![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই।
অতীতের সংকট আর নিপীড়িত সময়,
সব আসছে কি আবার ফিরে!
নতুন রুপে, নবজ্ঞানে,
কোন নবীনের হাত ধরে,
পুরনো কারো অঙ্গুলী হেলনে।
বক্তব্য যত, নয় আর বক্তব্যময়,
সবি যেন, শুধু ইংগিতময়।
দাবার চালে চলচ্চিত্র,
হচ্ছে পরিবেশিত।
কেউ আসছে সামনে,
কেউ চলে যায় আড়ালে।
ভিন্ন ভিন্ন চরিত্র, ভিন্ন ভিন্ন কালে।
লাভ ক্ষতির হিসেব কষে
ভাবা হচ্ছে, ক্ষতি কিছু হবেনাও মোটে,
আসলেই কি সব জানা যায় আগে?
কিসে লাভ, কিসে ক্ষতি, হবে ভবিষ্যৎকালে।
(তাই) সিদ্ধান্ত দুপক্ষের যত যাই হোক,
পারা যাবে কি মেনে নিতে?
হতে পারে যা চিন্তারও অতীত।
যত নমনীয় আর কোমলতা,
সর্বসময় ভাবা হয় এদের, দুর্বলতা।
জ্ঞানের কতইনা ক্ষুদ্র পরিসীমা।
শংকিত মন ধীরে ধীরে
হচ্ছে দৃঢ়ময়,
সাধারণ কোন কিছু নয়,
অনেক কঠিন কোন সিদ্ধান্ত
নেওয়ার এখনি সময়!
দেখা যাক... কি হয়? কি হয়?
১৯ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৯
না মানুষী জমিন বলেছেন: ধন্যবাদ
২| ২১ শে মে, ২০১৭ বিকাল ৪:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: অতীতের সংকট মাঝে মাঝে ফিরে আসে। দেখা যাক কি হয়?
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা।