![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুদিন আগে টি আই এন নম্বর এর জন্য রেজিষ্ট্রেশন করেছি। যদিও আমার বিশেষ কোন আয় ই নেই, তবুও একটা প্রয়োজনে করতে হলো। তো রেজিষ্ট্রেশন করার পর শুনলাম যে প্রত্যেক টি আই এন নম্বরধারীকে প্রতিবছরই নূন্যতম একটা টাকা জমা দিতেই হয়, করমুক্ত আয়ের সীমাতে থাকলেও!
আমার ও কি তাহলে দিতে হবে?
দিতে হলে কত টাকা?
টি আই এন নম্বর বাতিল করার কোন উপায় আছে কি?
০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫
কোন নাম নাই আমার বলেছেন: কি বলেন! সর্বনাশ!
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
তরিকুল বলেছেন: যতদুর জানি (এবছর থেকে) করমুক্ত আয়ের সীমাতে থাকলে রির্টান দাখিল বাধ্যতামুলক নয়।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৭
কোন নাম নাই আমার বলেছেন: ধন্যবাদ। এটা বাতিল করার কোন উপায় জানা আছে কি? জানাবেন দয়া করে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৪
অহনাব বলেছেন: সম্ভবত ৫ হাজার।