![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।
যদি কোন গোপন প্রলয় রয় নিরবে,
রেখোনা বেঁধে তারে
দিওনা ফিরায়ে।
যতই বাঁধা দাওগো তারে
আসিবে সে কাছে,
ঝঞ্জাক্ষুব্দ প্রলয় নাচন নাচিবে সে
তোমারি সম্মুখপানে।
কেমনে তারে দিবে তুমি আঘাত
পারবে কি ভুলিতে?
সযতনে ঠাঁই দিও তারে
তোমারি গহিন হৃদমাঝারে।
- না মানুষী জমিন
১২/০২/১৫
©somewhere in net ltd.