![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।
কবিতার প্রহর শেষ হয়ে যাবে।
আসবে নিঝুম রাত....
নিশুতি পাখিরাও যখন আর
জেগে থাকবেনা, তখনও
তোমার প্রেতাত্মা ঘুরে বেড়াবে
এই কালো রাতে.....
কি ভাবছো??...
আমি জেগে আছি তোমার জন্য?
না.........না.......না..
এই জেগে থাকা শুধু এই সময়ের নয়.....
এতো মহাকালের........
মহাপরিক্রমার.............।
অতঃপর আবর্তের ঘূর্ণিপাকে অশীতিপর তুমি.......,আমি......
তবুও শেষ হবে না এই যাত্রা।
তুমি ছুঁড়বে গোলা, বারুদ, বোমা
কত দামামা......
আর মিথ্যার বেসাতি......
পারবে কি টলাতে??
পারবে না.............
তুমি তো কাছে থেকেও দূরে।
কি ভাবছো?? আমি দূর্বল??
আমার অহংকার, নমনীয়তা,
স্নিগ্ধতা, সভ্যতা কে তুমি
ভেবেছো দূর্বলতা........হা......হা....
হারিয়ে যাবো বলেতো লড়িনি।
মানছি, হয়েছে আমার পদস্খলন
.......তাই বলে আমিতো আমিই........
তুমি যতই লুকিয়ে থাকো!!
সময়ের থাবায় কি পারলে.......?
গোপন রাখতে তোমার পরিচয়.....!!
ঢাকতে তোমার সত্যিকারের অবয়ব!!!
তবে কেন এই মিথ্যা ছলনা তোমার??
কেন এই অরাজক সৃষ্টি?
এ কেমন সৃষ্টি তোমার???
(২১/১২/১৩)
©somewhere in net ltd.