এর মুল পাতায় বাংলাদেশে চলমান নির্বাচনের তালিকা পেল। জাতীয় নির্বাচনের উপর ট্যাপ করে সে পরবর্তী ধাপগুলো সম্পন্ন করলো। এভাবে সে মোট চার মিনিটের মধ্যে ঘরে বসে ভোট প্রদান করলো। এরপর সে লগ আউট করলো।
আসলে এটাই এবারের নির্বাচনের বিশেষত্ব। এবারই প্রথম মোবাইল এপ এর মাধ্যমে সম্পূর্ন নিরাপদে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে বাংলার মানুষ।
আর ঠিক এই কারনেই ভোট কেন্দ্রগুলোতে মহিলা ভোটার দের উপস্থিতি কম। কারন তাদের ভোট কেন্দ্রে যাবার দরকার নেই। হাতে স্মার্ট ফোন আর স্মার্ট ন্যাশনাল আইডি আছে । ঘরে বসেই ভোট দেওয়া সম্ভব এখন বাংলাদেশে।
পাঠক, এটা আমার আইডিয়া নয়। একটা মুভি থেকে নেওয়া। মুভি টা আমরা হয়ত অনেকেই দেখেছি, কিন্ত বিনোদনের জন্য। কিন্তু এই আইডিয়া টা কেন যেন আমার কাছে খুবই ভালো লাগলো। এটা তো অসম্ভব কিছু না, তাই না?
হ্যা, আমি জানি বাংলাদেশের কোন এক বা একদল মেধাবী সন্তানের হাত ধরে আমরা এক নতুন যুগে প্রবেশ করবো। সে যুগ হবে অসীম সম্ভাবনার। সে পর্যন্ত আমরা স্বপ্ন দেখে যাব......
©somewhere in net ltd.