![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।
কবিতার পংক্তিরা আজ হারিয়ে যাবে,
মিলবেনা তারা কিছুতেই।
দূর নীলিমায় পথহারা জোৎস্না,
মেঘের আড়ালে লুকিয়ে গেছে
তার অবাধ স্বাধীন বারতা।
গুমোট বাতাসে অসহায় আবর্তে,
ব্যর্থ মায়ার পরশে
ফুলের সৌরভ আজ দিশেহারা।
রাত জাগানিয়া পাখির
বোবা আর্তনাদে যখন
বহমান বিপুল কষ্ট,
তারি মাঝে শুধু বহিছে গো
কেন মন ভাঙা ঢেউ এর গল্প।
এরে শুধাও, ওরে শুধাও
অযাচিত কত নাটুকেপনার মাঝে,
মেকি শহুরে ব্যস্ততার নাগপাশে
ভাগ করে নাতো কেউ,
তোমার মমতা মাখা শত কান্না।
-না মানুষী জমিন
(বিঃদ্রঃ লিখা ০৫/০১/২০১৫, পোষ্ট ১৩/০৫/১৫)
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
না মানুষী জমিন বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা। ভালো লাগলো আপনার মন্তব্য। @ খায়রুল আহসান
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৮
খায়রুল আহসান বলেছেন: "তারি মাঝে শুধু বহিছে গো
কেন মন ভাঙা ঢেউ এর গল্প" - এ করুণ আর্তি স্পর্শ করে গেল!
আপনার এ কবিতাটিতে যেমন এখনো পর্যন্ত কেউ মন্তব্য করে নাই, আমার প্রথমটিতেও না। প্রথমরা বোধকরি সবসময় অবহেলিতই থেকে যায়। তবে আমার প্রথমটিতে আপনি একটা 'লাইক' দিয়েছিলেন। সেটা এখনো সেখানে জ্বলজ্বল করছে। তাই এখানে এসে কৃ্তজ্ঞতা জানিয়ে গেলাম।
শুভেচ্ছা রইলো...