![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।
আজ সারাটা দিন মন খারাপের,
শুধুই তোমার জন্য।
জোছনারা ছিল অমাবস্যায় ঢাকা,
শুধুই তোমার জন্য।
অপেক্ষার প্রহর গোনা নির্ঘুম সময়,
শুধুই তোমার জন্য।
তোমার অবহেলায় আমার দীর্ঘশ্বাস,
শুধুই তোমার জন্য।
ক্ষতবিক্ষত হৃদয় জুড়ে বোবা আর্তনাদ,
শুধুই তোমার জন্য।
মান অভিমান ভরা আমার শূণ্য উঠোন,
শুধুই তোমার জন্য।
হোক না খুব অল্প, তবু সুন্দর সেই সময়টা পেয়েছিলাম,
শুধুই তোমার জন্য।
আর যদি না হয় দেখা, সবটুকু ভালোবাসা তাই,
শুধুই তোমার জন্য।
-না মানুষী জমিন।
©somewhere in net ltd.