![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।
ফাগুনের পাতা ঝরা শুভ্র সকাল,
তোমায় দিলাম।
বৃষ্টি ভেজা এক শান্ত বিকেল,
তোমায় দিলাম।
হিমেল হাওয়ার স্নিগ্ধ পরশ,
তোমায় দিলাম।
ভিজে মাটির সোদা গন্ধ,
তোমায় দিলাম।
মেঘের ভাঁজে রোদের লুকোচুরি,
তোমায় দিলাম।
আবার রৌদ্রজ্বল সময়ের প্রহর গোনা,
তোমায় দিলাম।
-- না মানুষী জমিন
লিখাঃ ১৯/২/১৫ পোষ্টঃ ১৯/২/১৭
©somewhere in net ltd.