![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।
যখন আমার স্পর্শের ছাপ থাকার কথা তোমার কাছে, তখন আমি অনেক দূরে,
সেই তেপান্তরের মাঠ পেরিয়ে, রবি ঠাকুরের এক পায়ে দাঁড়িয়ে থাকা তাল গাছটার পরে,
হু হু করে উঠা শেষ বিকেলে রক্তিম আলোর কাছে।
দ্বিধান্বিত চোখে তাকিয়ে রইলে তুমি, পিছুটানের বাঁধা না পেরোতে পারার ধ্যানে,
আটকে রেখে নিজেকে সেই হু হু করা বুকের মাঝে গভীর আড়াল করে।
শুধু একবার পিছু ফিরে তাকানোর পরে,
আবছা চোখে দেখি তোমার ওষ্ঠ যুগলদ্বয়ে।
কি যেন বলতে চায়, না বলা ভাষা,
বহু দূর হতে বুঝতে পারিনি তা।
তবুও চলেছি ফিরে, তাকিয়ে সম্মুখপানে অজানা কোন গন্তব্যের মায়ায়,
আর বুঝি আটকাতে পারলে না চার দেয়ালের মাঝে বন্দী তোমার ছায়ায়।
বন্ধনটুকু ছিন্ন করে দিয়ে,
ফেরারি আমি ফিরব না তোমার পরে।
তোমার ওষ্ঠ যুগলের অজানা সেই ভাষায়,
পথ পাড়ি দেওয়ার শক্তি যুগিয়ে যাবে আমায়।
অনন্তকাল ধরে, কোন দূর অজানার প্রান্তে
আমার বাউণ্ডুলে এই মনে।
(১৩/০১/১৬)
©somewhere in net ltd.